টাইরিক মিচেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাইরিক মিচেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম টাইরিক কুয়ান মিচেল
জন্ম (1999-09-01) ১ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান ব্রেন্ট, ইংল্যান্ড
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্রিস্টাল প্যালেস
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৯–২০১২ ওয়েম্বলি
২০১২–২০১৬ ব্রেন্টফোর্ড
২০১৬–২০২০ ক্রিস্টাল প্যালেস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– ক্রিস্টাল প্যালেস ৫৯ (১)
জাতীয় দল
২০২২– ইংল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৩৬, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৩৬, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

টাইরিক কুয়ান মিচেল (ইংরেজি: Tyrick Mitchell, ইংরেজি উচ্চারণ: /tˈa͡ɪɹɪk mˈɪt͡ʃə͡l/; জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৯৯; টাইরিক মিচেল নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

টাইরিক ২০২২ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

টাইরিক কুয়ান মিচেল ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের ব্রেন্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০২২ সালের ২৬শে মার্চ তারিখে, ২২ বছর, ৬ মাস ও ২৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী টাইরিক সুইজারল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৬১তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় লুক শের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইংল্যান্ড ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে টাইরিক সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২২
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]