বিষয়বস্তুতে চলুন

জি এইচ হাবীব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জি এইচ হাবীব
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষা প্রতিষ্ঠানজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
মির্জাপুর ক্যাডেট কলেজ
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার ২০২৪

জি এইচ হাবীব (গোলাম হোসেন হাবীব)[] বাংলাদেশি সাহিত্যিক ও অনুবাদক। অনুবাদ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৪ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।[][][][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

জি এইচ হাবীব ১৯৬৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ে ও মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশুনা শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ এবং এমএ পাশ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

প্রথমজীবনে তিনি সাংবাদিকতা করেছেন। জি এইচ হাবীব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।[]

অনুবাদ

[সম্পাদনা]

জি এইচ হাবীব অনূদিত বইঃ

  • গোলাপের নাম (উমবের্তো একো)
  • নিঃসঙ্গতার একশ বছর (গাব্রিয়েল গার্সিয়া মার্কেস)
  • সোফির জগৎ (ইয়স্তাইন গোর্ডার),
  • ফাউন্ডেশন (আইজাক আসিমভ)
  • রচয়িতার মৃত্যু (রোলা বার্থ)
  • ইংরেজি ভাষার ইতিহাস (ব্রিজিত ভাইনি),
  • পরদেশী গল্প, বোমা আর সেনাপতি (উমবের্তো একো)
  • উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন (রূপার্ট ক্রিস্টিয়ান্সেন
  • লাতিন ভাষার কথা (তরে ইয়নসন)
  • কার্ল মার্ক্সের জীবন, তিন বোন (আন্তন চেখভ)
  • অদৃশ্য নগর (ইতালো ক্যালভিনো)
  • তাড়িখোর (আমোস তুতুওয়ালা)
  • এলেম আমি কোথা থেকে (পিটার মাইল)
  • একটি সুখী গাছের গল্প (শেল সিলভারস্টাইন)

সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব (২০২৫-০১-৩০)। "পুরস্কার প্রাপ্তি আনন্দের, স্বীকৃতিও বটে : জি এইচ হাবীব"বাংলাট্রিবিউন.কম 
  2. প্রতিবেদক, নিজস্ব (২০২৫-০১-৩০)। "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার:তিনজনের নাম বাদ দিয়ে নতুন তালিকা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩০ 
  3. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার:তিনজনের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ"জাগোনিউজ২৪। ৩০ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ 
  4. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা"যুগান্তর। ২৩ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ 
  5. "ছাত্র নির্যাতনের প্রতিবাদকারী চবি শিক্ষক পেলেন বাংলা একাডেমি পুরস্কার"ঢাকামেইল। ২ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