বিষয়বস্তুতে চলুন

ডায়েনসেফালন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডায়েনসেফালন
হাইপোথ্যালামাস এবং ডান ও বাম থ্যালামাসের অংশ চিহ্নিত করা হয়েছে। সেরিবেলাম ডায়েনসেফালনের অংশ নয়।
বিস্তারিত
পূর্বভ্রূণপ্রোসেনসেফালন, স্নায়বিক নালী থেকে উৎপন্ন
যার অংশমানব মস্তিষ্ক
উপাদানসমূহথ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাসসাবথ্যালামাস
শনাক্তকারী
লাতিনdiencephalon
মে-এসএইচD004027
নিউরোলেক্স আইডিbirnlex_1503
টিএ৯৮A14.1.03.007
A14.1.08.001
টিএ২5661
টিএইচH3.11.03.5.00001
এফএমএFMA:62001
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা

মানব মস্তিষ্কে ডায়েনসেফালন (বা অন্তর্মস্তিষ্ক[]) হলো অগ্রমস্তিষ্কের (ভ্রূণীয় প্রোসেনসেফালন) একটি বিভাগ। এটি টেলেনসেফালনমধ্যমস্তিষ্কের (ভ্রূণীয় মেসেনসেফালন) মধ্যে অবস্থিত। পুরনো সাহিত্যে ডায়েনসেফালনকে টুইনব্রেন নামেও উল্লেখ করা হয়েছে।[] এটি তৃতীয় নিলয়ের উভয় পাশে অবস্থিত কাঠামো নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাসসাবথ্যালামাস

ডায়েনসেফালন ভ্রূণ বিকাশের সময় গঠিত মস্তিষ্কের প্রধান ভেসিকলগুলির একটি। বিকাশের তৃতীয় সপ্তাহে এক্টোডার্ম থেকে একটি স্নায়বিক নালী তৈরি হয়, যা তিনটি প্রাথমিক জার্ম স্তরের একটি। এই নালীটি বিকাশের তৃতীয় সপ্তাহে তিনটি প্রধান ভেসিকল গঠন করে: প্রোসেনসেফালন, মেসেনসেফালনরম্বেনসেফালন। প্রোসেনসেফালন ধীরে ধীরে টেলেনসেফালন (সেরিব্রাম) ও ডায়েনসেফালনে বিভক্ত হয়।

ডায়েনসেফালন নিম্নলিখিত কাঠামোগুলি নিয়ে গঠিত:[তথ্যসূত্র প্রয়োজন]

সংযুক্তি

[সম্পাদনা]

অপটিক স্নায়ু (ক্র্যানিয়াল স্নায়ু II) ডায়েনসেফালনের সাথে সংযুক্ত থাকে। অপটিক স্নায়ু হল একটি সংবেদনশীল (অ্যাফেরেন্ট) স্নায়ু যা দৃষ্টিশক্তির জন্য দায়ী; এটি চোখ থেকে অপটিক ক্যানালের মাধ্যমে খুলি অতিক্রম করে ডায়েনসেফালনের সাথে সংযুক্ত হয়। রেটিনা নিজেই অপটিক কাপ থেকে উৎপন্ন হয়, যা ভ্রূণীয় ডায়েনসেফালনের একটি অংশ।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মপদ্ধতি

[সম্পাদনা]

ডায়েনসেফালন হল ভ্রূণীয় মেরুদণ্ডী প্রাণীর স্নায়বিক নালীর সেই অঞ্চল যা অগ্রমস্তিষ্কের কাঠামো যেমন থ্যালামাস, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ ও পিনিয়াল গ্রন্থি গঠন করে। ডায়েনসেফালন তৃতীয় নিলয় নামক একটি গহ্বরকে আবদ্ধ করে। থ্যালামাস স্পাইনাল কর্ড ও মেডুলা অবলংগাটার সাথে সেরিব্রামের মধ্যে সংবেদনশীল ও মোটর সংবেদনের রিলে কেন্দ্র হিসেবে কাজ করে। এটি তাপ, শীতলতা, ব্যথা, চাপ ইত্যাদি সংবেদনশীল সংবেদন শনাক্ত করে। তৃতীয় নিলয়ের তলকে হাইপোথ্যালামাস বলা হয়। এতে চোখের চলন ও শ্রবণ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের কেন্দ্র রয়েছে।

অতিরিক্ত চিত্র

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

সর্বজনীন ডোমেইন এই নিবন্ধে ২০তম সংস্করণের (Gray's Anatomy (১৯১৮)) পাবলিক-ডোমেইন টেক্সট অন্তর্ভুক্ত রয়েছে


  1. "Interbrain | anatomy"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৭ 
  2. Cloake, P (আগস্ট ১৯২৭)। "The Influence of the Diencephalon ('Tween Brain) on Metabolism."Proceedings of the Royal Society of Medicine20 (10): 1643–56। ডিওআই:10.1177/003591572702001036পিএমআইডি 19986038পিএমসি 2100946অবাধে প্রবেশযোগ্য 

বাহ্যিক সংযোগ

[সম্পাদনা]