টেমপ্লেট আলোচনা:উইকিনৌম পুরস্কার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বঙ্গানুবাদ কী হবে[সম্পাদনা]

ইয়াহিয়ার আলাপ পাতা থেকে নিছের অংশ তুলে আনলাম

ইয়াহিয়া ভাই, পদকটির টেম্প্লেট ফিক্স করে নেবার জন্য ধন্যবাদ। ভাবছহি ছবিটার সঙ্গে কোথাও একটা স্টার যোগ করা যায় কিনা যাতে এটাকে আরো আকর্ষণীয় এবং অন্য পদক গুলির মত দেখায়। করতে পারলে সেটা কমন্সেও দিয়ে দেওয়া যাবে। না গঙ্গাজলে গঙ্গাপূজা ব্যাপারটা পদকের টেম্প্লেটের জন্য লিখি নি। আপনাকেই পদক দিচ্ছি আর আপনাকেই দিয়ে সেই পদক ফিক্স করাচ্ছি - সেই ব্যাপারটা অনেকটা গঙ্গাজলে গঙ্গাপূজা হয়ে গেল। তবে তাতে আমার লজ্জা হয়া উছিত, আপনার নয়। আশা করি আমার নির্লজ্জতার জন্য রাগ করেন নি। Wikignome-এর বাংলা কি হতে পারে তা আমারো মাথায় আসে নি। বেলায়েত ভাইয়্র দেওয়া পদকটার সঙ্গে ব্যাপারটার আপাত মিল রয়েহে। উইকিগ্নোম আ্যওয়ার্ডের ইংরাজী প্রোয়গ করার সময় অনেকে একই রকম মন্তব্য রেখেছহে। কিন্তু literal translationটা আমার পছহন্দ নয়। কারন সম্পাদনা ছোট হলেই তা অবদান হিসাবে ছোট বা অনুল্লেখ্য হয়ে যায় না। বাংলা উইকিতে আপনার অবদান যথেষ্ট উল্লেখযোগ্য এবং আপনার সম্পাদনার মিলিত পরিমাণও অসামান্য। আপনার কাছে তার জন্য আমরা কৃতজ্ঞ ।--user:Dr.saptarshi


Literally Translate করা মুশকিল। কিন্তু ভাবানুবাদ করলে দাঁড়ায় "ভালোমানুষ উইকিজাদুকর" বা "লাজুক উইকিজাদুকর" ।
অন্যরা কি বলেন ? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৪:৩৫, ৭ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
সপ্তর্ষিদা, আমার কাছে "লাজুক উইকিজাদুকর" নামটা বেশ লাগছে। তবে জাদুকর বানানটা বোধহয় "যাদুকর" হিসেবে শুদ্ধ। কারণ আমার জানামতে, "জাদুঘর" আর "যাদুকর" -এরকম হবে। যাদুকর-এর একটা প্রতিশব্দ দেখলাম: "ইন্দ্রজালিক"। ইন্দ্রজালিক ভালো নাও লাগতে পারে। তাই আমার ভোট: লাজুক উইকিযাদুকর-এর প্রতি থাকলো। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০৮, ৭ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]