টিএসভি হার্টবার্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হার্টবার্গ
পূর্ণ নামটুর্ন- আন্ড স্পোর্টভেরিন হার্টবার্গ
প্রতিষ্ঠিত২৯ এপ্রিল ১৯৪৬; ৭৭ বছর আগে (1946-04-29)
মাঠপ্রোফার্টিল এরিনা হার্টবার্গ[১]
ধারণক্ষমতা৪,৫০০
সভাপতিঅস্ট্রিয়া ব্রিগিট্টে আনার্ল
ম্যানেজারঅস্ট্রিয়া মার্কুস শপ[২]
লিগঅস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা
২০১৯–২০৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

টুর্ন- আন্ড স্পোর্টভেরিন হার্টবার্গ (জার্মান: Turn- und Sportverein Hartberg, ইংরেজি: TSV Hartberg; এছাড়াও টিএসভি হার্টবার্গ অথবা শুধুমাত্র হার্টবার্গ নামে পরিচিত) হচ্ছে হার্টবার্গ ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৪৬ সালের ২৯শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। টিএসভি হার্টবার্গ তাদের সকল হোম ম্যাচ হার্টবার্গের প্রোফার্টিল এরিনা হার্টবার্গে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কুস শপ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ব্রিগিট্টে আনার্ল। অস্ট্রীয় রক্ষণভাগের খেলোয়াড় সিগফ্রাইড রাসভাল্ডার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  2. "ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:টিএসভি হার্টবার্গ টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা