ডিব্রুগড় পলিটেকনিক

স্থানাঙ্ক: ২৭°২৮′০৮″ উত্তর ৯৪°৫৯′১৮″ পূর্ব / ২৭.৪৬৮৮° উত্তর ৯৪.৯৮৮৪° পূর্ব / 27.4688; 94.9884
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিব্রুগড় পলিটেকনিক
Dibrugarh Polytechnic
নীতিবাক্যDuty is Beauty (কর্তব্য সৌন্দর্য)
ধরনসরকারি
স্থাপিত১৯৬৫
অধ্যক্ষপ্রণব কুমার বরঠাকুর
অবস্থান,
২৭°২৮′০৮″ উত্তর ৯৪°৫৯′১৮″ পূর্ব / ২৭.৪৬৮৮° উত্তর ৯৪.৯৮৮৪° পূর্ব / 27.4688; 94.9884
শিক্ষাঙ্গনউপ-শহরাঞ্চল
অধিভুক্তিরাজ্য প্রযুক্তি শিক্ষা পরিষদ, আসাম
সর্ব ভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদ (AICTE)
ওয়েবসাইটdibrugarhpolytechnic.org
মানচিত্র

ডিব্রুগড় পলিটেকনিক আসামের ডিব্রুগড় জেলার লাহোবালে অবস্থিত একটি প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান। আসাম সরকার ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।[১] এই প্রতিষ্ঠানটি রাজ্য প্রযুক্তি শিক্ষা পরিষদ, আসামের অন্তর্ভুক্ত। রাজ্য প্রযুক্তি শিক্ষা পরিষদ আসাম প্রযুক্তি শিক্ষা সঞ্চালকালয় পরিচালনা করে। উক্ত প্রতিষ্ঠান সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত।

অবস্থান[সম্পাদনা]

এই প্রতিষ্ঠানটি ডিব্রুগড়ের লাহোবালে অবস্থিত। ৩৭ নং জাতীয় সড়কের মাত্র ১.৮ কি.মি. দূরে ডিব্রুগড় পলিটেকনিক অবস্থিত। এর চারদিকে সবুজ চা বাগিচা এবং অপূর্ব প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান। এটি ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে ৫ কি.মি. এবং ডিব্রুগড় বিমানবন্দর থেকে ৬ কি.মি. দূরে অবস্থিত।

শিক্ষা[সম্পাদনা]

প্রতিষ্ঠানটির ব্যবহারিক, যান্ত্রিক, এবং বৈদ্যুতিক প্রকৌশল বিভাগে ৩ বছরের ডিপ্লোমা পাঠক্রম আছে। এই সকল পাঠক্রম আসাম প্রযুক্তি শিক্ষা সঞ্চালকালয়ের অধীনস্থ রাজ্য প্রযুক্তি শিক্ষা পরিষদের অন্তর্ভুক্ত।

এর পাঠক্রমের ভর্তির জন্য প্রতিবছর প্রযুক্তি শিক্ষা সঞ্চালকালয়, আসামে পলিটেকনিক প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত করে।

বিভাগসমূহ[সম্পাদনা]

  • ব্যবহারিক প্রকৌশল বিভাগ (Department of Civil Engineering)
  • বৈদ্যুতিক প্রকৌশল বিভাগ (Department of Electrical Engineering)
  • যান্ত্রিক প্রকৌশল বিভাগ (Department of Mechanical Engineering)
  • পদার্থ বিজ্ঞান বিভাগ (Department of Physics)
  • রসায়ন বিজ্ঞান বিভাগ (Department of Chemistry)
  • গণিত বিভাগ (Department of Mathematics)
  • মানবীয় বিভাগ (Department of Humanities)
  • কর্মশালা (Workshop Departments)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Director of technical education, Assam"dteassam.in। ২০১৭-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]