ঝুলিয়া ডস সান্টোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝুলিয়া ডস সান্টোস
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাব্রাজিলীয়
জন্ম (1991-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩১)
উচ্চতা১৪৯ সেন্টিমিটার (৪ ফু ১১ ইঞ্চি)
ক্রীড়া
দেশব্রাজিল
ক্রীড়াঅ্যাথলেটিক্স
অক্ষমতার শ্রেণিবিন্যাসটি১১
ক্লাবইউরিস ইসি: রিও ডি জেনিরো
প্রশিক্ষকঅ্যামুরি ভেরিসিমো (জাতীয়)
ফ্যাবিও ডায়াস ডি অলিভিরা (ব্যক্তিগত)

ঝুলিয়া ডস সান্টোস (ইংরেজি: Jhulia dos Santos; জন্ম: ১৮ সেটেম্বর ১৯৯১) একজন ব্রাজিলীয় দৃষ্টিহীন স্প্রিন্টার।[১]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

ঝুলিয়া মূলত টি ১১ স্প্রিন্ট ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে থাকেন। ২০১২ সালে অনুষ্ঠিত গ্রীষ্মের প্যারালিম্পিকে, ঝুলিয়া ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। পরবর্তীকালে, তিনি একাধিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং পরাপন মার্কিন গেমসে প্রতিদ্বন্দ্বিতা করে পদক পেয়েছেন, চারটি প্রতিযোগিতায় তিনি পাঁচটি পদক জয় করেন।[২]

আরও পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dos Santos, Jhulia"toronto2015.org। ২৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬ 
  2. "Dos Santos, Jhulia"IPC। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