বিষয়বস্তুতে চলুন

টু মুনস: দ্য সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টু মুনস: দ্য সিরিজ
সিরিজ পোস্টার
ধরন
পরিচালককাঞ্চনাপুন মীসুয়ান
অভিনয়ে
উদ্বোধনী সঙ্গীতকেই ডাই ব্পেন কোন সুত টাই টী টুর কিট তেয়াং (পজ)
মূল দেশথাইল্যান্ড
মূল ভাষাথাই
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১২
নির্মাণ
প্রযোজকইয়ট কর্নহেরুন
ব্যাপ্তিকাল৪৫ মিনিট
নির্মাণ কোম্পানিমোটিভ ভিলেজ
ছাচি ডিজিটাল মিডিয়া কো., লিমিটেড (মৌসুম ১)
মুক্তি
মূল নেটওয়ার্কজিএমএম ওয়ান [th]
মূল মুক্তির তারিখ৭ মে ২০১৭ (2017-05-07) –
২৩ জুলাই, ২০১৭

টু মুনস : দ্য সিরিজ (থাই: เดือนเกี้ยวเดือน) হলো একটি থাই সমপ্রেমী নাটক। থাই লেখক চিফন কেকের লেখা উপন্যাস เดือนเกี้ยวเดือน (চাঁদের প্রণয়ে চাঁদ) অবলম্বনে এটি নির্মিত হয়েছে। [] নাটকটি তিনটি মৌসুমে ৩৬ টি পর্বে প্রচারিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মৌসুমে ১২ টি পর্ব প্রচারিত হয়েছে।

কাহিনী

[সম্পাদনা]

ওয়াইও কান্টাফাট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তির সুযোগ পায়। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার প্রিয় মানুষ পানা, যাকে সে হাই স্কুল পড়াকালীন থেকে পছন্দ করে। কিন্তু তার সেই ভালোলাগা বা প্রেমের কথা পানাকে বলতে পারেনি কখনো। যখন ওয়াইও তার অনুষদের "মুন" হওয়ার সুযোগ পায়, তখনই দুইজন একসঙ্গে সময় কাটাতে শুরু করে। কারণ গতবছর মেডিকেল অনুষদের "মুন" নির্বাচিত হওয়ায় চলতি বছর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নবীনদের তত্ত্বাবধান করে সে। শুরুর দিকে পানা খুবই কঠিন চরিত্র হওয়ায় ওয়াইওয়ের জন্য তার সাথে মিথস্ক্রিয়া করাটা কঠিন হয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। অবশেষে ওয়াইও বিশ্ববিদ্যালয়ের নবীন মুন নির্বাচিত হয় এবং সেদিন রাতে দুজনের প্রণয় হয়। সে রাত্রিতে পানা ও ওয়াইওর চুম্বন দৃশ্যটি বর্ষসেরা চুম্বনদৃশ্যের মর্যাদা পায়।

চরিত্র

[সম্পাদনা]

