জেবলমুলুক-শামারুখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেবলমুলুক-শামারুখ মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা রোমান্টিক কাব্য ধারার অন্যতম বিশিষ্ট একটি কাব্য। সে যুগে এই নামে অনেক কবিই কাব্য রচনা করেছিলেন। ১৬৭৩ খ্রিষ্টাব্দে সৈয়দ মোহাম্মদ আকবর প্রথমে জেবলমুলুক-শামারুখ কাব্য রচনা করেন। [১] তাছাড়া তিনি ব্যতীত মোহাম্মদ রফীউদ্দীন এবং অন্যান্য কয়েকজন কবি কর্তৃক রচিত জেবলমুলুক-শামারুখ কাব্য ও পাওয়া যায়। [২]

উৎস[সম্পাদনা]

জেবলমুলুক-শামারুখ কাব্যটির উৎস হিসেবে উক্তনামে রচিত ফার্সী ভাষার কাব্যকে নির্দেশ করা হয়ে থাকে।

ছন্দ রুপ[সম্পাদনা]

মোহাম্মদ আকবর আলী বিরচতি জেবলমুলুক-শামারুখ কাব্যের ক’টি পদ,

মুখ জ্যোতি দেখি শশী পাইলেক লাজ।
পলাই রহিল গিয়া জলধের মাঝ।।
লোচন কুরঙ্গ জিনি গৃধিনী শ্রবন।
রামের গাণ্ডিব ভুরু করিছে স্থাপন।।

রফীউদ্দীন বিরচিত কাব্যের মালঝাপ ছন্দ,

কোকিলান, করে গান, মোহজ্ঞান, রঙ্গে।
সুধামৃত, শুনি গীত, পুলকিত, অঙ্গে।।

একই লেখকের ত্রিপদীভূত ছন্দ-

শ্বাসে হয়, আয়ু ক্ষয়, না কৈল্যে বিচার।
ভাব ভাল, গত কাল, আসিবেনা আর।।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ড. মুহম্মদ এনামুল হক এবং আবদুল করিম সাহিত্যবিশারদ রচিত আরকান রাজসভায় বাংলা সাহিত্য গ্রন্থ, পৃষ্টা ৭৮-৮০
  2. ড. মুহম্মদ এনামুল হক এবং আবদুল করিম সাহিত্যবিশারদ রচিত আরকান রাজসভায় বাংলা সাহিত্য গ্রন্থ, পৃষ্টা ৮৩-৮৪