ট্রিস্কল গ্নু/লিনাক্স
![]() | |
![]() ট্রিস্কল ৮.০ ডেস্কটপ | |
ডেভলপার | দ্য ট্রিস্কল প্রজেক্ট[১] এবং সোগনাস, এস.এল.ইউ.। |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয়[২] |
প্রাথমিক মুক্তি | ৩০ জানুয়ারি ২০০৭ |
সর্বশেষ মুক্তি | ৮.০[৩] / ১৮ এপ্রিল ২০১৮ |
সর্বশেষ প্রাকদর্শন | ৮.০ |
মার্কেটিং লক্ষ্য | হোম ব্যবহারকারী, ছোট এন্টারপ্রাইজ ও কোচিং সেন্টার[১] |
হালনাগাদের পদ্ধতি | দীর্ঘমেয়াদি সমর্থন |
প্যাকেজ ম্যানেজার | এপিটি, সিন্যাপটিক (জিটিকে+ ফ্রন্টএন্ড), ডিপিকেজি |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স-লিব্রে[৪]) |
ইউজারল্যান্ড | গ্নু |
ব্যবহারকারী ইন্টারফেস | |
লাইসেন্স | এফএসডিজি |
ওয়েবসাইট | trisquel |
ট্রিস্কল (দাপ্তরিকভাবে ট্রিস্কল গ্নু/লিনাক্স, ইংরেজি: Trisquel GNU/Linux) একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম, লিনাক্স ডিস্ট্রিবিউশন, উবুন্টু ডেরাভিটিভ।[৫] এ প্রকল্পের মূল লক্ষ্য মালিকানাধীন সফটওয়্যার বা ফার্মওয়্যার ব্যতীত একেবারে ফ্রি সফটওয়্যার সিস্টেম। ট্রিস্কল উবুন্টুর মোডিফাইড কার্নেল (নন ফ্রি কোড-বাইনারি ব্লব বাদে) ব্যবহার করে।[৬] ট্রিস্কল ব্যবহারকারীর ডোনেশন দিয়ে চলে।
ওভারভিউ[সম্পাদনা]
চারটি প্রাথমিক সংস্করণ রয়েছে।
ট্রিস্কল[সম্পাদনা]
ট্রিস্কলের মানসম্মত সংস্করণে একটি ২.৫ জিবি ডিভিডিতে মাটে ডেস্কটপ পরিবেশ ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (গুই), এবং ইংরেজি ও স্প্যানিশ ও ৪৮টা আলাদা আঞ্চলিক ভাষা অন্তর্ভুক্ত থাকে।[৭]
ট্রিস্কল মিনি[সম্পাদনা]
নেটবুক ও পুরোনো হার্ডওয়্যারে প্রধান ট্রিস্কলের একটি বিকল্প সংস্করণ ট্রিস্কল মিনি। এটি এলএক্সডিই ডেস্কটপ পরিবেশ ব্যবহার করে। [৮] ৫০০ এমবির সিডি ইমেজ থেকে ইন্সটল করা যায়।
ট্রিস্কল সুগার টোস্ট[সম্পাদনা]
সুগার বাচ্চাদের জন্যে ফ্রি ও ওপেন সোর্স ডেস্কটপ পরিবেশ। গ্নোমের বিকল্প হিসেবে এটি ট্রিস্কলের সাথে আসে।[৯]
ট্রিস্কল নেটইন্সটল[সম্পাদনা]
২৫ এমবির সিডি আইএসও ইমেজ দিয়ে এটি ইন্সটল করা যায়। টেক্সট-ভিত্তিক নেটওয়ার্ক ইন্সটলার দিয়ে বাকী প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করা যায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Trisquel GNU/Linux - Run free!"। trisquel.info। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ "ডাউনলোড - ট্রিস্কল গ্নু/লিনাক্স- রান ফ্রি"। trisquel.info। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ ট্রিস্কল-ট্রিস্কল ৮.০ ফিলদাস মুক্তির ঘোষণা
- ↑ "Documentation | ট্রিস্কল গ্নু/লিনাক্স - রান ফ্রি!"। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ স্মিথ, জেসে (অক্টোবর ৪, ২০১০)। "ট্রিস্কল গ্নু/লিনাক্স - ফ্রি ডিস্ট্রিবিউশন"। ডিস্ট্রোওয়াচ। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ "ট্রিস্কল যেভাবে নির্মিত হয়"। Trisquel.info। সংগ্রহের তারিখ আগস্ট ১০, ২০১৮।
- ↑ "ডাউনলোড ট্রিস্কল গনু/লিনাক্স"। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০১৮।
- ↑ "ট্রিস্কল মিনি"। দ্য ট্রিস্কল প্রজেক্ট। সংগ্রহের তারিখ আগস্ট ৮, ২০১৮।
- ↑ Editions | ট্রিস্কল গনু/লিনাক্স - রান ফ্রি!