বিষয়বস্তুতে চলুন

ডেথ অব আ সেলসম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেথ অব আ সেলসম্যান
ইংরেজি: Death of a Salesman
প্রথম সংস্করণের প্রচ্ছদ (ভাইকিং প্রেস)
রচয়িতাআর্থার মিলার
চরিত্র
  • উইলি লোম্যান
  • লিন্ডা লোম্যান
  • বিফ লোম্যান
  • হ্যাপি লোম্যান
  • বেন লোম্যান
  • বার্নার্ড
  • চার্লি
  • দ্য ওম্যান
  • হাওয়ার্ড
উদ্বোধনের তারিখ১০ ফেব্রুয়ারি ১৯৪৯
উদ্বোধনের স্থানমরস্কো থিয়েটার, নিউ ইয়র্ক সিটি
মূল ভাষাইংরেজি
বিষয়একজন ব্যর্থ বিক্রয়কর্মীর ক্ষীয়মাণ দিন
বর্গবিয়োগান্ত
প্রেক্ষাপট১৯৪০-এর দশকের শেষভাগ, নিউ ইয়র্ক সিটি, বার্নাবি নদী, বস্টন

ডেথ অব আ সেলসম্যান (ইংরেজি: Death of a Salesman) হল মার্কিন নাট্যকার আর্থার মিলার রচিত ১৯৪৯ সালের মঞ্চনাটক। ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে ব্রডওয়ের মরস্কো থিয়েটারে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় এবং ৭৪২ বার মঞ্চস্থ হয়। ১৯৪০-এর দশকের শেষভাগে ব্রুকলিনের পটভূমিতে রচিত দুই অঙ্কের এই বিয়োগান্ত নাটকটি এর মুখ্য চরিত্র উইলি লোম্যানের স্মৃতির পূর্ণাঙ্গতা, স্বপ্ন ও যুক্তিতর্কের মধ্য দিয়ে বর্ণিত হয়েছে। উইলি তার জীবন নিয়ে হতাশ এবং বার্ধক্যে উপনীত হচ্ছেন। এই নাটকে মার্কিন স্বপ্ন, সত্যের ব্যবচ্ছেদ ও অবিশ্বাসের মত বিভিন্ন বিষয়বস্তু ওঠে এসেছে। এটি ১৯৪৯ সালে নাটকে পুলিৎজার পুরস্কার এবং শ্রেষ্ঠ মঞ্চনাটক বিভাগে টনি পুরস্কার অর্জন করে। কয়েকজন সমালোচক নাটকটিকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা নাটক বলে গণ্য করে থাকেন।[]

এটি বিশ্বের জনপ্রিয় মঞ্চনাটকগুলোর একটি।[] উদ্বোধনী মঞ্চায়নের পর থেকে নাটকটি ব্রডওয়েতে পাঁচবার পুনঃমঞ্চায়ন হয়েছে, তন্মধ্যে শ্রেষ্ঠ পুনঃমঞ্চায়নের জন্য তিনবার টনি পুরস্কার অর্জন করে। নাটকটিকে দশবার চলচ্চিত্ররূপ দেওয়া হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৫১ সালের চলচ্চিত্ররূপ, এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ফ্রেড্রিক মার্চ। ১৯৯৯ সালে নিউ ইয়র্কারের নাট্য সমালোচক জন লার বলেন ১১ মিলিয়ন কপি বিক্রি হওয়া নাটকটি "সম্ভবত প্রকাশিত সবচেয়ে সফল আধুনিক নাটক।"[]

চরিত্রাবলি ও অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

উল্লেখযোগ্য চরিত্রাবলি

চরিত্র ব্রডওয়ে ব্রডওয়ে পুনঃমঞ্চায়ন রয়্যাল শেকসপিয়ার ব্রডওয়ে পুনঃমঞ্চায়ন ব্রডওয়ে পুনঃমঞ্চায়ন ব্রডওয়ে পুনঃমঞ্চায়ন ব্রডওয়ে পুনঃমঞ্চায়ন
১৯৪৯ ১৯৭৫ ১৯৮০ ১৯৮৪ ১৯৯৯ ২০১২ ২০২২
উইলি লোম্যান লি জে. কব জর্জ সি. স্কট বব পেক ডাস্টিন হফম্যান ব্রায়ান ডেনেহি ফিলিপ সিমোর হফম্যান ওয়েন্ডেল পিয়ার্স
লিন্ডা লোম্যান মিলড্রেড ডানক টেরিসা রাইট ফ্রান্সেস্কা এনিস কেট রেইড এলিজাবেথ ফ্রাঞ্জ লিন্ডা এমন্ড শ্যারন ডি. ক্লার্ক
বিফ লোম্যান আর্থার কেনেডি জেমস ফারেন্টিনো মাইকেল ম্যালোনি জন মালকোভিচ কেভিন অ্যান্ডারসন অ্যান্ড্রু গারফিল্ড ক্রিস ডেভিস
হ্যাপি লোম্যান ক্যামেরন মিচেল হার্ভি কাইটেল পল গ্রিনউড স্টিফেন ল্যাং টেড কোচ ফিন উইটরক তৃতীয় ম্যাকিনলি বেলচার
আঙ্কল বেন টমাস ক্যালমার্স জ্যাক সোম্যাক পিটার গিনেস স্টিভ পিকারিং লুইস জোরিখ জন গ্লোভার আন্দ্রে ডি শিল্ডস
বার্নার্ড জো মারোস লুইস জে. স্টাডলেন শন স্কট ডেভিড চ্যান্ডলার রিচার্ড টমসন ফ্রান ক্রাঞ্জ স্টিফেন সটকিং
চার্লি হাওয়ার্ড স্মিথ জেমস গ্রিন পল মরিয়ার্টি চার্লস ডারনিং হাওয়ার্ড উইট বিল ক্যাম্প ডেলানি উইলিয়ামস
মিস ফ্রান্সিস নেওমি স্টিভেন্স রোজালিন কান হেলেন মিরেন ক্যাথরিন রোসেটার কেট বাডেক মলি প্রাইস লিন হাউলি

অন্যান্য মাধ্যমে উপযোগকরণ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Death of a Salesman"দ্য রেপ। ২০১৭-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ 
  2. "'ডেথ অব আ সেলসম্যান' নিয়ে নতুন দল"দৈনিক প্রথম আলো। ২৩ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ 
  3. লার, জন (১৮ জানুয়ারি ১৯৯৯)। "Arthur Miller and the Making of Willy Loman"দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ 
  4. "Golden Globes Awards"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ 
  5. আইজেনমান, মারিয়া (২০০৮)। Teaching Classics of American Drama. Worksheets with Instructions & Answer Keys। ভান্ডেনহোক অ্যান্ড রুপরেখট। পৃষ্ঠা ৯। 
  6. "BBC Radio 3 — Drama on 3, Death of a Salesman, by Arthur Miller"। বিবিসি। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:আর্থার মিলার