ডায়োমিড দ্বীপপুঞ্জ

স্থানাঙ্ক: ৬৫°৪৭′ উত্তর ১৬৯°০১′ পশ্চিম / ৬৫.৭৮৩° উত্তর ১৬৯.০১৭° পশ্চিম / 65.783; -169.017
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডায়োমিড দ্বীপপুঞ্জ
ডায়োমিড দ্বীপপুঞ্জ: ক্ষুদ্র ডায়োমিড (বামে, মার্কিন যুক্তরাষ্ট্র) ও বৃহৎ ডায়োমিড (ডানে, রাশিয়া) উত্তর থেকে দর্শিত, দক্ষিণ দিকে মুখ করে।
কৃত্রিম উপগ্রহ থেকে তোলা আলোকচিত্র, যাতে বেরিং প্রণালীর মাঝখানে ডায়োমিড দ্বীপপুঞ্জ দৃশ্যমান
ভূগোল
অবস্থানবেরিং প্রণালী
স্থানাঙ্ক৬৫°৪৭′ উত্তর ১৬৯°০১′ পশ্চিম / ৬৫.৭৮৩° উত্তর ১৬৯.০১৭° পশ্চিম / 65.783; -169.017
মোট দ্বীপের সংখ্যা
প্রশাসন
রাশিয়া / মার্কিন যুক্তরাষ্ট্র
জনপরিসংখ্যান
জনসংখ্যা (২০১১)
অতিরিক্ত তথ্য
সময় অঞ্চলসমূহ

ডায়োমিড দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ও রাশিয়ার সাইবেরিয়ার মধ্যবর্তী বেরিং প্রণালীর ঠিক মধ্যভাগে অবস্থিত দুইটি শিলাময় দ্বীপ। এটি রাশিয়ায় গভোজদেভ দ্বীপপুঞ্জ নামেও পরিচিত (রুশ: острова́ Гво́здева, প্রতিবর্ণীকৃত: অস্ত্রাভা গভোজদেভা)।

দ্বীপ দুইটি হল:

  • বৃহৎ ডায়োমিড, এটি রাশিয়ার অধীনস্থ দ্বীপ (চুকোতকা স্বায়ত্তশাসিত ওক্রুগের অংশ), Imaqłiq নামেও পরিচিত।
  • ক্ষুদ্র ডায়োমিড, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন আলাস্কা অঙ্গরাজ্যের অংশ।

যদি প্রান্তিক সমুদ্র বিবেচনা করা হয়, তবে এগুলি সমগ্র প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরে অবস্থিত দুইটি দ্বীপ।

দ্বীপ দুইটি আন্তর্জাতিক তারিখ রেখা দ্বারা পৃথকীকৃত, তাই বৃহৎ ডায়োমিড দ্বীপটির সময় ক্ষুদ্র ডায়োমিড দ্বীপের তুলনায় প্রায় এক দিন এগিয়ে থাকে। স্থানীয়ভাবে সংজ্ঞায়িত সময় অঞ্চলের কারণে বৃহৎ ডায়োমিড দ্বীপটির সময় ক্ষুদ্র ডায়োমিড দ্বীপের তুলনায় ২১ ঘণ্টা এগিয়ে থাকে (গ্রীষ্মে ২০ ঘণ্টা এগিয়ে থাকে)।[১] এ কারণে বৃহৎ ডায়োমিড দ্বীপটিকে "আগামীকালের দ্বীপ" ও ক্ষুদ্র ডায়োমিড দ্বীপটিকে "গতকালের দ্বীপ" নামে ডাকা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Two of the world's largest countries, Russia and the United States, at their closest points are separated by 2.4 miles, but are 21 hours apart! Find out how ... | ePaper | DAWN.COM"epaper.dawn.com (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২১