জ্যোতি রাউত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যোতি রাউত
২০০৭ সালে জ্যোতি রাউত
জন্ম (1965-07-15) ১৫ জুলাই ১৯৬৫ (বয়স ৫৮)
পেশাভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, পারফর্মার, নৃত্য পরিকল্পনাকার
ওয়েবসাইটhttp://jyotikalamandir.org/?itemID=3

জ্যোতি রাউত (জন্ম: ১৫ জুলাই, ১৯৬৫) একজন খ্যাতিমান ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যশৈলীর শিক্ষক এবং নৃত্য পরিকল্পনাকার। [১][২][৩]

প্রথম জীবন[সম্পাদনা]

জ্যোতি রাউত ভারতের ওড়িশার প্রত্যন্ত জোদা শহরতলীতে বেড়ে উঠেছিলেন। নাচের প্রতি আগ্রহ তাঁর শৈশব থেকেই ছিল, তিনি বিভিন্ন উৎসবে স্থানীয় আদিবাসী নৃত্যানুষ্ঠান দেখতে যেতেন। পরে তিনি ওড়িশার ভুবনেশ্বরের সংগীত ও নৃত্য কলেজ উৎকল সংগীত মহাবিদ্যালয় থেকে ওড়িশি নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওড়িশার একটি মার্শাল আর্ট নৃত্য ধরন ছৌ নৃত্য নিয়ে পড়াশুনা ও পরিবেশনা করা প্রথম মহিলাদের মধ্যে তিনি একজন ছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

ব্রিটিশ শাসনের অধীনে দেব দাসী (মন্দির নৃত্যশিল্পী) প্রথা শেষ হওয়ার পরে ১৯৯৩ সালে জ্যোতি রাউত ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথের জন্য পরিবেশনকারী প্রথম নৃত্যশিল্পী ছিলেন। ১৯৯৭ সালে তিনি ক্যালিফোর্নিয়া ভিত্তিক ওড়িশি নৃত্য বিদ্যালয় জ্যোতি কলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত। [৪] ২০১২ সালে, তিনি ভারতের ওড়িশার ভুবনেশ্বরের লিঙ্গিপুরে একটি শাখা প্রতিষ্ঠা করেছিলেন। [৫]

পুরস্কার[সম্পাদনা]

  • জাতিগত নৃত্য উৎসব, সান ফ্রান্সিস্কো, ২০০৬ এর অসামান্য নৃত্য পরিকল্পনা।
  • প্রাইড অফ ইন্ডিয়া জাতীয় পুরস্কার
  • শ্রী ক্ষেত্র মাহারী, ওড়িশার পুরী।
  • শ্রেষ্ঠা ওড়িয়ানী, কটক, ওড়িশা।
  • ওএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কলাশ্রী
  • অলিম্পিয়াড ওড়িশার নৃত্য শিরোমণি।
  • মধুর ঝঙ্কার, ভুবনেশ্বর ওড়িশা কর্তৃক নৃত্য শ্রী রাজ্য পুরস্কার।
  • ওড়িশা ডায়েরির "ওড়িশার জীবন্ত কিংবদন্তি পুরস্কার" [৬] ২০১৬ সালে, দুই মহাদেশে এই শিল্পরূপে তাঁর অবদানের জন্য

ওড়িশার গুরু পঙ্কজ চরণ দাস ফাউন্ডেশন থেকে মাহারি পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jyoti Kala Mandir College of Indian Classical Arts" 
  2. Connection, Sumathi, Saigan। "Profiles - Jyoti Rout - light of Odissi by Shalini Goel" 
  3. "Magic of Odissi dance by Jyoti Rout - My Theatre Cafe"। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২১ 
  4. Chakra, Shyamhari। "Jyoti Rout to open institute to promote Orissa culture" 
  5. "Jyoti Kala Mandir" 
  6. Bureau, Odisha Story। "Odisha Living Legends and Youth Inspiration Awards Announced – ODISHA STORY"। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২১