ডাউনলোড স্টুডিও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাউনলোড স্টুডিও
Logo
উন্নয়নকারীকন্সিয়েভা পিটিওয়াই লিমিটেড
স্থিতিশীল সংস্করণ
7.0.5.0 / ২০ অক্টোবর ২০১১; ১২ বছর আগে (2011-10-20)
অপারেটিং সিস্টেমউইন্ডোজ় ২০০০ ও এর পরবর্তী
প্ল্যাটফর্মআইএ-৩২
আকার29.44 MB
ধরনডাউনলোড ম্যানেজার
লাইসেন্সশেয়ারওয়্যার
ওয়েবসাইটwww.conceiva.com/products/downloadstudio/

ডাউনলোড স্টুডিও হলো একটি ডাউনলোড ম্যানেজার যেটি কন্সিয়েভা লিমিটেড কর্তৃক তৈরিকৃত ও বাজারজাতকৃত। ডাউনলোড স্টুডিওর সাহায্যে যেকোনো ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোডের পাশাপাশি অনলাইনে লাইভ অডিও, ভিডিও দেখা এবং শোনা যায়। ডাউনলোড স্টুডিও ২০০৪ সালে ‘পিসি ম্যগাজিন’-এর সেরা ডাউনলোড ম্যানেজার পুরস্কার লাভ করে।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

  • ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা ওয়েব ব্রাউজার, ফ্লক ব্রাউজার, গুগলক্রোম ব্রাউজার, নেটস্কেপ, ম্যাক্সথন, নেটক্যাপটর এবং এভান্ট ব্রাউজারের সাথে এটি সহজেই যুক্ত হয়ে কাজ করে;
  • এফটিপি ওয়েবসাইট থেকে সহজে ডাউনলোড করতে পারে;
  • পর্যায়ক্রমিকভাবে অনেকগুলো ফাইল ডাউনলোড করতে পারে;
  • ইউটিউব এর মত জনপ্রিয় সাইট থেকে ফ্লাশ ফাইল এফএলভি ফরম্যাটে ডাউনলোড করতে পারে;
  • ডাউনলোড করার পর সয়ংক্রিয় ভাবে জিপ ফাইলগুলোকে আনজিপ করতে পারে;
  • রেপিডশেয়ারমেগাআপলোড - এর মত হোস্টিং সাইট থেকে ডাউনলোড করতে পারে;
  • শাউটকাস্ট সার্ভার থেকে ডিজিটাল মিডিয়া ডাউনলোড করতে পারে;
  • লাইভ ব্রডকাস্ট এর পাশাপাশি অডিও, ভিডিও স্ট্রিমিং করতে পারে;
  • সার্চইঞ্জিন এর ফলাফল ডাউনলোড করতে পারে;
  • একটি দিনের নির্দিষ্ট সময়ে ডাউনলোড করতে পারে;
  • ডাউনলোড থামিয়ে আবার পুনরায় শুরু করার সুবিধা রয়েছে;
  • এফটিপি এক্সপ্লোরার এবং ভিজ্যুয়াল ওয়েবসাইট রয়েছে;
  • ফ্লাশগট -এর সুবিধা রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]