বিষয়বস্তুতে চলুন

টি এস সত্যবতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টি এস সত্যবতী
জন্ম (1954-06-30) ৩০ জুন ১৯৫৪ (বয়স ৭০)
বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত
পেশাসঙ্গীতবিদ, সংস্কৃত অধ্যাপক, শিল্পী এবং সুরকার
জাতীয়তাভারতীয়
ধরনকর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য
বিষয়সংস্কৃত, কন্নড়, তেলুগু, তামিল
ওয়েবসাইট
www.tssathyavathi.com//

টি এস সত্যবতী (জন্ম: ৩০শে জুন ১৯৫৪) কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাসকারী একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, শিল্পী এবং পণ্ডিত।[]

জীবনী

[সম্পাদনা]

সত্যবতীর জন্ম ১৯৫৪ সালের ৩০শে জুন কর্ণাটকের বেঙ্গালুরুতে টি এস শ্রীনিবাস মূর্তি এবং শ্রীরঙ্গলক্ষ্মীর ঘরে। ছোটবেলায়, দুই বছর বয়সে, তিনি মহীশূরের মহারাণীর সামনে গান গেয়েছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

সত্যবতী তাঁর বড় বোন বসন্ত মাধবীর কাছে কর্ণাটকী ধ্রুপদী সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন এবং আর কে শ্রীকান্তনের কাছে কর্ণাটকী ধ্রুপদী কণ্ঠসংগীতে দক্ষতা অর্জন করেন। তিনি ষোল বছর বয়সে প্রথম দর্শকের সামনে সঙ্গীত পরিবেশন করেছিলেন। সঙ্গীতের গবেষণা-ভিত্তিক অধ্যয়নের প্রতি আগ্রহ নিয়ে, তিনি সঙ্গীতবিদ্যায় সঙ্গীত কলারত্ন বি ভিকে শাস্ত্রী এবং মৃদঙ্গমে সঙ্গীত কলারত্ন কে ভেঙ্কটারমনের নির্দেশনায় তাঁর দক্ষতার বিকাশ করেন।[][]

সঙ্গীত শিল্পী হিসেবে

[সম্পাদনা]

বেঙ্গালুরুর কর্ণাটক গণকলা পরিষদে, ষোল বছর বয়সে, সত্যবতী তাঁর প্রথম সঙ্গীত পরিবেশনা করেছিলেন।[] তিনি ভারতে এবং বিদেশে উভয় স্থানেই, প্রধান প্রধান অঞ্চল ও সভাগুলিতে সঙ্গীত পরিবেশন করেছেন।[]

শিক্ষাবিদ হিসেবে

[সম্পাদনা]

সত্যবতী ২০১৪ সাল পর্যন্ত ব্যাঙ্গালোরের বাসবেশ্বরনগরে অবস্থিত ভিভিএস প্রথম শ্রেণীর মহিলা কলেজে সংস্কৃতের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।[] অনেক প্রতিষ্ঠানের কাছে তিনি একজন প্রধান সম্পদ[] এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ মঞ্চে তিনি বক্তৃতা দিয়েছেন। একজন সক্রিয় শিক্ষাবিদ হিসেবে, তিনি একাধিক শিক্ষা মঞ্চে একজন উপদেষ্টা ছিলেন।

পুরস্কার

[সম্পাদনা]
  • কর্ণাটক কলাশ্রী , সরকার। কর্ণাটকের[]
  • সঙ্গীতবিদ পুরস্কার, মাদ্রাজ সঙ্গীত একাডেমী, চেন্নাই[]
  • আস্থানা বিদুষী অবনী শঙ্কর মঠ, ব্যাঙ্গালোর []
  • জ্ঞানসমুদ্র, মুদ্রা, চেন্নাই[]
  • নাট্যবেদ, মল্লিগে কন্নড় সামঘা, মার্কিন যুক্তরাষ্ট্র[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Deepa Ganesh (১ ডিসেম্বর ২০১৭)। "Meet the musicologist"The Hindu। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯ 
  2. https://www.last.fm/music/T.+S.+Sathyavathi/+wikiBiography [অকার্যকর সংযোগ]
  3. Govind, Ranjani (২০২৫-০১-২২)। "Vocalist TS Sathyavathi to receive Purandara Award"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৫ 
  4. "Vocal concert by T.S. Sathyavathi at Ganabharathi on Oct. 26"। ২৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯ 
  5. "A splendid juggling act"Deccan Herald। ১৫ মে ২০০৯। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯ 
  6. "Master Class byDr TS Sathyavathi"YouTube। Shankar Mahadevan Academy। ১ জুলাই ২০১৮। 
  7. "Guru Kripa Awards"