টু মুনস: দ্য সিরিজ
টু মুনস: দ্য সিরিজ | |
---|---|
ধরন | |
পরিচালক | কাঞ্চনাপুন মীসুয়ান |
অভিনয়ে |
|
উদ্বোধনী সঙ্গীত | কেই ডাই ব্পেন কোন সুত টাই টী টুর কিট তেয়াং (পজ) |
মূল দেশ | থাইল্যান্ড |
মূল ভাষা | থাই |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ১২ |
নির্মাণ | |
প্রযোজক | ইয়ট কর্নহেরুন |
ব্যাপ্তিকাল | ৪৫ মিনিট |
নির্মাণ কোম্পানি | মোটিভ ভিলেজ ছাচি ডিজিটাল মিডিয়া কো., লিমিটেড (মৌসুম ১) |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জিএমএম ওয়ান |
মূল মুক্তির তারিখ | ৭ মে ২০১৭ ২৩ জুলাই, ২০১৭ | –
টু মুনস : দ্য সিরিজ (থাই: เดือนเกี้ยวเดือน) হলো একটি থাই সমপ্রেমী নাটক। থাই লেখক চিফন কেকের লেখা উপন্যাস เดือนเกี้ยวเดือน (চাঁদের প্রণয়ে চাঁদ) অবলম্বনে এটি নির্মিত হয়েছে। [১] নাটকটি তিনটি মৌসুমে ৩৬ টি পর্বে প্রচারিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মৌসুমে ১২ টি পর্ব প্রচারিত হয়েছে।
কাহিনী
[সম্পাদনা]ওয়াইও কান্টাফাট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তির সুযোগ পায়। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার প্রিয় মানুষ পানা, যাকে সে হাই স্কুল পড়াকালীন থেকে পছন্দ করে। কিন্তু তার সেই ভালোলাগা বা প্রেমের কথা পানাকে বলতে পারেনি কখনো। যখন ওয়াইও তার অনুষদের "মুন" হওয়ার সুযোগ পায়, তখনই দুইজন একসঙ্গে সময় কাটাতে শুরু করে। কারণ গতবছর মেডিকেল অনুষদের "মুন" নির্বাচিত হওয়ায় চলতি বছর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নবীনদের তত্ত্বাবধান করে সে। শুরুর দিকে পানা খুবই কঠিন চরিত্র হওয়ায় ওয়াইওয়ের জন্য তার সাথে মিথস্ক্রিয়া করাটা কঠিন হয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। অবশেষে ওয়াইও বিশ্ববিদ্যালয়ের নবীন মুন নির্বাচিত হয় এবং সেদিন রাতে দুজনের প্রণয় হয়। সে রাত্রিতে পানা ও ওয়াইওর চুম্বন দৃশ্যটি বর্ষসেরা চুম্বনদৃশ্যের মর্যাদা পায়।
চরিত্র
[সম্পাদনা]প্রধান চরিত্র
[সম্পাদনা]চরিত্র | অভিনেতা | উল্লখযোগ্য বৈশিষ্ট্য | উপস্থিতি |
---|---|---|---|
ওয়াইও | সুরাদে পিনিওয়াত |
|
১-১২ (সব পর্ব) |
পানা | ইথিপাত থানিত |
|
১-১২ (সব পর্ব) |
মিং | ওয়ারদুম খেমন্ত |
|
১-১২ (সব) |
কিট | পানুওয়াত কেরথঙট্যভি |
|
২-১২ |
বীম | থানাপন জারুজিত্রানন |
|
২-১২ |
জতুরপুম "ফোর্থ" জামুর্নহাম | ডারভিড ক্রীপোল্রেক |
|
২-১২ |
অপ্রধান চরিত্র
[সম্পাদনা]চরিত্র | অভিনয় | চরিত্রের বিবরণ | সংশ্লিষ্ট পর্ব |
---|---|---|---|
প্রিং | মিম নোপ্পারাত |
|
|
ন্যাইট | মেরিয়ান এলিজাবেথ পোর্টার |
|
|
কুকগাই | জয়জয় পচত্রা |
|
|
সুথি | পংসাথ্রন পাডুঙ্ক্তিউং |
|
|
পার্ক | সতাপং হংকিতিকু |
|
|
পরী অ্যানজেল গ্যাং | এমজেস্ট সুত্তিসাত, জিরাওয়াত সুত্তিসাত, ওফাফ কুরোবুটা, মিডিচানিদাপা, ফি পিকুলনগার্ন |
|
পুরস্কার ও অর্জন
[সম্পাদনা]- লাইন টিভি অ্যাওয়ার্ড ২০১৮ -(ইথিপাত থানিত এবং সুরাদে পিনিওয়াত) এর অসাধারণ চুম্বন দৃশ্য [২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "อัพเดตความคืบหน้า "เดือนเกี้ยวเดือน ซีซั่น 2" รอลุ้นนักแสดงนำคัมแบค" (Thai ভাষায়)। sanook.com। অক্টোবর ১৬, ২০১৭। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৮।
- ↑ "ดาราคับคั่ง! บรรยากาศงาน LINETVNEXPLOSION & ผลรางวัล LINETVawards2018" (Thai ভাষায়)। siamzone.com। ফেব্রুয়ারি ২১, ২০১৮। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৮।