জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Jurassic World Dominion
জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নের পোস্টার.jpeg
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকColin Trevorrow
চিত্রনাট্যকার
কাহিনিকার
শ্রেষ্ঠাংশে
সুরকারMichael Giacchino
চিত্রগ্রাহকJohn Schwartzman
সম্পাদকMark Sanger[১]
পরিবেশকUniversal Pictures[২]
মুক্তি
  • ১০ জুন ২০২২ (2022-06-10)
দেশUnited States
ভাষাEnglish
নির্মাণব্যয়$165 million[৩]

জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন কলিন ট্রেভোরোর পরিচালনায় নির্মিত আমেরিকান বৈজ্ঞানিক কল্পকাহিনীর একটি দু:সাহসিক ছায়াছবি, যিনি তার এবং তার সহযোগী লেখক ডেরেক কনোলীর একটি গল্প অবলম্বনে এমিলি কারমাইকেল সহ এর চিত্রনাট্য লিখেছিলেন। এটি জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম (২০১৮) এর পরবর্তী পর্ব, জুরাসিক পার্ক মালিকানার ষষ্ঠ কিস্তি এবংজুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির তৃতীয় চলচ্চিত্র। তার পূর্বসূরি ফ্র্যাং মার্শাল এবং প্যট্রিক ক্রাউলি সিনেমাটির প্রযোজনায় থাকবেন, ট্রেভোরোর সাথে জুরাসিক পার্ক (1993) এর পরিচালক স্টিভেন স্পিলবার্গ এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন। আগের মালিকানায় নির্মিত সিনেমাগুলোর তারকাদের মধ্যে রয়েছেন-ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, লরা ডার্ন, স্যাম নিল, জেফ গোল্ডব্লাম, ড্যানিয়েলা পিনেডা, ইসাবেলা সার্মন, জাস্টিস স্মিথ, ওমর সাই, এবং বিডি ওয়াং এবং তাদের সাথে যুক্ত হয়েছেন মামুদু আথি, স্কট হ্যাজ, ডিচেন লাচম্যান, ক্যম্পবেল স্কট, and ডিওয়ান্ডা ওয়াইজ.

ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর চিত্র গ্রহণ শুরু হয় এবং পরের মাসে ইংল্যান্ডের অন্যান্য স্থান সমূহে সরিয়ে নেয়া হয়। ২০২০ সালের মার্চ মাসে, কোভিড-১৯ মহামারীর কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। ২০২০ সালের জুলাই মাসে পুনরায় এর চিত্র গ্রহণ শুরু হয় এবং চার মাস পরে নভেম্বর মাসে ইংল্যান্ডের পাইনউড স্টুডিওমাল্টায় এর চিত্র গ্রহণ শেষ হয়।

জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন 10 জুন, 2022-এ ইউনিভার্সাল পিকচার্সের আইম্যাক্স, রিয়াল আইডি থ্রি ডি ,[৪] এবং ডলবি [৫] -সিনেমা হলে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে। [৬] আগের দুই বারের মত , লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট এর উৎপাদনে জড়িত নয়, কারণ ইউনিভার্সাল তাদের চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে ২০১৯ সালে কোম্পানির সাথে সম্পর্ক চুকিয়ে ফেলেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mark Sanger Twitter profile"। জানুয়ারি ৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০২০ 
  2. "Film Releases"Variety। অক্টোবর ২১, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Wraps নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "Jurassic World: Dominion"DNEG (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৪ 
  5. "Jurassic World: Dominion - Dolby"www.dolby.com (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৪ 
  6. Rubin, Rebecca (অক্টোবর ৬, ২০২০)। "'Jurassic World: Dominion' Delays Release to 2022"Variety। অক্টোবর ২৪, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০২০