টি আর ওমানা
টি আর ওমানা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫০-বর্তমান |
টি আর ওমানা হলেন একজন ভারতীয় মালায়ালাম চলচ্চিত্র অভিনেত্রী। তিনি চলচ্চিত্রে মূলত পার্শ্ব চরিত্রে এবং মায়ের ভূমিকায় অভিনয় করতেন। তিনি ৫০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]টি আর ওমানা আলাপ্পুঝার একজন কাঠ ব্যবসায়ী টি আর গোপাল পিল্লাই এবং তার গৃহিণী পিকে মীনাক্ষিয়াম্মার পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। তার চার ছোট বোন আছে ললিতা, পদ্মজা, গীতা এবং লেখা। [১] তিনি আলাপ্পুর সনাতন ধর্ম কলেজে ইন্টারমিডিয়েট (প্রাক-বিশ্ববিদ্যালয় ডিগ্রি) পর্যন্ত পড়াশোনা করেছিলেন। [২] তিনি একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী।
কর্মজীবন
[সম্পাদনা]তার বাবার ব্যবসায়িক ক্ষতি হওয়ার পুর তার পরিবার চেন্নাইতে চলে আসে। তিনি ১৯৫০ সালে শিশুশিল্পী হিসেবে মালায়ালাম সিনেমা নাল্লাথাঙ্কা -তে অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] তিনি শিশুশিল্পী হিসেবে আরো কয়েকটি সিনেমায় অভিনয় চালিয়ে যান। তিনি ১৯৫৪ সালে পুত্রধর্মম সিনেমার নায়িকার ভূমিকায় ছিলেন। ১৯৫৪ সালে ২৩ বছর বয়সে ভেলুথাম্বি দালাওয়াত চলচ্চিত্রে তিনি প্রথমবারের মতো মায়ের ভূমিকায় অভিনয় করেন। ১৯৬৮ সালে, তিনি পি. ভেনু পরিচালিত মালয়ালম কৌতুক চলচ্চিত্র বিরুথান শঙ্কু -তে অভিনয় করেন। তিনি মালায়ালম ভাষার প্রায় সব সিনেমাতেই অভিনেত্রী শারদার গাওয়া গানের নেপথ্য গায়িকা ছিলেন। তিনি লিলি চক্রবর্তী, ওয়াহিদা রেহমান, শ্রীবিদ্যা, লক্ষ্মী, শুভা প্রমুখের জন্যও কন্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন। [৩] তামিল চলচ্চিত্র শিল্প তার অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়েছে। [৪]
টি আর ওমানা মালয়ালম চলচ্চিত্র জগতের এক বিশিষ্ট অভিনেত্রী, যিনি কয়েক দশক ধরে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয় জীবন শুরু হয়েছিল ষাটের দশকে, এবং তিনি ধীরে ধীরে মালয়ালম চলচ্চিত্র জগতে শক্তিশালী অবস্থান তৈরি করেন। তার চরিত্রগুলো প্রধানত মা, দাদি বা পরিবারের বয়স্ক নারী সদস্যদের কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তবে তিনি বিভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করেছেন। ১৯৭০-এর দশকে তিনি একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আম্বলাপ্রভু (১৯৭০), মাকানে নিনাক্কু ভেন্দি (১৯৭১), উম্মাচু (১৯৭১) এবং থাচোলি মারুমাকান চান্দু (১৯৭৪)।
