জিল ক্লেবুর্গ
জিল ক্লেবুর্গ | |
---|---|
Jill Clayburgh | |
গ্রিফিন অ্যান্ড ফিনিক্স (১৯৭৬) চলচ্চিত্রে ক্লেবুর্গ | |
জন্ম | |
মৃত্যু | ৫ নভেম্বর ২০১০ লেকভিল, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৬)
শিক্ষা | সারা লরেন্স কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৮-২০১০ |
দাম্পত্য সঙ্গী | ডেভিড রেব (বি. ১৯৭৯; মৃ. ২০১০) |
সন্তান |
|
জিল ক্লেবুর্গ (৩০ এপ্রিল ১৯৪৪ - ৫ নভেম্বর ২০১০) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার কাজের জন্য সুপরিচিত ছিলেন। তিনি অ্যান আনম্যারিড ওম্যান (১৯৭৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরের বছর তিনি স্টার্টিং ওভার (১৯৭৯) চলচ্চিত্রের জন্য টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি চলচ্চিত্রে কাজের জন্য চারটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন এবং টেলিভিশনে কাজের জন্য দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১]
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
ক্লেবুর্গ ১৯৪৪ সালের ৩০শে এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার মাতা জুলিয়া লুইস (বিবাহপূর্ব ডর; ১৯১০-১৯৭৫)[২] ছিলেন একজন অভিনেত্রী ও মঞ্চ প্রযোজক ডেভিড মেরিকের মঞ্চ সহকারী, এবং পিতা আলবার্ট হেনরি "বিল" ক্লেবুর্গ একটি কোম্পানির উৎপাদন নির্বাহী।[৩][৪] তার মাতামহী আলমা লাচেনব্রুখ ক্লেবুর্গ ছিলেন কনসার্ট ও ওপেরা সঙ্গীতশিল্পী।[৫]
ব্যক্তিগত জীবন ও মৃত্যু[সম্পাদনা]
ক্লেবুর্গ ১৯৬০-এর দশকের শেষভাগের পাঁচ বছর অভিনেতা আল পাচিনোর সাথে ডেট করেন। তিনি ১৯৭৯ সালে চিত্রনাট্যকার ও নাট্যকার ডেভিড রেবকে বিয়ে করেন। তাদের দুই সন্তান ছিল, তারা হলেন পুত্র মাইকেল রেব এবং কন্যা অভিনেত্রী লিলি রেব।
ক্লেবুর্গ ২০ বছরের অধিক সময় ধরে ক্রনিক লিম্ফোসিটিক লুকেমিয়ায় আক্রান্ত ছিলেন এবং নিজ বাড়িতে একান্তেই এই রোগের চিকিৎসা নেন। তিনি ২০১০ সালের ৫ই নভেম্বর কানেটিকাট অঙ্গরাজ্যের লেকভিলে নিজে বাড়িতে মৃত্যুবরণ করেন।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Jill Clayburgh"। এমিস (ইংরেজি ভাষায়)। টেলিভিশন একাডেমি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "FamilySearch"। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "PAW|Albert H. Clayburgh '31"। Webscript.princeton.edu। জুন ২৪, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "Jill Clayburgh Film Reference biography"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "ALMA CLAYBURGH, SOPRANO, 76, DEAD; Concert Singer Was Patroni I of Cultural Activities-Aided Youn Musicians"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৯৫৮-০৮-০৬। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ ফক্স, মার্গালিট (৫ নভেম্বর ২০১০)। "Jill Clayburgh Dies at 66; Starred in Feminist Roles"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জিল ক্লেবুর্গ (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জিল ক্লেবুর্গ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিল ক্লেবুর্গ (ইংরেজি)
- উইকিউপাত্তের মত একই
- ১৯৪৪-এ জন্ম
- ২০১০-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- সারা লরেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- কানেটিকাটে ক্যান্সারে মৃত্যু
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার বিজয়ী
- ব্রিয়ার্লি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- লিউকিমিয়ায় মৃত্যু