টুভালীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টুভালীয় ভাষা
Te Ggana Tuuvalu (দক্ষিণী উপভাষাগুলিতে)
Te Gagana Tuuvalu (উত্তরীয় উপভাষাগুলিতে)
দেশোদ্ভবটুভালু, ফিজি, কিরিবাস, নাউরু, নিউজিল্যান্ড
মাতৃভাষী
টুভালুতে প্রায় ১০ হাজার (২০১৫)[১]
প্রায় ২০০০; অন্যান্য দেশে (তারিখবিহীন)[২]
অস্ট্রোনেশীয়
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 টুভালু
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২tvl
আইএসও ৬৩৯-৩tvl
গ্লোটোলগtuva1244[৩]
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।

টুভালীয় ভাষা একটি পলিনেশীয় ভাষা। অন্যান্য পলিনেশীয় ভাষা যেমন হাওয়াই ভাষা, মাওরি ভাষা, তাহিতীয় ভাষা, সামোয়া ভাষাতোঙ্গা ভাষার সাথে এর দূরবর্তী সম্পর্ক আছে। সামোয়া ভাষা থেকে ভাষাটি অনেক শব্দ ঋণ নিয়েছে, কেননা ১৯শ শতকের শেষভাগে এবং ২০শ শতকের শুরুতে যেসব খ্রিস্টান ধর্মপ্রচারক এই দ্বীপে আসে, তারা সামোয়া ভাষাতে কথা বলত।[৪][৫]

টুভালু দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা ১০ হাজারের কিছু বেশি।[৬] ধারণা করা হয় যে সারা বিশ্বে ১৩ হাজারের বেশি টুভালু ভাষাভাষী বক্তা রয়েছে। ২০১৫ সালের এক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডে প্রায় ৩৫০০ টুভালু জাতির লোক বাস করে, যাদের ৬৫% টুভালু ভাষায় কথা বলতে পারে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এথ্‌নোলগে টুভালীয় ভাষা (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. টুভালীয় ভাষা Ethnologue-তে তথ্যসূত্র (১৫তম সংস্করণ, ২০০৫)
  3. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Tuvalu"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  4. "Tuvaluan (Te 'gana Tūvalu)"। Omniglot। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১২ 
  5. Munro, D. (১৯৯৬)। "D. Munro & A. Thornley (eds.) The Covenant Makers: Islander Missionaries in the Pacific"। Samoan Pastors in Tuvalu, 1865-1899। Suva, Fiji, Pacific Theological College and the University of the South Pacific। পৃষ্ঠা 124–157। 
  6. "Tuvalu: Millennium Development Goal Acceleration Framework – Improving Quality of Education" (পিডিএফ)Ministry of Education and Sports, and Ministry of Finance and Economic Development from the Government of Tuvalu; and the United Nations System in the Pacific Islands। এপ্রিল ২০১৩। ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩ 
  7. "Tuvalu Language Week kicks off today"MediaWorks TV (TV3)। ২৭ সেপ্টেম্বর ২০১৫। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৫