জেরোল্ড বেটস টানেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেরোল্ড বেটস টানেল (জন্ম ১৬ই সেপ্টেম্বর, ১৯৫০ - ১ এপ্রিল ২০২২) রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন অধ্যাপক, বিশেষকরে সংখ্যা তত্ত্বের একজন পণ্ডিত। খুব সম্ভবত ল্যাংল্যান্ডস-টানেল উপপাদ্যের জন্য তিনি সর্বাধিক পরিচিত। এই উপপাদ্যটি আর্টিন অনুমানের নির্দিষ্ট একটি বিশেষ ক্ষেত্রের প্রতিষ্ঠা করে এবং একে একসময় ফের্মার শেষ উপপাদ্যটি প্রমাণের মূল সূত্র হিসেবে গণ্য করা হত। তিনি কংগ্রুয়েন্ট সংখ্যার উপরেও একটি তত্ত্বের প্রমাণ দেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের[১] এই স্নাতক আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির একজন ফেলো[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jerrold B. Tunnell"। www.ias.edu। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৬ 
  2. "List of Fellows of the American Mathematical Society"। www.ams.org। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]