জ্যাকব মিলম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জ্যাকব মিলম্যান (১৯১১ সাল ইউক্রেন – মে ২২, ১৯৯১ সাল;লংবোট কি,ফ্লোরিডা) ছিলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন অধ্যাপক। তিনি মা এবং বোন রেবেকার সাথে আমেরিকায় পাড়ি জমান ১৯১৩ সালে।

মিলম্যান ১৯৩৫ সালে এমআইটি থেকে পিএইচ.ডি লাভ করেছেন। তিনি ১৯৫১ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ১৯৭৫ সালে অবসরে যান। ১৯৪১ থেকে ১৯৮৭ সালের মাঝে মিলম্যান আটটি বই লিখেছেন ইলেকট্রনিক্সের উপর। দ্য নিউ ইয়র্ক টাইমসে তার মৃত্যুর সংবাদ প্রচার হয় ২৪ মে, ১৯৯১ সালে।

মিলম্যানের তত্ত্ব (যার অন্য নাম সমান্তরাল জেনারেটর তত্ত্ব) তার নামানুসারে হয়েছে।

তিনি ১৯৭০ সালে আইইইই শিক্ষা মেডেল লাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IEEE James H. Mulligan, Jr. Education Medal Recipients" (পিডিএফ)। IEEE। সংগ্রহের তারিখ নভেম্বর ২৩, ২০১০