বিষয়বস্তুতে চলুন

ডেইজি বোপান্না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেইজি বোপান্না
জন্ম
ডেইজি বোপান্না




( ১৯৮২-১২-০৪ ) ৪ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪২)



পেশা অভিনেত্রী
বছর সক্রিয় ২০০৩–২০১২

ডেইজি বোপান্না (জন্ম: ৪ ডিসেম্বর ১৯৮২) [] একজন ভারতীয় অভিনেত্রী। ইনি মূলত কন্নড়, হিন্দি, তেলুগু এবং তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বোপান্না কোডাগুর বাসিন্দা। তিনি অরবিন্দ স্কুল,[] এর কুমারানস কলেজ থেকে প্রাক-বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেন এবং কর্ণাটকের বেঙ্গালুরুতে চিত্রকলা পরিষদ থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কর্ম‌জীবন

[সম্পাদনা]

থিয়েটারে কাজ করার মাধ্যমে ডেইজি তার অভিনয় জীবন শুরু করেন। বি. জয়শ্রীর স্পন্দনা থিয়েটার ক্যাম্প এবং সমসাময়িক ইংরেজি থিয়েটারের সাথে তিনি অল্প সময়ের জন্য কাজ করেছিলন। [] এই সিনেমাটি বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছিল এবং আন্তর্জাতিক পুরষ্কারও জিতেছিল। কবিতা লঙ্কেশ পরিচালিত, এই চলচ্চিত্রটি বিনোদন জগতে শিশু শিল্পীদের শোষণের বিষয়টি তুলে ধরেছে। ডেইজির পরবর্তীকালে ভগবান (২০০৪) ছবিতে অভিনেতা দর্শনের সাথে কাজ করেন। তিনি তার অভিনয় ও কাজের জন্য 'স্পাইসি ডেইজি' উপাধি লাভ করেন। [] ২০০৪ সালে বিম্বা মুক্তির আগে, ডেইজি প্রায় এক বছর ধরে স্টার ওয়ার্ল্ডে প্রচারিত টেলিভিশন অনুষশ্তহান টপ ড্রাইভ -এর উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। []

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০০৩ ইন্দ্রু মুধাল গীতা তামিল
২০০৪ রঙ্গা এসএসএলসি সঞ্জনা কন্নড় সঞ্জনা নামে কৃতিত্বপ্রাপ্ত
বিম্ব সারোজা কন্নড়
চান্তি অঞ্জলি তেলুগু অঞ্জলি নামে কৃতিত্বপ্রাপ্ত
২০০৫ ভগবান অঞ্জলি কন্নড় অঞ্জলি নামে কৃতিত্বপ্রাপ্ত
রিল্যাক্স অঞ্জলি তেলুগু অঞ্জলি নামে কৃতিত্বপ্রাপ্ত
গরম মশলা দীপ্তি হিন্দি ডেইজি নামে কৃতিত্বপ্রাপ্ত
রামা শ্যামা ভামা প্রিয়া কন্নড়
২০০৬ জ্যাকপট কন্নড় ক্যামিও
প্রজাপতি চলচ্চিত্র অভিনেত্রী মালয়ালম
ঐশ্বর্যা অঞ্জলি কন্নড়
থভারিনা সিরি প্রিয়া কন্নড়
তানানাম তানানাম গৌড়ার কন্যা কন্নড় []
২০০৭ সত্যবান সাভিত্রি সুব্বলক্ষ্মী কন্নড়
২০০৮ গালিপাতা সৌম্যা কন্নড় মনোনীত—ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার – কন্নড়
চাক্কারা ভিউগাম সন্ধ্যা তামিল
২০০৯ সুইট হার্ট সন্ধ্যা তেলুগু
ওলাভে জীবন লেখাচারা কন্নড় ক্যামিও
২০১১ ইউনাইটেড সিক্স জিয়া হিন্দি
২০১২ ক্রেজি লোকা সরলা কন্নড়
২০২৪ রাশ তেলুগু ইটিভি উইন মূল চলচ্চিত্র

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Instagram"www.instagram.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৬ 
  2. "Daisy Bopanna interview"Sify। ১২ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১১ 
  3. "Daisy Bopanna interview"The Hindu। Chennai, India। ১৪ জুলাই ২০০৮। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১১ 
  4. Srinivasa, Srikanth (২৩ মে ২০০৪)। "Daisy blooms in Sandalwood"Deccan Herald। ৩ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "তানানাম তানানাম - কবিতা লঙ্কেশ পরিচালিত চলচ্চিত্র যেখানে প্রধান চরিত্রে রাম্যা ও রক্ষিতা"Viggy। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২