বিষয়বস্তুতে চলুন

জেমস জাস্টিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেমস জাস্টিন
২০২২ সালে লেস্টার সিটির হয়ে জেমস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেমস মাইকেল জাস্টিন
জন্ম (1998-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান লুটন, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লেস্টার সিটি
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫–২০১৫ লুটন টাউন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৯ লুটন টাউন ৯০ (৬)
২০১৯– লেস্টার সিটি ৪৯ (২)
জাতীয় দল
২০১৭ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৯–২০২০ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
২০২২– ইংল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪৫, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৫, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জেমস মাইকেল জাস্টিন (ইংরেজি: James Justin, ইংরেজি উচ্চারণ: /d͡ʒˈe͡ɪmz d͡ʒˈʌstɪn/; জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯৯৮; জেমস জাস্টিন নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব লেস্টার সিটি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, জেমস ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জেমস মাইকেল জাস্টিন ১৯৯৮ সালের ২৩শে ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের লুটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

জেমস ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় তিন বছরে ১০ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০২২ সালের ৪ঠা জুন তারিখে, ২৪ বছর, ৩ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জেমস হাঙ্গেরির বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২–২৩ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ৩ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি হাঙ্গেরি ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে জেমস সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৭ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২২
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Hungary vs. England - 4 June 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  2. "Hungary - England 1:0 (Nations League A 2022/2023, Group 3)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  3. "Hungary - England, Jun 4, 2022 - UEFA Nations League A - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Hungary vs. England"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]