এরপরের দশকেও তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দেন এবং স্বপ্নদানম (১৯৭৬), ওরমাক্কাল মারিক্কুমো (১৯৭৭) এবং সায়ুজ্যম (১৯৭৯)-এর মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তিনি প্রধানত মা ও দাদির চরিত্রে অভিনয় করেছেন, বিশেষ করে কার্প্পোরদীপম (১৯৯১), ভিয়েতনাম কলোনি (১৯৯২), মানিক্যচেম্পাঝুক্কা (১৯৯৫) এবং ফ্রেন্ডস (১৯৯৯)-এ তার অভিনয় দর্শকদের মন জয় করে। ২০০০-এর দশকে এন্তে প্রিয়াপ্পত্তা মুথুভিনু (২০০০) এবং নিশাসুরভিকাল (২০০০)-এর মতো সিনেমায় অভিনয়ের পর, তিনি ২০১৭ সালে সর্বোপরি পালাক্কারণ-এ অভিনয় করেন। তার দীর্ঘ ক্যারিয়ার এবং চরিত্রের বৈচিত্র্য মালয়ালম চলচ্চিত্র জগতে তাকে এক অবিস্মরণীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আংশিক চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- সর্বোপরি পালাক্কারণ (২০১৭)
- এন্তে প্রিয়াপ্পত্তা মুথুভিনু (২০০০)
- নিশাসুরভিকাল (২০০০)
- মেঘাম (১৯৯৯) রবিশর্মা থম্পুরানের মা হিসেবে
- ফ্রেন্ডস (১৯৯৯) পদ্মিনীর দাদি হিসেবে
- গ্লোরিয়া ফার্নান্দেজ ফ্রম ইউ.এস.এ. (১৯৯৮) আম্মাচি হিসেবে
- মাসমারাম (১৯৯৭) দর্শন দাসের মা হিসেবে
- কান্নুর (১৯৯৭) শিবনকুট্টির মা হিসেবে
- ইষ্টধানাম (১৯৯৭) মুথাসি হিসেবে
- সত্যভামায়্কোরু প্রণয়ালেখনম (১৯৯৬) লক্ষ্মী হিসেবে
- পুন্নারাম (১৯৯৫)
- সর্গবসন্তম (১৯৯৫) মারিয়া হিসেবে
- মানিক্যচেম্পাঝুক্কা (১৯৯৫)
- বার্ধক্যপুরানাম (১৯৯৪) আচাম্মা হিসেবে
- নন্দিনী ওপ্পোল (১৯৯৪) সুন্দরীর মা হিসেবে
- সৌভাগ্যম (১৯৯৩)
- সমাজম (১৯৯৩) রাজালক্ষ্মীর মা হিসেবে
- পরুথাম (১৯৯৩) ভবানিয়াম্মা হিসেবে
- কিঝাক্কান পাঠরোজ (১৯৯২)
- মন্ত্রিকচেপ্পু (১৯৯২)
- রাজশিল্পী (১৯৯২)
- ভিয়েতনাম কলোনি (১৯৯২)
- কাভাচাম (১৯৯২)
- কার্প্পোরদীপম (১৯৯১) উন্নির মা হিসেবে
- এন্তে সূর্যপুত্রিক্কু (১৯৯১)
- অধোলোকম (১৯৮৮)
- ভীকরণ (১৯৮৮)
