ঝালাওয়াড়-বরন লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝালাওয়াড়-বরন লোকসভা কেন্দ্র
রাজস্থান রাজ্যের লোকসভা কেন্দ্রগুলির মানচিত্র
অস্তিত্ব২০০৮-বর্তমান
সংরক্ষণনা
বর্তমান সাংসদদুশায়ন্ত সিং[১]
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যরাজস্থান

ঝালাওয়াড়-বরন লোকসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের ২৫ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৮ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রের সকল বিধানসভা কেন্দ্রগুলি বরন জেলা এবং ঝালাওয়াড় জেলার অংশ নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

এই লোকসভা কেন্দ্রে ২০০৯ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্রগুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের ২০০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য রাজস্থান বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্র সর্বশেষ ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাবলী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৩ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

ভাল্লাভনাগড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৪ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।

কাপাসন বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৫ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

বেগুন বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৬ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

চিতোরগড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৭ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।

নিমবাহের বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৮ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

বাড়ি সাদ্রি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৯ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

প্রতাপগড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০০ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

সংসদ সদস্য[সম্পাদনা]

নির্বাচন সদস্য পার্টি
২০০৯ দুশায়ন্ত সিং ভারতীয় জনতা পার্টি
২০১৪
২০১৯

নির্বাচনের ফলাফল[সম্পাদনা]

সাধারণ নির্বাচন, ২০১৯: ঝালাওয়াড়-বরন
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি দুশায়ন্ত সিং ৮,৮৭,৪০০ ৬৪.৭৮ +৫.৮০
কংগ্রেস প্রমোদ শর্মা ৪,৩৩,৪৭২ ৩১.৬৪ -২.৭৮
বিএসপি বদ্রী লাল ১৩,৩৩৮ ০.৯৭ -১.০৯
আইএনডি হরিশ ধাকার ৭,৪২২ ০.৫৪ +০.৫৪
আইএনডি মোহাম্মদ নাসির ৫,১০৭ ০.৩৭ +০.৩৭
আইএনডি আবদুল কাইয়ুম সিদ্দিকী ৩,৩৪৪ ০.২৪ +০.২৪
আইএনডি প্রিন্স মীনা ২,৭০৫ ০.২০ +০.২০
কাউকে নয় উপরের কাউকে নয় ১৭,০৮০ ১.২৫ -০.৪১
সংখ্যাগরিষ্ঠতা ৪,৫৩,৯২৮ ৩৩.১৪ +৮.৫৮
ভোটার উপস্থিতি ১৩,৭০,০১৭ ৭১.৯৬ +৩.৩১
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +৫.৮০

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "All Members of Lok Sabha (Since 1952)"New Delhi: Lok Sabha Secretariat। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৫ 

আরও পড়ুন[সম্পাদনা]

  • Surjit S. Bhalla. Citizen Raj: Indian Elections 1952-2019 (2019 [১]
  • Prannoy Roy, Dorab R. Sopariwala . he Verdict:Decoding India's Elections (2019) [২]

বহিঃসংযোগ[সম্পাদনা]