ডোম্বী পা
অবয়ব
চর্যাপদ গ্রন্থে ডোম্বী পার একটি পদ গৃহীত হয়েছে। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে ডোম্বী পা ত্রিপুরা বা মগধের রাজা ছিলেন। তার গুরু ছিলেন বিরূপ পা ডোম্বী পার জীবৎকাল ৭৯০ থেকে ৮৯০ খ্রিস্টাব্দ। রাহুল সাংকৃত্যায়নের মতে ডোম্বী পার জীবৎকালের শেষ সীমা দেবপালের রাজত্বকালে (৮০৬-৪৯ খ্রিষ্টাব্দ) ৮৪০ খ্রিষ্টাব্দ অবধি। তিনি বর্ণে ক্ষত্রিয়, নিবাস মগধ এবং চুরাশি জন মহাসিদ্ধের একজন।
আরো পড়ুন
[সম্পাদনা]- বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।