এস. আই. পদ্মাবতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডাঃ. এস আই পদ্মাবতী থেকে পুনর্নির্দেশিত)
ডাঃ এস আই পদ্মাবতী
জন্ম(১৯১৭-০৬-২০)২০ জুন ১৯১৭
মৃত্যু২৯ আগস্ট ২০২০(2020-08-29) (বয়স ১০৩)
জাতীয়তাভারতীয়
শিক্ষাএফ.আর.সি.পি. (লন্ডন), এফ.আর.সি.পি.ই., এফ.এ.সি.সি., এফ.এ.এম.এস., ডি.এস.সি. (স্নাতক)[১]
মাতৃশিক্ষায়তনজন হপকিন্স হাসপাতাল (জন হপকিন্স বিশ্ববিদ্যালয়)
হার্ভার্ড মেডিকেল স্কুল (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়)
পেশাহৃদরোগ বিশেষজ্ঞ, পরিচালক ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট, দিল্লি
প্রতিষ্ঠাতা-সভাপতি, অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন
কর্মজীবন১৯৫৩-২০২০

ডঃ পদ্মাবতী শিবরামকৃষ্ণ আইয়ার (২০ জুন ১৯১৭ - ২৯ আগস্ট ২০২০), সাধারণত ডঃ এস আই পদ্মাবতী বা ডঃ এস পদ্মাবতী নামে পরিচিত , তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি দিল্লির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের পরিচালক এবং অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ইনস্টিটিউট টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সাথে প্রতিরোধমূলক কার্ডিওলজিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণে সহযোগিতা করে। [২][৩] ডঃ পদ্মাবতী ১৯৯২ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন।[৪] ডঃ পদ্মাবতী, ন্যাশনাল একাডেমি অফ মেডিকেল সায়েন্সেস এর একজন নির্বাচিত ফেলো,[৫] ১৯৫৪ সালে ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং ভারতে প্রথম কার্ডিয়াক ক্লিনিক এবং কার্ডিয়াক ক্যাথিটার ল্যাব প্রতিষ্ঠা করেন।[৬][৭]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ডঃ পদ্মাবতী ১৯১৭ সালের ২০ জুন ব্রিটিশ শাসিত বার্মা প্রদেশে (মায়ানমার) জন্মগ্রহণ করেন। তার তিন ভাই ও দুই বোন ছিল। [৮] তার বাবা এবং বড় ভাই ব্যারিস্টার ছিলেন এবং তিনি বার্মার তেলক্ষেত্রের কাছে মার্গুইতে বেড়ে ওঠেন।[৯]

তিনি রাঙ্গুনের রেঙ্গুন মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (MBBS) ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে তিনি তার বোন জানকী এবং তাদের মা -এর সঙ্গে বার্মা থেকে কোয়েম্বাটুরে চলে যান।[৯][১০] পরে ১৯৪৯ সালে লন্ডনে চলে যান, সেখানে তিনি রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে একটি এফ.আর.সি.পি. পান, এবং এরপরে এডিনবার্গের রয়েল কলেজ অফ ফিজিশিয়ান্স থেকে এফআরসিপিই। যুক্তরাজ্যে থাকাকালীন তিনি ন্যাশনাল হার্ট হসপিটাল, ন্যাশনাল চেস্ট হাসপাতাল, এবং ন্যাশনাল হসপিটাল, কুইন স্কোয়ার, লন্ডনে কাজ করেন।[১১]

পরবর্তীতে, এফআরসিপি শেষ করার পর, তিনি তিন মাসের জন্য সুইডেনে চলে যান, যেখানে তিনি সাউদার্ন হাসপাতালে কার্ডিওলজি কোর্স নেন।[১২] ইতোমধ্যে তিনি বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের জন্য আবেদন করেন, এবং নির্বাচিত হন, এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ হেলেন তৌসিগের সাথে অধ্যয়ন করেন। ১৯৫২ সালে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলে (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) যোগদান করেন, যেখানে তিনি আধুনিক কার্ডিওলজির অগ্রদূত ড। পল ডুডলি হোয়াইটের অধীনে পড়াশোনা করেছিলেন । [৮][১৩]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৫৩ সালে ভারতে ফিরে এলেন ডা. পদ্মাবতী। যোগ দিলেন দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে। সেখানে ১৯৫৪ সালে তৈরি হল কার্ডিওলজি বিভাগ। তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কাউর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পদ্মাবতীর দিকে। ভারতের চিকিৎসা ব্যবস্থায় শুরু হল নতুন একটি যুগ। ১৯৫৪ সালে, তিনি ভারতের প্রথম কয়েকটি মহিলা হৃদরোগ বিশেষজ্ঞের মধ্যে ছিলেন, পরে তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে একজন পরীক্ষক হিসাবে তিনি ভারতের কার্ডিওলজিতে প্রথম ডক্টর অব মেডিসিন শুরু করেছিলেন। [১৪] তিনি ১৯৬২ সালে অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন (এআইএইচএফ) গঠন করেন, কোনেম্যান অ্যান্ড কোং লিমিটেডের চিকিৎসক ও শিল্পপতি অশোক জৈনের একটি গ্রুপ [১৫][১৬] পাশাপাশি এই সময় একাধিক গবেষণার কাজে যুক্ত হলেন তিনি। কর-পালমোনারি, হাইপেরটেনশনের মতো রোগের উপর প্রাথমিক স্তরের গবেষণা শুরু হয়েছিল তাঁরই উদ্যোগে। সারা জীবনে ৩০০টির বেশি গবেষণাপত্র লিখেছেন তিনি।


