দ্যাগু সাবওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডায়েগু সাবওয়ে থেকে পুনর্নির্দেশিত)
দ্যাগু সাবওয়ে

সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়দ্যাগু শহর
অবস্থানদ্যাগু, দক্ষিণ কোরিয়া
পরিবহনের ধরনদ্রুত পরিবহণ
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৫৯
চলাচল
চালুর তারিখ২০ নভেম্বর, ১৯৯৫
পরিচালক সংস্থাদ্যাগু মেট্রোপলিটন ট্রানজিট কর্পোরেশন
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৫৭.৩ কিমি (৩৫.৬ মা)
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র

দাইগু সাবওয়ে দক্ষিণ কোরিয়ার ৪র্থ বৃহত্তম শহর দাউগু-কে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। ১৯৯২ সালে এটির নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৯৭ সালে এটি উদ্বোধন করা হয়। ২০০৫ সালে দ্বিতীয় একটি লাইনের নির্মাণকাজ সমাপ্ত হয়। ২০০৩ সালে অপরাধীরা এতে একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটায় এবং এতে প্রায় ২০০ লোক প্রাণ হারায়।

বহিঃসংযোগ[সম্পাদনা]