বিষয়বস্তুতে চলুন

জুলাই বিপ্লব (ফ্রান্স)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রইস গ্লোরিওসেস
বৌরবন পুনরুদ্ধারের এবং ১৮৩০ এর বিপ্লব অংশ
জুলাই বিপ্লবের রূপক চিত্রকর্ম
তারিখ২৬–২৯ জুলাই ১৮৩০
অবস্থানফ্রান্স
অংশগ্রহণকারীফরাসি সমাজ
ফলাফল
  • চার্লস এক্স এর অবজ্ঞা
  • লুই ফিলিপের ফরাসি সিংহাসনে আরোহণ এবং সংবিধানিক জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা

জুলাই বিপ্লব ১৮৩০ সালে ফ্রান্সে সংগঠিত একটি বিপ্লব। ১৮৩০ সালের ২৬শে জুলাই থেকে ২৯শে জুলাই পর্যন্ত ৪ দিন স্থায়ী ছিল। এটি ১৮৩০ সালের ফরাসি বিপ্লব বা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামেও পরিচিত। জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের দশম চার্লসকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্সের শাসনভার হাতে নেয় প্রথম লুই ফিলিপ। এই বিপ্লবের মাধ্যেম জনসাধারণে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]