- অচুভেট্টান্তে ভীড়ু (১৯৮৭)
- এল্লাভার্ক্কুম নানমাক্কাল (১৯৮৭)
- এন্তে শব্দম (১৯৮৬) রাজনের মা হিসেবে
- ইত্রামাত্রম (১৯৮৬) শান্তাম্মা হিসেবে
- চূড়াত্তা পুক্কাল (১৯৮৫)
- যাত্রা (১৯৮৫)
- আট্টুভান্চি উলঞ্জাপ্পোল (১৯৮৪) মুরালির মা হিসেবে
- ভিসা (১৯৮৩) শরীফের মা হিসেবে
- বন্ধাম (১৯৮৩) গোপির মা হিসেবে
- আনন্দম অজন্থম (১৯৮৩)
- এন্তে মোহাঙ্গাল পুভানিঞ্জু (১৯৮২)
- সারাবর্ষম (১৯৮২) দেবকিয়াম্মা হিসেবে
- আন্কচামায়াম (১৯৮২)
- লাহারী (১৯৮২)
- পন্নুম পুভুম (১৯৮২) রাধা হিসেবে
- প্রিয়সাখি রাধে (১৯৮২)
- ওলাঙ্গাল (১৯৮২)
- আম্মাক্কোরুম্মা (১৯৮১)
- দ্বন্ধযুদ্ধম (১৯৮১)
- পথিরাসূর্যন (১৯৮১) দেবকিয়াম্মা হিসেবে
- মুথুচিপ্পিকাল (১৯৮০) ভর্গভিয়াম্মা হিসেবে
- অনিয়াথা ভালাকাল (১৯৮০) গণেশের মা হিসেবে
- করিপুরান্ডা জীবনথাঙ্গাল (১৯৮০)
- ইষ্টামানু পক্ষ (১৯৮০)
- চন্দ্রহাসম (১৯৮০)
- প্রকাদানম (১৯৮০) প্রীতির মা হিসেবে
- শিখরাঙ্গাল (১৯৭৯)
- নিত্য বসন্তম (১৯৭৯)
- মানবধর্মম (১৯৭৯)
- মনুষ্যান (১৯৭৯)
- পেন্নোরুমবাট্টাল (১৯৭৯)
- বিজয়ম নন্মুদে সেনানি (১৯৭৯)
- ভালেদুথাভান ভালাল (১৯৭৯)
- আল্লাউদ্দিনুম অলভুথা ভিলাক্কুম (১৯৭৯)
- কলেজ বিউটি (১৯৭৯)
- ইন্দ্রধনুস্সু (১৯৭৯) জনকিয়াম্মা হিসেবে
- বিজয়ানুম বীরানুম (১৯৭৯) আয়া হিসেবে
- সায়ুজ্যম (১৯৭৯) মাধবী হিসেবে
- কন্যাকা (১৯৭৮) ভবানিয়াম্মা হিসেবে
- থারু ওরু জন্ম কূড়ি (থাদাভুকারি) (১৯৭৮)
- কানালকট্টাকাল (১৯৭৮) লক্ষ্মিয়াম্মা হিসেবে
- কাল্পবৃক্ষম (১৯৭৮) দেবকিয়াম্মা হিসেবে
- করিমপুলি (১৯৭৮)
- অবল বিশ্বাসথায়ায়িরুন্নু (১৯৭৮) জনির মা হিসেবে
- ভিলাক্কুম ভেলিচাভুম (১৯৭৮)
- স্নেহাথিন্তে মুখাঙ্গাল (১৯৭৮) ডাক্তার হিসেবে
- রতিনির্বেদন (১৯৭৮)
- প্রিয়দর্শিনী (১৯৭৮)
- অষ্টমুদিক্কায়াল (১৯৭৮)
- নিত্য বসন্তম (১৯৭৮)
- হর্ষাবস্পম (১৯৭৮) এলিয়ামা হিসেবে
- পিচিপ্পু (১৯৭৮)
- থীরাঙ্গাল (১৯৭৮)
- মত্তোরু কর্নান (১৯৭৮)
- হেমাথারাত্রি (১৯৭৮)
- স্নেহিক্কানোরু পেন্নু (১৯৭৮)
- মনোরাধাম (১৯৭৮)
- গান্ধর্বম (১৯৭৮)
- অনুগ্রহম (১৯৭৭) কামাক্ষিয়াম্মা হিসেবে
- সমুদ্রম (১৯৭৭) কমলম্মা হিসেবে
- পল্লবী (১৯৭৭)
- মুত্তাথে মুল্লা (১৯৭৭) লক্ষ্মিয়াম্মা হিসেবে
