ডেইলি স্পোর্টস (জাপানি সংবাদপত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেইলি স্পোর্টস
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
ভাষাজাপানি
সদর দপ্তরকোবে
ওয়েবসাইটhttps://www.daily.co.jp/

ডেইলি স্পোর্টস (デイリースポーツ) একটি জাপানি দৈনিক সংবাদপত্র, যা ১ আগস্ট ১৯৪৮ এ প্রকাশিত হয়েছিল এবং এটি একটি নিউজ ওয়েবসাইট সংস্করণও রয়েছে। যেমন এর শিরোনাম থেকে বোঝা যায়, এটি মূলত ক্রীড়া সাংবাদিকতায় নিবেদিত, তবে কিছু বিনোদন এবং অন্যান্য সংবাদও বহন করে। এর সদর দফতর চুও-কু, কোবে, এবং টোকিও, ওসাকা, হিরোশিমা এবং টাকামাতসুতেও এর অফিস রয়েছে। ডেইলি স্পোর্টসের আরও সাধারণ পাঠকদের জন্য এ ভগিনী পত্রিকাটি হ'ল কোবে শিমবুনডেইলি স্পোর্টসের আইনি প্রকাশক হলেন ডেইলি স্পোর্টস কোয়ালিটি ইনকর্পোরেটেড (株式会社デイリースポーツ・クオリティ)। ২০১৮ সালে এর পরিচালন মূলধন ছিল ১০ মিলিয়ন এবং কর্মী ছিল ২০৬ জন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "会社概要"Daily.co.jp (জাপানি ভাষায়)। Daily Sports Quality Inc.। ২০১৮। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]