জোয়াহেরুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোয়াহেরুল ইসলাম
টাঙ্গাইল-৮ আসনের
সংসদ সদস্য
উত্তরসূরীঅনুপম শাহজাহান জয়
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – ০৭ জানুয়ারী ২০২৪
পূর্বসূরীঅনুপম শাহজাহান জয়
ব্যক্তিগত বিবরণ
জন্মসখিপুর, টাঙ্গাইল
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের নামেও পরিচিত) একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পরান আলী মিয়া ও মাতার নাম মালেকা বেগম। শিক্ষাজীবনে তিনি স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

জোয়াহেরুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন। ১৯৭৯ সালে সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ১৯৮০ সালে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও ১৯৮৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় ছত্রলীগের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক ছিলেন।

তিনি ১৯৮৭-৮৮ ও ১৯৮৯-৯০ মেয়াদে সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] জোয়াহেরুল বর্তমানে আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।[১]

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি আবদুল কাদের সিদ্দিকীর মেয়ে কুড়ি সিদ্দিকীকে পরাজিত করে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সখীপুর-বাসাইল আসনে কে হচ্ছেন সংসদ সদস্য"ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  2. "নৌকার জোয়ার তুলতে চান ভিপি জোয়াহেরুল"সমকাল। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. "জোয়াহেরুল ইসলাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  4. "টাঙ্গাইল ৮: বেসরকারি ফলে নৌকার জোয়াহেরুল ইসলাম জয়ী"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