- অভিনিবেশম (১৯৭৭) দেবকী হিসেবে
- রথিমান্মধন (১৯৭৭)
- অকশ্যাপাত্রম (১৯৭৭)
- শ্রীমদ্ভাগবদগীতা (১৯৭৭)
- ওরমাক্কাল মারিক্কুমো (১৯৭৭) থাঙ্কামনি হিসেবে
- আয়িরাম জন্মাঙ্গাল (১৯৭৬) চেরিয়াম্মা হিসেবে
- অভিভাবম (১৯৭৬)
- মোহিনিয়াট্টম (১৯৭৬) নলিনী হিসেবে
- মানসবীণা (১৯৭৬)
- স্বপ্নদানম (১৯৭৬) গোপির মা হিসেবে
- চিরিক্কুদুক্কা (১৯৭৬)
- থেম্মাদি ভেলাপ্পান (১৯৭৬) ভবানিয়াম্মা হিসেবে
- মনিষাদা (১৯৭৫) কার্থিয়ায়নি হিসেবে
- চিফ গেস্ট (১৯৭৫)
- কোট্টারাম বিল্ক্কানুন্ডু (১৯৭৫)
- সূর্যবংশম (১৯৭৫)
- কল্যাণাপন্থল (১৯৭৫)
- লাভ লেটার (১৯৭৫)
- পদ্মরাগম (১৯৭৫)
- চট্টম্বিক্কল্যাণি (১৯৭৫) - সেতুত্তি চরিত্রে
- অযোধ্যা (১৯৭৫)
- আলিবাবায়ুম ৪১ কল্লানমারুম (১৯৭৫) - নাসীমা বেগম চরিত্রে
- পঞ্চতন্ত্রম (১৯৭৪) - গায়ত্রী থম্পুরাট্টি চরিত্রে
- নাইট ডিউটি (১৯৭৪) - দেবকীয়াম্মা চরিত্রে
- ভূগোলম তিরিয়ুন্নু (১৯৭৪) - গৌরীয়াম্মা চরিত্রে
- থাচোলি মারুমাকান চান্দু (১৯৭৪) - মাক্কাম চরিত্রে
- আয়ালাথে সুন্দরী (১৯৭৪) - সরস্বতীয়াম্মা চরিত্রে
- আরাক্কাল্লান মুক্কাল্লক্কাল্লান (১৯৭৪) - গৌরীয়াম্মা চরিত্রে
- চন্দ্রকান্তম (১৯৭৪) - শিক্ষক চরিত্রে
- রাজহংসম (১৯৭৪) - নানুকুট্টানের মা চরিত্রে
- সপ্তস্বরঙ্গল (১৯৭৪) - ওমানায়াম্মা চরিত্রে
- জীবিক্কান মরন্নু পোয়া স্ত্রী (১৯৭৪)
- আলাকাল (১৯৭৪)
- কামিনী (১৯৭৪) - লক্ষ্মী চরিত্রে
- পট্টাভিষেকম (১৯৭৪) - দেবকী চরিত্রে
- মাধবিক্কুট্টি (১৯৭৩) - কুঞ্জুলক্ষ্মীয়াম্মা চরিত্রে
- সৌন্দর্য পূজা (১৯৭৩)
- কলিযুগম (১৯৭৩) - কার্থিয়ায়ণীয়াম্মা চরিত্রে
- ইন্টারভিউ (১৯৭৩) - শংকরী চরিত্রে
- মনুষ্যপুত্রান (১৯৭৩)
- আজাক্কুল্লা সালিনা (১৯৭৩) - চিন্নাম্মা চরিত্রে
- উদয়ম (১৯৭৩) - লক্ষ্মীকুট্টি চরিত্রে
- মনস্সু (১৯৭৩)
- আফলা (১৯৭৩)
- ফুটবল চ্যাম্পিয়ন (১৯৭৩) - সৌদামিনী চরিত্রে
- থোত্তাভাদী (১৯৭৩) - ভাগীরধীয়াম্মা চরিত্রে
- নাখাঙ্গাল (১৯৭৩) - পাঙ্কীয়াম্মা চরিত্রে
- শাস্ত্রম জয়িচু মনুষ্যান থোট্টু (১৯৭৩) - দেবকীয়াম্মা চরিত্রে
- ভদ্রদীপম (১৯৭৩) - লক্ষ্মীয়াম্মা চরিত্রে
- মায়া (১৯৭২) - ঈশ্বরী চরিত্রে
- ব্রহ্মচারী (১৯৭২)
- অক্কারাপাচা (১৯৭২) - মারিয়া চরিত্রে