প্রধান চরিত্র

[সম্পাদনা]
চরিত্র অভিনেতা উল্লখযোগ্য বৈশিষ্ট্য উপস্থিতি
ওয়াইও সুরাদে পিনিওয়াত
  • জীববিজ্ঞান ১ম বর্ষের ছাত্র
  • বিজ্ঞান বিভাগের মুন (সেরা শিক্ষার্থী)
  • ক্যাম্পাস মুন প্রতিযোগিতায় ২য় রানারআপ
  • মিংয়ের ঘনিষ্ঠ বন্ধু
  • হাই স্কুলে পড়াকালীন সে পানার প্রেমে পড়ে
  • পানা তার প্রেমে সাড়া দিয়ে বয়ফ্রেন্ড হয়
  • থাই পিংক মিল্ক, সুশি খেতে পছন্দ করে
  • সিঙ্গেল বাবার একমাত্র সন্তান
  • ১২ তম পর্বে আনুষ্ঠানিকভাবে পানার সাথে সম্পর্কে জড়ায়
১-১২ (সব পর্ব)
পানা ইথিপাত থানিত
  • মেডিকেল ২য় বর্ষের ছাত্র
  • মেডিকেল অনুষদের গত বর্ষের মুন
  • দ্বিতীয়বার্ষিক ক্যাম্পাস মুন
  • কিট ও বীমের কাছের বন্ধু
  • হাই স্কুলে পড়ার সময়ই সে ওয়োর প্রেমে পড়ে কিন্তু তা গোপন রাখে
  • ওয়ো প্রেমে সাড়া দিয়ে বয়ফ্রেন্ড হয়।
  • চিকেন রাইস খেতে পছন্দ করে
  • ৮ম পর্বে ওয়োর প্রতি তার ভালোবাসা প্রকাশ করে
  • ১২ তম পর্বে আনুষ্ঠানিকভাবে পানার সাথে সম্পর্কে জড়ায়
  • ১১ তম পর্বে প্রিংয়ের সাথে সম্পর্কে অস্বীকৃতি জানায়
১-১২ (সব পর্ব)
মিং ওয়ারদুম খেমন্ত
  • প্রকৌশল প্রথম বর্ষের ছাত্র
  • প্রকৌশল বিভাগের মুন
  • বর্তমান ক্যাম্পাস মুন
  • ওয়াইওর ঘনিষ্ঠ বন্ধু
  • কিটের প্রতি অনুরাগী
  • কিট ক্যাট খেতে পছন্দ করে
  • ফোর্থের মেন্টর
১-১২ (সব)
কিট পানুওয়াত কেরথঙট্যভি
  • মেডিকেল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
  • পানা ও বীমের ঘনিষ্ঠ বন্ধু
  • মিংয়ের প্রণয়ভাজন
  • মিংয়ের প্রতি তারও প্রেম রয়েছে কিন্তু সেটা যথাসম্ভব গোপন রাখতে চেষ্টা করে
২-১২
বীম থানাপন জারুজিত্রানন
  • মেডিকেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
  • পানা ও কিটের ঘনিষ্ঠ বন্ধু
  • ওয়াইও ও পানার সম্বন্ধে পানার একনিষ্ঠ সহযোগী
  • ফোর্থের প্রণয়ভাজন (২য় মৌসুম)
২-১২
জতুরপুম "ফোর্থ" জামুর্নহাম ডারভিড ক্রীপোল্‌রেক
  • প্রকৌশলে দ্বিতীয় বর্ষের ছাত্র
  • প্রকৌশল শাখার গত বছরের মুন
  • ক্যাম্পাস মুন প্রতিযোগিতায় রানার আপ
  • মুন ও স্টার প্রতিযোগিতায় পানার সাথে পরিচিত হয় যখন তারা প্রথম বর্ষের শিক্ষার্থী
  • ওয়াইওর জন্য টান অনুভব করতো এবং প্রায়ই এই নিয়ে পানার সাথে বাকবিতন্ডা হতো
  • পরবর্তীতে সে বীমের প্রতি আকৃষ্ট হয় (২য় মৌসুমে)
২-১২

অপ্রধান চরিত্র

[সম্পাদনা]
চরিত্র অভিনয় চরিত্রের বিবরণ সংশ্লিষ্ট পর্ব
প্রিং মিম নোপ্পারাত
  • মেডিকেল ২য় বর্ষের ছাত্রী
  • মেডিকেল বিভাগের পূর্ববর্তী বৎসরের স্টার
  • পানার প্রতি তার দুর্বলতা থাকলেও পানা সেই দুর্বলতাকে ১১তম পর্বে প্রত্যাখ্যান করে।
ন্যাইট মেরিয়ান এলিজাবেথ পোর্টার
  • বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী
  • বিজ্ঞান বিভাগের স্টার
  • ক্যাম্পাস স্টার প্রতিযোগিতায় ১ম রানার আপ
কুকগাই জয়জয় পচত্রা
  • চারুকলা ১ম বর্ষের ছাত্রী
  • চারুকলা অনুষদের স্টেরা ছাত্রী)
  • বর্তমান ক্যাম্পাস স্টার
  • পানার প্রতি অনুরাগী
সুথি পংসাথ্রন পাডুঙ্‌ক্তিউং
  • মেডিকেল ১ম বর্ষের ছাত্র
  • মেডিসিন বিভাগের মুন
  • ক্যাম্পাস মুন প্রতিযোগিতায় প্রথম রানারআপ
পার্ক সতাপং হংকিতিকু
  • পদার্থবিজ্ঞান অনুষদের ১ম বর্ষের ছাত্র
  • ওয়াইওর প্রতি অনুরক্ত
পরী অ্যানজেল গ্যাং এমজেস্ট সুত্তিসাত, জিরাওয়াত সুত্তিসাত, ওফাফ কুরোবুটা, মিডিচানিদাপা, ফি পিকুলনগার্ন
  • জীববিজ্ঞানের ১ম বর্ষের শিক্ষার্থী

পুরস্কার ও অর্জন

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "อัพเดตความคืบหน้า "เดือนเกี้ยวเดือน ซีซั่น 2" รอลุ้นนักแสดงนำคัมแบค" (Thai ভাষায়)। sanook.com। অক্টোবর ১৬, ২০১৭। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৮ 
  2. "ดาราคับคั่ง! บรรยากาศงาน LINETVNEXPLOSION & ผลรางวัล LINETVawards2018" (Thai ভাষায়)। siamzone.com। ফেব্রুয়ারি ২১, ২০১৮। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৮