টেমপ্লেট:Potd/২০০৯-১২-০৪ (bn)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বুলেভার দু টেম্পল, প্যারিস। কোনো মানুষের অবস্থান সহযোগে তোলা এটিই প্রথম আলোকচিত্র। ছবিতে একটি ব্যস্তময় রাস্তা ফুটে উঠেছে। যেহেতু এক্সপোজার অনেক বেশি (দশ মিনিটেরও ওপরে) তাই এখানে যানবাহন খুব একটা দৃশ্যমান হয়নি, কিন্তু ছবির বামে নিচে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। কারণ তিনি তাঁর জুতা পালিশ করার জন্য অনেক্ষণ ধরেই সেখানে অবস্থান করছিলেন। উল্লেখ্য, আলোকচিত্রটি একটি মিরর ইমেজ।