টি জি কমলা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টি জি কমলা দেবী
জন্ম
থোটা গোবিন্দাম্মা

২৯শে ডিসেম্বর ১৯৩০[১]
মৃত্যু১৬ আগস্ট ২০১২(2012-08-16) (বয়স ৮১)
অন্যান্য নামকমলা দেবী, কমলা চন্দ্র বাবু, এ কমলা চন্দ্র বাবু
সন্তান

টি জি কমলা দেবী (জন্ম নাম থোটা গোবিন্দাম্মা; ২৯শে ডিসেম্বর ১৯৩০– ১৬ই আগস্ট ২০১২), যিনি কমলা চন্দ্র বাবু নামেও পরিচিত, ছিলেন একজন ভারতীয় ডাবিং শিল্পী, নেপথ্য সঙ্গীতশিল্পী এবং অভিনয়শিল্পী। তিনি প্রাথমিকভাবে তেলুগু চলচ্চিত্র এবং পাশাপাশি কয়েকটি তামিল চলচ্চিত্রে অবদান রেখেছিলেন।[২] তিনি একজন প্রাক্তন পেশাদার স্তরের বিলিয়ার্ডস খেলোয়াড়ও ছিলেন এবং তিনি দুবার ভারতীয় মহিলা বিলিয়ার্ডস খেতাব জিতেছিলেন।[৩] তিনি ২০১২ সালের ১৬ই আগস্ট চেন্নাইতে স্বল্প রোগভোগের পর মারা যান।[৪]

জীবনী[সম্পাদনা]

তিনি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার কারবেতিনগরমে জন্মগ্রহণ করেন। জন্মের পরে তাঁর আসল নাম ছিল থোটা গোবিন্দাম্মা। চলচ্চিত্র শিল্পে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করে টি জি কমলা দেবী রাখেন। তাঁর নামের আদ্যক্ষর "টি. জি." আসলে তাঁর জন্ম নামের বদলে বসেছে।[২] তিনি ১৯৪৬ সালে আভুলা চন্দ্র বাবুকে বিয়ে করেন এবং তাঁদের পুত্রের নাম ছিল আভুলা জয়চন্দর।[৫]

চলচ্চিত্র জীবন[সম্পাদনা]

অভিনয়[সম্পাদনা]

তিনি একটি নাট্য দলে যোগ দিয়েছিলেন এবং কিছু পুরুষ ও মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। নাটকে অভিনয়ের জন্য তিনি অনেক পদক পেয়েছিলেন। এরপরে তিনি চলচ্চিত্র জগতে চলে আসেন এবং প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলির বেশিরভাগই ছিল ছোটখাটো চরিত্রে। এছাড়াও তিনি একজন সুপরিচিত মঞ্চ অভিনেতা ছিলেন এবং বেশ কয়েকটি নাটক ও নাটিকায় অভিনয় করেছিলেন।

সঙ্গীত শিল্পী[সম্পাদনা]

তিনি তেলুগু এবং তামিল চলচ্চিত্রে বেশ কয়েকটি গান গেয়েছেন। একটি তেলুগু-তামিল চলচ্চিত্র পাতাল ভৈরবী, যেখানে তিনি তেলুগুতে 'ইতিহাসম ভিনারা' এবং তামিল সংস্করণে 'ইতিহাসম কায়েতাররা' গেয়েছেন।

ডাবিং শিল্পী[সম্পাদনা]

এছাড়াও তিনি একজন জনপ্রিয় ডাবিং শিল্পী ছিলেন। তিনি পদ্মিনী রামচন্দ্রন, বি. সরোজা দেবী, ললিতা এবং আরও অনেকের জন্য ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন।[২]

কিউ ক্রীড়া (বিলিয়ার্ডস)[সম্পাদনা]

