ডেভিড সিউয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডেভিড সি‌উয়েল থেকে পুনর্নির্দেশিত)
ডেভিড সিউয়েল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামডেভিড গ্রাহাম সিউয়েল
জন্ম (1977-10-20) ২০ অক্টোবর ১৯৭৭ (বয়স ৪৬)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২০৩)
২৫ সেপ্টেম্বর ১৯৯৭ বনাম জিম্বাবুয়ে
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৬৭ ২৩
রানের সংখ্যা ২৮২ ৩২
ব্যাটিং গড় ৫.৮৭ ৫.৩৩
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান * ২৪ ১১*
বল করেছে ১৩৮ ১২,৩০৫ ৯৮৪
উইকেট ২১৮ ২৫
বোলিং গড় ২৮.৭২ ৩২.৫২
ইনিংসে ৫ উইকেট ১০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৮/৩১ ৪/৫১
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ১৫/– ২/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ নভেম্বর ২০২০

ডেভিড গ্রাহাম সিউয়েল (ইংরেজি: David Sewell; জন্ম: ২০ অক্টোবর, ১৯৭৭) ক্রাইস্টচার্চ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওতাগো দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ডেভিড সিউয়েল

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৯৫-৯৬ মৌসুম সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ডেভিড সিউয়েলের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ওতাগো ও হক কাপে নর্থ ওতাগোর সদস্যরূপে খেলতেন। ১৯৯৬-৯৭ মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দূর্দান্ত খেলেন। ৮/৩১ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন তিনি। পরবর্তীতে এটিই তার সেরা বোলিং পরিসংখ্যানে পরিণত হয়।[১]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ডেভিড সিউয়েল। ২৫ সেপ্টেম্বর, ১৯৯৭ তারিখে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।[২] এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

১৯৯৭-৯৮ মৌসুমে নিউজিল্যান্ড দলের সাথে জিম্বাবুয়ে গমন করেন। সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নিয়েছিলেন তিনি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Otago v Central Districts 1996-97"CricketArchive। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮ 
  2. "2nd Test, New Zealand tour of Zimbabwe at Bulawayo, Sep 25-29 1997"Cricinfo। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]