টেমপ্লেট আলোচনা:MONTHNAME

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফলাফলে ত্রুটি[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: এই টেমপ্লেটি এভাবে {{MONTHNAME|০৯}} ব্যবহার করলে ফলাফল সেপ্টেম্বর প্রদর্শন করে। যদি টেমপ্লেটটি এভাবে {{subst:MONTHNAME|০৯}} ব্যবহার করা হয় তবে ফলাফলে সেপ্টেম্বর প্রদর্শন করলেও পরবর্তীতে পাতায় সম্পাদনা করতে গেলে দেখা যায় পাতায় টেমপ্লেটটি এভাবে {{#if:০৯|{{#switch:{{MONTHNUMBER|০৯}}|1|১=জানুয়ারি|2|২=ফেব্রুয়ারি|3|৩=মার্চ|4|৪=এপ্রিল|5|৫=মে|6|৬=জুন|7|৭=জুলাই|8|৮=আগস্ট|9|৯=সেপ্টেম্বর|10|১০=অক্টোবর|11|১১=নভেম্বর|12|১২=ডিসেম্বর|প্রয়োজনীয় প্যারামিটার 1=''মাস'' ভুল!}}|প্রয়োজনীয় প্যারামিটার 1=''মাস'' অনুপস্থিত!}} সংযুক্ত রয়েছে (তবে তখনও ফলাফল সেপ্টেম্বর-ই প্রদর্শিত হয়)। আমি চাচ্ছিলাম টেমপ্লেটটি দ্বিতীয়ভাবে ব্যবহারের ফলে ফলাফলে সেপ্টেম্বর প্রদর্শিত হওয়ার পাশাপাশি যেন পরবর্তীতে পাতায় সম্পাদনা করতে গেলেও সেপ্টেম্বর-ই দেখায়। এই সমস্যাটি সমাধান করার অনুরোধ রইল। – Waraka Saki (আলাপ) ১৬:০৬, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Waraka Saki: কোন টেমপ্লেটে ব্যবহার করতে চান? এমনিতে ব্যবহারের জন্য #time ব্যবহার করতে পারেন। উদাহরণ:
@আফতাবুজ্জামান: আমি এমন একটি টেমপ্লেট চাচ্ছিলাম যেখানে মাসের নম্বর প্রদান করলে মাসের নাম চলে আসবে। উদাহরণস্বরূপ: অথবা ০৯ ব্যবহার করলে সেপ্টেম্বর প্রদর্শন করবে। – Waraka Saki (আলাপ) ১৬:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Waraka Saki: আপনি সেক্ষেত্রে MONTHNAME টেমপ্লেটটিই ১ম নিয়মে ব্যবহার করুন। আর এটি ফলাফল ত্রুটি নয় কারণ এগুলো subst আকারে ব্যবহার করা হয়না। subst:monthname আকারে ব্যবহার করলে টেমপ্লেটের সব কোড ও লেখাই চলে আসবে৷ তাই subst (উপকল্পন) না করেই ব্যবহার করুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আমি বুঝছে পেরেছি যে, এই টেমপ্লেটি দ্বিতীয়ভাবে তথা subst ব্যবহার করলে উল্লিখিত ত্রুটি আসবে, যার ফলে দ্বিতীয়ভাবে ব্যবহার করা যাবে না। এজন্যই আমি আফতাবুজ্জামানের কাছে এই টেমপ্লেটি পরিমার্জন (যেন subst দ্বারাও ঠিকভাবে কাজ করে) করতে অথবা বিকল্প টেমপ্লেটের পরামর্শ প্রদানের অনুরোধ করেছি, যেন আমি আমার কাঙ্ক্ষিত কাজটি করতে পারি। – Waraka Saki (আলাপ) ১৭:০২, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Waraka Saki: আপনি subst আকারে যেকোনো টেমপ্লেট ব্যবহার করে প্রকাশের পর সম্পাদনা করলে টেমপ্লেটের মূল কোড ও লেখাগুলোই দেখবেন। তাই এগুলোকে ফলাফল ত্রুটি বলা উচিত হবে না। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:০৯, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আপনার এই মতামতের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। টেমপ্লেট:এর-এর ক্ষেত্রে যদি {{subst:এর|বাংলাদেশ}} ব্যবহার করা হয় তবে ফলাফল বাংলাদেশের। এবং যদি আপনি আমার এই আলোচনা পরিচ্ছেদ নামের জন্য শেষোক্ত মন্তব্যটি করে থাকেন, তবে আপনি এই আলোচনার নতুন নাম প্রদান করতে পারেন, আমার এতে কোন সমস্যা নেই। – Waraka Saki (আলাপ) ১৭:১৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অন্য বিষয় নিয়ে আর আলোচনার দরকার নেই। আমি টেমপ্লেট তৈরি করেছি। @Waraka Saki: {{মাসের নাম}} ব্যবহার করেন। টেমপ্লেটটি অন্য কোন উপযুক্ত নামে সরাতে চাইলে সরিয়ে নেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২১, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আমিও একই নামে এই কাজের জন্য এই টেমপ্লেটটি তৈরির অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলেছিলাম। {{মাসের নাম}} টেমপ্লেটটি তৈরির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। – Waraka Saki (আলাপ) ১৭:২৫, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
👍 -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩০, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Waraka Saki: হয়তো আপনাকে বুঝাতে পারিনি। উদাহরস্বরূপ, আপনি যেকোনো আলাপ পাতায় {{Uw-test1}} টেমপ্লেটটি {{Uw-test1|ঢাকা}}{{subst:Uw-test1|ঢাকা}} আকারে ব্যবহার করলে ফলাফল একই থাকবে৷ তবে, প্রকাশের পর ১ম ও ২য় ক্ষেত্রে আলাদা আলাদা উৎস কোড দেখবেন। ২য় ক্ষেত্রে {{Uw-test1}} এর উৎস কোডই দেখতে পারবেন। মূলত, subst আকারে ব্যবহার করলে উৎস কোডগুলোই উপকল্পন হয়। ধন্যবাদ, আপনি আফতাব ভাইয়ের তৈরি নতুন টেমপ্লেটটি ব্যবহার করুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:২৯, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপার না। ভুল বুঝাবুঝি হতেই পারে। যাইহোক, মূল সমস্যার সমাধান পাওয়া গিয়েছে। এবার আমরা আলোচনার ইতি টানি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]