বিষয়বস্তুতে চলুন

জুনিয়র ফিরপো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুনিয়র ফিরপো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেক্টর জুনিয়র ফিরপো আদামেস
জন্ম (1996-08-22) ২২ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান স্যান্টো ডোমিঙ্গো, ডোমিনিকান রিপাবলিক
উচ্চতা ১.৮৪ মিটার (৬.০ ফু)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিডস ইউনাইটেড
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১১–২০১২ আতলেতিকো বেনামি
২০১২–২০১৩ তিরো পিশন
২০১৩–২০১৪ পুয়ের্তো মালাগুয়েনো
২০১৪–২০১৫ রিয়াল বেতিস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৮ বেতিস বি ৪৫ (২)
২০১৮–২০১৯ রিয়াল বেতিস ৩৮ (৫)
২০১৯–২১ বার্সেলোনা ২৪ (২)
২০২১– লিডস ইউনাইটেড (০)
জাতীয় দল
২০১৮–২০১৯ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩০ জুন ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

হেক্টর জুনিয়র ফিরপো আদামেস (জন্ম: ২২ আগস্ট ১৯৯৬; জুনিয়র নামে পরিচিত) একজন ডোমিনিকান পেশাদার ফুটবলার, যিনি ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেড এর হয়ে লেফট ব্যাক হিসেবে খেলেন।

জুনিয়র তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন স্পেনের ক্লাব রিয়াল বেতিস বি এর হয়ে ২০১৫ সালে। ২০১৮ সালে তিনি রিয়াল বেতিস মূল দলের সাথে সংযুক্ত হন। ২০১৯ সালে আরেক স্পেনীয় ক্লাব বার্সেলোনা তাকে ১ কোটি ৮০ লক্ষ ইউরোর বিনিময়ে কিনে নেয়। পরবর্তীতে ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেড ২০২১ সালে তাকে ১ কোটি ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে কিনে নেয়।

জুনিয়রের জন্ম ডোমিনিকান রিপাবলিক এ হলেও তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনে। তিনি স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
২২ মে ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
রিয়াল বেতিস বি ২০১৪–১৫
২০১৫–১৬ ৩০ ৩০
২০১৭–১৮ ১৩ ১৩
মোট ৪৫ ৪৫
রিয়াল বেতিস ২০১৭–১৮ ১৪ ১৪
২০১৮–১৯ ২৪ ২৯
মোট ৩৮ ৪৩
বার্সেলোনা ২০১৯–২০ ১৭ ২৩
২০২০–২১ ১৮
মোট ২৪ ১০ ৪১
লিডস ইউনাইটেড ২০২১–২২
মোট
সর্বমোট ১০৭ ১৪ ১২৯

অর্জন

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
বার্সেলোনা

আন্তর্জাতিক

[সম্পাদনা]
স্পেন অনূর্ধ্ব-২১
  • উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ: ২০১৯[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Spain U21 2–1 Germany U21"। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