টেমপ্লেট:সমসাময়িক ঘটনাসমূহ/২০০৮ এপ্রিল ২৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৬শে এপ্রিল, ২০০৮

আন্তর্জাতিক[সম্পাদনা]

  • কাসাব্লাংকার হায় হাসানি জেলার একটি তোষকের কারখানায় অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা ৫৫-তে পৌঁছেছে। (রয়টার্স)
  • স্পেনীয় FV Playa de Bakio এর ২৬ জন সদস্যকে ছেড়ে দিয়েছে সোমালী জলদস্যুরা। (ইআইটিবি)
  • শ্রমিক বিদ্রোহের কারণে কানাডার রাজধানী টরন্টোর গণ যাতায়াত ও পরিবহন ব্যবস্থার একমাত্র সরবরাহকারী বন্ধ হয়ে গেছে। (ব্লুমবার্গ)
  • তুরস্কের সামরিক বাহিনী উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অবস্থানের উপর হামলা চালিয়েছে। (রয়টার্স)

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ প্রসঙ্গ[সম্পাদনা]

  • সিএনজি'র দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় (৮ থেকে ১৬.৭৫ টাকা) ট্যাক্সিক্যাব ও সিএনজি অটোরিকশা'র ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সরকার।