জিৎ গাঙ্গুলীর ডিস্কোগ্রাফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জিৎ গাঙ্গুলী ভারতের একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক[১] তিনি শুধু বাংলায়ই নয়, হিন্দিতেও সংগীত পরিচালনা করেছেন। মুম্বইয়ের[২] একটি সংষ্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩ বছর বয়সে সংগীতের দুনিয়ায় প্রবেশের ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে। কলকাতার বিখ্যাত সংগীতজ্ঞ ব্যক্তি কলি গাঙ্গুলীর নিকট তিনি উপমহাদেশীয় সংগীত সংগীত শেখেন। কলি গাঙ্গুলীই তার পিতা এবং 'গুরু'। পক্ষান্তরে তিনি কার্লটন কিটোর নিকট পাশ্চাত্য সংগীত শেখেন। সংগীতের এই দুই ধারায় পারদর্শী হয়ে তিনি বলিউড এবং টলিউডে অনবদ্য কিছু সংগীত পরিচালনা করেন।

জিৎ গাঙ্গুলী ডিস্কোগ্রাফি
একটি অনুষ্ঠানে জিৎ গাঙ্গুলী (বামে)
একক২২
সাউন্ডট্র্যাক

তালিকা[সম্পাদনা]

সাল চলচ্চিত্র ভাষা কিছু তথ্য
২০১৪ সিটি লাইটস হিন্দি
২০১৪ গেম বাংলা
২০১৪ চিরদিনই তুমি যে আমার ২ বাংলা
২০১৪ ইয়াঙ্গিস্তান হিন্দি
২০১৪ দ্য রয়েল বেঙ্গল টাইগার বাংলা
২০১৩ মজনু বাংলা
২০১৩ রংবাজ বাংলা
২০১৩ বস বাংলা
২০১৩ লাইফ ম্যায় হাঙ্গামা হ্যায় হিন্দি
২০১৩ রকি বাংলা
২০১৩ আশিকি ২[৩] হিন্দি
২০১২ বাপি বাড়ি যা বাংলা
২০১২ চ্যালেঞ্জ ২ বাংলা
২০১২ একলা আকাশ বাংলা
২০১২ রাজ ৩ হিন্দি
২০১২ পাগলু ২ বাংলা
২০১২ শিরি ফরহাদ কি তো নিকার পরি হিন্দি
২০১২ আওয়ারা বাংলা
২০১২ জানেমন বাংলা
২০১২ লে হালুয়া লে বাংলা
২০১২ ১০০% লাভ বাংলা
২০১২ ব্লাড মানি হিন্দি
২০১১ সিস্টেম বাংলা
২০১১ রোমিও বাংলা
২০১১ ফান্দে পড়িয়া বগা কান্দে রে বাংলা
২০১১ ভোরের আলো[৪] বাংলা
২০১১ পাগলু বাংলা
২০১০ কেল্লাফতে বাংলা
২০১০ মুম্বাই কাটিং হিন্দি
২০১০ সেদিন দেখা হয়েছিল বাংলা
২০১০ মন যে করে উড়ু উড়ু বাংলা
২০১০ টার্গেট বাংলা
২০১০ দুই পৃথিবী বাংলা
২০১০ জোশ বাংলা
২০১০ অমানুষ বাংলা
২০১০ থানা থেকে আসছি বাংলা
২০০৯ বলো না তুমি আমার বাংলা
২০০৯ দুজনে বাংলা
২০০৯ প্রেম আমার বাংলা
২০০৯ কেন কিছু কথা বলো না বাংলা
২০০৯ নীল আকাশের চাঁদনী বাংলা
২০০৯ পরাণ যায় জ্বলিয়া রে বাংলা
২০০৯ মর্নিং ওয়ার্ক হিন্দি
২০০৯ সাত পাকে বাঁধা বাংলা
২০০৯ চ্যালেঞ্জ বাংলা
২০০৯ জ্যাকপট বাংলা
২০০৮ বর আসবে এখুনি বাংলা
২০০৮ খুলে আসমান কি নিচে উর্দু
২০০৮ চিনতি চিনতি ব্যাং ব্যাং হিন্দি
২০০৮ লাল কাল বাংলা
২০০৮ চিরদিনই তুমি যে আমার বাংলা
২০০৮ লাভ বাংলা
২০০৮ মন মানে না বাংলা
২০০৮ প্রেমের কাহিনী বাংলা
২০০৭ টাইগার বাংলা
২০০৭ আই লভ ইউ বাংলা
২০০৭ মিনিস্টার ফাটাকেষ্ট বাংলা
২০০৬ এরই নাম প্রেম বাংলা
২০০৬ ঘটক বাংলা
২০০৬ হিরো বাংলা
২০০৬ নায়ক বাংলা
২০০৬ এমএলএ ফাটাকেষ্ট বাংলা
২০০৬ প্রিয়তমা বাংলা
২০০৬ রিফিউজি বাংলা
২০০৫ নিশান বাংলা
২০০৫ শুভদৃষ্টি বাংলা
২০০৫ যুদ্ধ বাংলা
২০০৪ বন্ধন বাংলা
২০০৪ প্রেমী বাংলা প্রথম সংগীত পরিচালিত বাংলা চলচ্চিত্র
২০০৩ মুড্ডা-দ্য ইস্যু হিন্দি প্রীতম চক্রবর্তীর সাথে[৫]
২০০২ মেরে ইয়ার কি শাদি হ্যায় হিন্দি প্রীতম চক্রবর্তীর সাথে[৫]
২০০০ তেরে লিয়ে হিন্দি প্রীতম চক্রবর্তীর সাথে [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.imdb.com/name/nm1188199/
  2. "Jeet Ganguly Wiki and Biography"http://www.filmyfolks.com/। filmyfolks.com। ২৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. http://www.bollywoodhungama.com/movies/features/type/view/id/5053
  4. http://timesofindia.indiatimes.com/speednewsshow/7719030.cms
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]