টেমপ্লেট আলোচনা:আজকের নির্বাচিত ছবি/২৮ নভেম্বর ২০১৯

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যদি কিছু মনে না করেন[সম্পাদনা]

@ImranAvenger: ভাই, যদি কিছু মনে না করেন। ছবিটা দেখে আমি যা বুঝলাম বৃদ্ধ লোকটি আসলে ভার বহন করতে যাচ্ছে। তবে বর্তমানে তার ঝাকা খালি। যদি দুই ঝাকাতেই ভার থাকত তবে একটি ঝাকা তার সামনে ও অন্যটি পিছনে থাকত ভারসাম্য রক্ষা করার জন্য। ধন্যবাদ। --কুউপুলক (আলাপ) ০৭:২৭, ২৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভাল যুক্তি 😀 নকীব সরকার বলুন... ০৭:৩১, ২৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak এবং Nokib Sarkar: ভাই, আমি মনে করি লোকটি তাঁর ভারটিকে অবশ্যই তাঁর হাত দিয়ে সাম্য অবস্থায় রেখেছেন তা নাহলে ভারটি পিছনের দিকে অধিক হেলে থাকত বা পতিত হত। দুটি খাঁচা এক দিকে থাকা মানে এই নয় যে তিনি ভার বহন করছেন না। ভার বলতে আমরা ইংরেজি Load কে বুঝি, অর্থাৎ যেটি বস্তুর ভরের সাথে সম্পর্কিত। দুটি খাঁচার ভর অবশ্যই আছে সুতরাং এই খাঁচার ভারও আছে অর্থাৎ লোকটি ভার বহন করছেন, বস্তুর ভর কম বা বেশি সেটি মুখ্য বিষয় নয়। যা হোক অনেক কথা বলে ফেলেছি, আমি ছবিটির ইংরেজি বর্ণনা থেকে এই ক্যাপশনটি দিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ 😊—আল ইমরান (আলাপ) ০২:২২, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ImranAvenger বৃদ্ধা? নাকি বৃদ্ধ? নকীব সরকার বলুন... ০৫:৪২, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: ধন্যবাদ। সংশোধন  করা হয়েছে—আল ইমরান (আলাপ) ১২:৪২, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]