টিউবারাস স্ক্লেরোসিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিউবারাস স্ক্লেরোসিস
প্রতিশব্দটিউবারাস স্ক্লেরোসিস কমপ্লেক্স (টিএসসি),
বর্নভিল রোগ
প্রজাপতি বিন্যাসে মুখমণ্ডলীয় এনজিওফাইব্রোমা সংবলিত টিউবারাস স্ক্লেরোসিসের একটি কেস
বিশেষত্বনিউরোলজি, মেডিক্যাল জিনতত্ত্ব
সংঘটনের হার7 to 12 per 100,000[১]

টিউবারাস স্ক্লেরোসিস কমপ্লেক্স (টিএসসি) হল একটি বিরল বহুমাত্রিক অটোজম প্রভাবিত জিনগত রোগ, যা ক্যান্সারবিহীন টিউমার তৈরি করে মস্তিষ্ক ও অন্যান্য জরুরি অঙ্গে যেমন বৃক্ক, হৃৎপিণ্ড, যকৃত, চোখ, ফুসফুস ও ত্বকে। এতে আরও কিছু বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যেতে পারে, এগুলো হল মুর্ছা যাওয়া বা মৃগী রোগ, বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, বিকাশে বিলম্ব, আচরণজনিত সমস্যা, চর্ম বৈকল্য, ফুসফুসের রোগ ও বৃক্কের রোগ।

টিএসসি সাধরনত দুটি জিনের যে কোন একটির পরিব্যক্তি বা মিউটেশনের ফলে ঘটে থাকে, এরা হল টিএসসি১ ও টিএসসি২, যারা যথাক্রমে হ্যামার্টিন ও টিউবারিন প্রোটিনের জন্য কোড তৈরি করে, এবং অধিকাংশ রোগীর ক্ষেত্রে টিএসসি২ এর পরিব্যক্তি দায়ী এবং তা আরও ব্যাপক লক্ষণ তৈরি করে।[২] এই প্রোটিনগুলো টিউমার বৃদ্ধির প্রতিবন্ধক প্রতিনিধি হিসেবে কাজ করে যা কোষের বিস্তার ও পৃথকীকরণ নিয়ন্ত্রণ করে।[৩]

এর পূর্বাভাসে উচ্চমাত্রার বৈচিত্র্য দেখা যায় এবং এটি লক্ষণের উপর নির্ভরশশীল, কিন্তু অনেকের ক্ষেত্রে জীবনের গতিবিধি স্বাভাবিক থাকে।[৩]

এই রোগের প্রাদুর্ভাব প্রতি ১ লক্ষ জনে আনুমানিক ৭ থেকে ১২ জন হিসেবে পাওয়া যায়।[১] রোগটিকে প্রায়শই সংক্ষেপে টিউবারাস স্ক্লেরোসিস বলা হয়, যার দ্বারা রোগীর মস্তিষ্কের শক্ত টিউমারকে বোঝানো হয়, যা ফরাসি স্নায়ুবিশেষজ্ঞ ডিজায়ার-ম্যাগল্যোর বর্নভিল ১৯৮০ সালে প্রথম বর্ণনা করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; TSC-prevalence নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; TSC-proportion নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "Tuberous Sclerosis Fact Sheet"। National Institute of Neurological Disorders and Stroke। ২০১৮-০৭-০৬। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮ 
  4. Brigo F, Lattanzi S, Trinka E, Nardone R, Bragazzi NL, Ruggieri M, ও অন্যান্য (ডিসেম্বর ২০১৮)। "First descriptions of tuberous sclerosis by Désiré-Magloire Bourneville (1840-1909)"। Neuropathology38 (6): 577–582। ডিওআই:10.1111/neup.12515পিএমআইডি 30215888 

বহিঃসংযোগ[সম্পাদনা]

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান

টেমপ্লেট:Diseases of the skin and appendages by morphology টেমপ্লেট:Phakomatoses টেমপ্লেট:Deficiencies of intracellular signaling peptides and proteins