টেমপ্লেট আলোচনা:প্রশাসক হওয়ার আবেদন/সরঞ্জাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রস্তাবনা[সম্পাদনা]

সরঞ্জামের একটা লিংক কাজ করছিল না। তারপর ইংরেজী উইকিতে গিয়েছিলাম হালনাগাদকৃত সরঞ্জামের লিংক আনতে। সেখানে ভিন্ন সরঞ্জামগুলো দেখে মনে হল বাংলা উইকিতেও এটা যুক্ত করা যেতে পারে। হালনাগাদকৃত সকল সরঞ্জাম। তারপরও উভয়টা সম্প্রদায়ের সামনে রাখলাম। দেখে বিবেচনা করবেন। বিশেষতঃ @আফতাবুজ্জামান ভাইকে পিং করে রাখলাম।

প্রস্তাবনা ১[সম্পাদনা]

এটা মিনের্ভানয়া স্কিনে (মোবাইল সংস্করণ) কাজ করবেনা।

BLP'র গুরুত্ব বোধহয় বাংলায় নেই। থাকলেও আমার ধারণা নেই। তবে নিকট ভবিষ্যতে হয়ে যাবে বলে মনে হচ্ছে। আবার বিএলপির সঠিক অনুবাদ মাথায় আসছেনা।
এই দুইটা ইংরেজীর জন্য তৈরী কৃত টুলস কমান্ড ব্যবহার ছাড়া বাংলায় কাজ করবেনা। সোর্স উন্মুক্ত আছে। যদি প্রয়োজন মনে করা হয়, তাহলে এটার পিছনে সময় ব্যয় করতে হবে।

প্রস্তাবনা ২[সম্পাদনা]

--আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১৫:৪৮, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আ হ ম সাকিব: ধন্যবাদ, করেছি। এখন কাজ করবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫২, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]