জিম্মি (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জিম্মি (বই) থেকে পুনর্নির্দেশিত)
জিম্মি
লেখকআনিসুল হক
প্রচ্ছদ শিল্পীধ্রুব এষ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশকপার্ল পাবলিকেশন্স
প্রকাশনার তারিখ
২০০১
পৃষ্ঠাসংখ্যা৮০

জিম্মি বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হকের লেখা উপন্যাস । উপন্যাসটি প্রকাশিত হয় ২০০১ সালের একুশে বইমেলায় পার্ল পাবলিকেশন্স থেকে । উপন্যাসটিতে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা স্পষ্ট ভাবে উঠে এসেছে । উপন্যাসটির অবলম্বনে মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রটি নির্মিত হয় ।[১]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

জিম্মি একটি বেকার যুবকের গল্প , যার নাম খোরশেদ আলম । সে মানিকপুর জেলার জেলা প্রশাসকের অফিসে এলাকার সকল গূরুত্বপূর্ন মানুষকে জিম্মি করে । সে তার দাবি প্রকাশ করে । কি ছিল তার দাবিতে , সরকার কি তা মেনে নিবে ?

চলচ্চিত্র[সম্পাদনা]

জিম্মি উপন্যাসের অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী মেড ইন বাংলাদেশ নামে চলচ্চিত্র ২০০৬ সালে নির্মান করেন । চলচ্চিত্রে খোরশেদ আলম চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. isbn - 984-495-051-4