টেমপ্লেট আলোচনা:শ্রেণীবিন্যাসবিদ্যা/Aa

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রতিবর্ণীকরণ[সম্পাদনা]

প্রিয় আফতাবুজ্জামান ভাই,আশা করি ভালোই আছেন। শ্রেণীবিন্যাসের উপাত্তগুলো কি এভাবে সম্পূর্ণ ইংরেজি/লাতিন ভাষায় রাখলে চলবে নাকি শিরোনামসহ বাংলায় প্রতিবর্ণীকরণ করতে হবে? কারণ বাংলায় প্রতিবর্ণীকরণ করা হলে সমস্যা দেখা দেবে যে, একই ট্যাক্সনের একাধিক বানান/উচ্চারণ হতে পারে। তাই আমার মনে হয় ইংরেজিতে যেভাবে আছে সেভাবেই রাখা উচিত। কারণ মূল ভাষাটাও ইংরেজি নয় বরং লাতিন। বাংলায় প্রতিবর্ণীকরণ করা হলে শিরোনামসহ করতে হবে নতুবা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১২:০৭, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar: আমার মত হল লাতিন উচ্চারণটি প্রতিবর্ণীকরণ করে দেয়া উচিত। একাধিক বানান নিবন্ধের শুরুতে লিখে দেয়া যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৮, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান ভাই, আমার মত হল:
১. এগুলো বৈজ্ঞানিক নাম হওয়ায় ইংরেজরাও লাতিন হতে অনুবাদ করে নি। তাছাড়া নতুন কোনো নিবন্ধে সংযোগ করার ক্ষেত্রে আগে সঠিক বাংলা বানানটি খুঁজতে হবে। কিন্তু লাতিন থাকলে তার প্রয়োজন হবে না।
২. অথবা |link =