- মিস মেরি (১৯৭২) - গৌরী চরিত্রে
- নাদান প্রেমম (১৯৭২) - পারু চরিত্রে
- অনন্তসায়নম (১৯৭২)
- ময়িলাড়ুমকুন্নু (১৯৭২) - রোসাম্মা চরিত্রে
- স্নেহদীপমে মিঝি থুরাক্কু (১৯৭২) - মেরি ফার্নান্দেজ চরিত্রে
- উম্মাচু (১৯৭১)
- থেত্তু (১৯৭১) - থাঙ্কাম্মা চরিত্রে
- পুথেন ভীডু (১৯৭১)
- সুমঙ্গলী (১৯৭১) - লিলি সাইমন চরিত্রে
- শিক্ষা (১৯৭১) - থাঙ্কাম্মা চরিত্রে
- করাকানাকাডাল (১৯৭১) - আক্কু চেদাথি চরিত্রে
- মাকানে নিনাক্কু ভেন্দি (১৯৭১) - এলি চরিত্রে
- ওরু পেন্নিন্তে কথা (১৯৭১)
- অনাথ শিল্পাঙ্গাল (১৯৭১) - কমলাম্মা চরিত্রে
- পুম্পাট্টা (১৯৭১) - দেবকী চরিত্রে
- ভিলায়ক্কু ভাঙ্গিয়া ভীণা (১৯৭১) - নির্মলা মেনন চরিত্রে
- বিমোচনাসমারম (১৯৭১)
- রাত্রি ভান্ডি (১৯৭১) - লক্ষ্মীয়াম্মা চরিত্রে
- কোচানিয়াথি (১৯৭১) - কমলাম্মা চরিত্রে
- আম্বলাপ্রাভু (১৯৭০) - শুভদ্রা থম্পুরাট্টি চরিত্রে
- মিন্ডাপেন্নু (১৯৭০) - দক্ষায়নী চরিত্রে
- নিলাক্কাথ চালানাঙ্গাল (১৯৭০)
- নিশাগান্ধি (১৯৭০)
- লিখিত কাধা (১৯৭০) - মিসেস নায়ার চরিত্রে
- আ চিত্রশালভাম পরন্নোট্টে (১৯৭০)
- নাজিকাকাল্লু (১৯৭০)
- কুট্টাভালী (১৯৭০) - রাধাকৃষ্ণানের মা চরিত্রে
- মূডালমান্জু (১৯৭০) - মাধবীয়াম্মা চরিত্রে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ഏതു കാലത്തെയും ഓമനഭാവം ഈ അമ്മ"। mathrubhuminews.in। সংগ্রহের তারিখ ২ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'ഈ ജീവിതം ഞാന് ആസ്വദിക്കുന്നു'"। www.mangalam.com। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- ↑ "Lest we forget"। The Hindu। ১৮ ডিসেম্বর ২০০৯ – www.thehindu.com-এর মাধ্যমে।
- ↑ "CINIDIARY - A Complete Online Malayalam Cinema News Portal"। cinidiary.com। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫।
- কেরালা চলচ্চিত্র সমালোচনা পুরস্কার বিজয়ী
- মালয়ালম নেপথ্য সঙ্গীতশিল্পী
- ভারতীয় শিশু অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় কণ্ঠাভিনেত্রী
- তামিল টেলিভিশনের অভিনেত্রী
- মালয়ালম টেলিভিশন অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- আলেপ্পির অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী