টেমপ্লেট:Potd/২০১০-০৭-০৪ (bn)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২৫ ডিসেম্বর, ১৯৭৬ সালের ট্রেনটনের হেসিয়ানের বিরুদ্ধে জর্জ ওয়াশিংটনের আক্রমণ। লুৎজের অঙ্কিত এই চিত্রকর্মে আমেরিকা ও জার্মানির একটি সফলতার কাহিনী ফুটে উঠেছে। এই বিষয়টি নিয়ে চিত্রশিল্পী প্রথম কাজ শুরু করে ১৮৪৯ সালে। ১৮৫০ সালে তাঁর স্টুডিওতে আগুন লেগে কাজটি নষ্ট হয়। পরবর্তীতে বার্মান কান্সথ্যাল এই চিত্রকর্মটি আবার সংস্কার করে ফুটিয়ে তোলেন। পরবর্তীতে ১৯৪২ সালে একটি বোম্বিংয়ে তা আবারও ধ্বংসপ্রাপ্ত হয়। ১৮৫০ সালে লুৎজে তাঁর এই চিত্রকর্মের একটি সংস্করণ তৈরি করেন, যা ১৯৫১ সালে নিউ ইয়র্কের একটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়। সেখানে মার্শাল ও. রবার্টস চিত্রকর্মটি ১০,০০০ মার্কিন ডলারে কিনে নেন। ১৮৫৩ সালে এম. কোয়েডলার চিত্রকর্মটি প্রকাশ করেন। এই চিত্রকর্মটি নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে, এবং বিভিন্ন শিল্পী এর বিভিন্ন সংস্করণও এঁকেছেন।