তিনি ১৯৬৭ সালে দিল্লির মাওলানা আজাদ মেডিকেল কলেজে যোগদান করেন এবং একই বছর ভারত সরকার পদ্মভূষণ প্রদান করে। তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যে জি বি প্যান্ট হাসপাতালে কার্ডিওলজির প্রথম বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৬৬ সালে দিল্লির কার্ডিওলজির পঞ্চম ওয়ার্ল্ড কংগ্রেসের মহাসচিব ছিলেন [১৭]

১৯৭০ এর দশকে, তিনি একই সময়ে ৩ টি মুখ্য প্রতিষ্ঠানের প্রধান প্রশাসক ছিলেন - মৌলানা আজাদ মেডিকেল কলেজ, লোক নায়ক হাসপাতাল এবং জি বি প্যান্ট হাসপাতাল। তিনি ১৯৭৮ সালে মাওলানা আজাদ মেডিকেল কলেজের পরিচালক (অধ্যক্ষ) হিসেবে অবসর গ্রহণ করেন।[১৮]

অবসর গ্রহণের পরে, তিনি ১৯৮১ সালে দক্ষিণ দিল্লিতে এআইএইচএফ-এর আওতায় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (এনএইচআই) প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তী বছরগুলিতে প্রসারিত রোগীর যত্ন, গবেষণা এবং জনসংখ্যার প্রচারকে অন্তর্ভুক্ত করে এবং যেখানে তিনি কাজ চালিয়ে যান। [১৫]

তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও কার্ডিওলজির এমেরিটাস অধ্যাপক (সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত) ছিলেন।[১৪] তিনি 1992 সালে ভারত সরকার কর্তৃক, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, পদ্মবিভূষণ প্রদান করা হয়।[১৯]

ডঃ পদ্মাবতী ২০০৭ সালে ৯০ বছর বয়সে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির ফেলো হয়ে ওঠেন, তাকে ইএসসির সবচেয়ে সিনিয়র ফেলো করে তোলে।[২০]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

২৯ আগস্ট, ২০২০ তারিখে ডঃ পদ্মাবতী দিল্লির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে কোভিড-১৯ এর কারণে জটিলতায় মারা যান।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dr. S. Padmavati: Chief Consultant In Cardiology ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১১ তারিখে NHI website.
  2. Expert Profile: Dr S Padmavati ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১১ তারিখে NDTV.
  3. WHO Collaborating Centres in India: Non-Communicable Diseases & Mental Health ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০১০ তারিখে WHO India.
  4. "Padma Awards"Ministry of Communications and Information Technology 
  5. "List of Fellows — NAMS" (পিডিএফ)। National Academy of Medical Sciences। ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬ 
  6. "Feature — Against the Tide: Been there, done that"। Express Healthcare (Indian Express)। মার্চ ২০০৭। ২২ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২০ 
  7. "Sivaramakrishna Iyer Padmavati"the-women-of-hopkins (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  8. "Matters Of Heart"Financial Express। ২৯ সেপ্টেম্বর ২০০২। 
  9. NP, Ullekh। "Dr S Padmavati: India's first & oldest woman heart specialist"The Economic Times। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  10. "A Woman of Many Firsts: Meet India's First And Oldest Cardiologist!"The Better India (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  11. "Eminent Cardiologist Dr S Padmavati Dies Of COVID-19 At 103"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  12. Prominent doctors honoured with the Wockhardt Medical Excellence Awards ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ জুন ২০১৫ তারিখে 17 February 2003.
  13. Development of Cardiac surgery in India ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১১ তারিখে
  14. "'Awareness on cardiac health vital'"। The Hindu। ২৪ ডিসে ২০০৯। ২৮ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২০ 
  15. Aug 31, TNN / Updated:; 2020। "SI Padmavati: India's 1st female cardiologist dies of Covid at 103 | India News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  16. Aug 31, Dr O. P. Yadava / Updated:; 2020। "The heart doctor with a big heart passes away | India News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  17. "Fifth World Congress of Cardiology" (পিডিএফ)British Medical Journal। ২০১৯-০৪-২৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩০ 
  18. "Maulana Azad Medical College ::"web.archive.org। ২০১১-০৭-২১। Archived from the original on ২০১১-০৭-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  19. Nandini Nair (২১ জুলাই ২০১৭)। "Doctor with a Big Heart"OPEN। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৭ 
  20. "A Centenarian Fellow"www.escardio.org। ২০২০-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]