ডোভ ফ্রোহম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোভ ফ্রোহম্যান
জন্ম (1939-03-28) ২৮ মার্চ ১৯৩৯ (বয়স ৮৫)
জাতীয়তাইসরায়েলি
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণইপিরম
পুরস্কারআইইই এডিসন মেডেল
Israel Prize
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল

ডোভ ফ্রোহম্যান একজন ইসরায়েলি তড়িৎ প্রকৌশলী। তিনি ইন্টেল কর্পোরেশন এর সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি ইরেজেবল প্রোগ্রাম্যাবল রিড অনলি মেমোরি এর উদ্ভাবক। [১][২]

জীবনী[সম্পাদনা]

ফ্রোহম্যান ১৯৩৯ সালের ২৮ মার্চ আমস্টারডাম এ জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৫ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর এ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবে যোগদান করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • আইইই জ্যাক মর্টন অ্যাওয়ার্ড, ১৯৮৬
  • আইইই এডিসন মেডেল, ২০০৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dov Frohman-Bentchkowsky"CHM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  2. "NIHF Inductee Dov Frohman-Bentchkowsky Invented EPROM"www.invent.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২