কমলা ছিলেন ভারতের প্রথম দিকের মহিলা কিউ ক্রীড়া খেলোয়াড়দের একজন।[১] ১৯৫৪ সালে যখন তৎকালীন স্নুকার বিশ্ব চ্যাম্পিয়ন হোরাস লিন্ড্রাম অন্ধ্র মহাসভার আমন্ত্রণে চেন্নাই সফর করছিলেন, তখন পরিস্থিতির কারণে কমলা কিউ (বিলিয়ার্ড খেলার লাঠি) তুলে নেন এবং শ্রীমতী লিন্ড্রাম খেলার জন্য একজন মহিলা প্রতিপক্ষ পেয়ে যান।[৬] শীঘ্রই, তিনি রাজ্য এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলার পথ তৈরি করে নেন। তারপর থেকে, তিনি চেন্নাই, বিজয়ওয়াড়া এবং বেঙ্গালুরুতে (তখন ব্যাঙ্গালোর) পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেই সময়ে একমাত্র মহিলা খেলোয়াড় হিসেবে বিলিয়ার্ডস ও স্নুকারে বিভিন্ন উন্মুক্ত প্রতিযোগিতায় খেলেছিলেন। তিনি ১৯৯১ এবং ১৯৯৫ সালে ভারতীয় জাতীয় বিলিয়ার্ডসে মহিলাদের শিরোপা জিতেছিলেন।[৭] তৎকালীন বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন বব মার্শালের সাথে বেঙ্গালুরু এবং মহীশূরে প্রদর্শনী ম্যাচ খেলার অনন্য সুযোগ পেয়েছিলেন তিনি। তিনি তামিলনাড়ু রাজ্যের প্রতিনিধিত্ব করে ৬২ এবং ৬৬ বছর বয়সে বিলিয়ার্ডসে জাতীয় শিরোপা জিতেছিলেন।[৭]

পুরস্কার[সম্পাদনা]

  • অন্ধ্র প্রদেশ নাটক অকাদেমি তাঁকে নাটক কলা প্রপূর্ণা প্রদান করেছিল।

শিরোনাম সমূহ[সম্পাদনা]

  • জাতীয় বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন: ১৯৯১,[৮] ১৯৯৫

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভাষা চরিত্র
১৯৪১ দক্ষযজ্ঞম তেলুগু
১৯৪২ বালা নাগাম্মা তেলুগু
১৯৪৬ মুগ্গুরু মারাতিলু তেলুগু
১৯৪৭ কাঞ্জন তামিল অমরাবতী
১৯৪৯ গুণসুন্দরী কথা তেলুগু
১৯৫১ মল্লিশ্বরী তেলুগু জলজ
১৯৫১ পাতাল ভৈরবী তেলুগু বীর কথা অভিনয়কারী
১৯৫১ পাতাল ভৈরবী তামিল বীর কথা অভিনয়কারী
১৯৫২ পল্লেতুরু তেলুগু
১৯৫৪ থোড়ু ডোঙ্গালু তেলুগু
১৯৫৪ চক্রপানি তেলুগু
১৯৫৯ ইল্লারিকাম তেলুগু
১৯৬১ ভেলুগু নিদালু তেলুগু
১৯৬১ থুল্যা উল্লাম তামিল
১৯৬৪ ভক্ত রামদাসু তেলুগু
১৯৬৫ বাঙ্গারু পাঞ্জারাম তেলুগু
১৯৬৭ কাঞ্চু কোটা তেলুগু
১৯৬৮ আসাধ্যুডু তেলুগু
১৯৬৮ বাঙ্গারু সানকেল্লু তেলুগু
১৯৬৯ কথানায়কুডু তেলুগু
১৯৬৯ গান্ডিকোটা রহস্যম তেলুগু
১৯৭০ পেট্টান্ডারলু তেলুগু
১৯৭৫ অভিমানবতী তেলুগু
১৯৮৪ কুটুম্ব গৌরবম তেলুগু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২ 
  2. "T G Kamala Devi"Gurthukostunayyi। Maa TV। ২০১৬-০৩-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩ 
  3. "A. Kamala Chandra Babu passed away"। Cue Sports India। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২ 
  4. "Actor, singer Kamala Devi passes away"Deccan Chronicle। ১৭ আগস্ট ২০১২। ১৯ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১২ 
  5. "Actress cum playback singer T G Kamala Devi dies at 83" 
  6. Ninan, Susan (১২ নভেম্বর ২০১১)। "A champion lost in her own world"The Times of India। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২ 
  7. "Former cue sport player Kamala Chandra Babu passes away"The Times of India। ১৭ আগস্ট ২০১২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২ 
  8. M. L. Narasimham (১৮ আগস্ট ২০১২)। "A woman of many talents"The Hindu। ২১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]