বিষয়বস্তুতে চলুন

জিনগত বংশতালিকা বিশ্লেষণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেনেটিক বংশানুসন্ধান হলো জিনগত ডিএনএ পরীক্ষা, অর্থাৎ ডিএনএ প্রোফাইলিংডিএনএ পরীক্ষা—এই প্রযুক্তিগুলিকে প্রচলিত বংশানুসন্ধান পদ্ধতির সঙ্গে মিলিয়ে ব্যবহার করার একটি পদ্ধতি। এর মাধ্যমে ব্যক্তিদের মধ্যে জেনগত সম্পর্ক নিরূপণ করা হয়। জেনেটিক বিজ্ঞানের এই ব্যবহার ২১শ শতকে পারিবারিক ইতিহাস অনুসন্ধানকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তখন ডিএনএ পরীক্ষা সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে পড়ে।

এই পরীক্ষাগুলিকে উৎসাহিত করে বিভিন্ন অপেশাদার গোষ্ঠী, যেমন পদবি-ভিত্তিক গবেষণা দল বা আঞ্চলিক বংশানুসন্ধান গোষ্ঠী। পাশাপাশি, জিনোগ্রাফিক প্রকল্প-এর মতো গবেষণা উদ্যোগও এগুলিকে প্রয়োগ করেছে।

২০১৯-এর হিসাব অনুযায়ী, প্রায় ৩ কোটি মানুষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করিয়েছেন। এই ক্ষেত্রটি যেমন বিকশিত হয়েছে, তেমনই এর ব্যবহারকারীদের লক্ষ্যও বিস্তৃত হয়েছে। এখন অনেকেই সাম্প্রতিক শতাব্দীগুলির সীমা ছাড়িয়ে পূর্বপুরুষ সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভের উদ্দেশ্যে এই পদ্ধতির আশ্রয় নিচ্ছেন, যেসব তথ্য প্রচলিত বংশানুক্রমে খুঁজে পাওয়া যায় না।

ইতিহাস

[সম্পাদনা]
জর্জ ডারউইন, যিনি চাচাতো ও মামাতো ভাই-বোনের বিয়ের হার প্রথম হিসাব করেন

জেনেটিক গবেষণায় পদবি বিশ্লেষণের সূচনা ধরা হয় জর্জ ডারউইন থেকে। তিনি ছিলেন চার্লস ডারউইন ও তাঁর প্রথম চাচাতো বোন এমা ডারউইন-এর পুত্র। ১৮৭৫ সালে, জর্জ ডারউইন পদবির ভিত্তিতে চাচাতো ও মামাতো ভাই-বোনের বিয়ের হার নির্ধারণের চেষ্টা করেন এবং একই পদবির ব্যক্তিদের মধ্যে বিবাহের সম্ভাব্য হার (আইসোনিমি) হিসাব করেন। তিনি লন্ডনের জনসংখ্যার মধ্যে এই ধরনের বিবাহের হার ১.৫% নির্ধারণ করেন। উচ্চবিত্তদের মধ্যে এই হার ৩% থেকে ৩.৫% পর্যন্ত ছিল, আর গ্রামীণ সাধারণ জনগণের মধ্যে এটি ছিল প্রায় ২.২৫%।[]

পদবি-ভিত্তিক গবেষণা

[সম্পাদনা]

১৯৯৮ সালের একটি বিখ্যাত গবেষণায় থমাস জেফারসন-এর পিতৃপুরুষ লাইন এবং মুক্তকৃত দাসী স্যালি হেমিংস-এর পুরুষ বংশধরদের বংশধারা পরীক্ষা করা হয়।[]

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-এর আণবিক জীববিজ্ঞানী ব্রায়ান সাইকস সাধারণ পদবি গবেষণায় নতুন এই পদ্ধতির কার্যকারিতা পরীক্ষা করেন। ২০০০ সালে প্রকাশিত তাঁর "সাইকস" পদবির উপর গবেষণায়, তিনি পুরুষদের STR মার্কার বিশ্লেষণ করে চারটি চিহ্নিত স্থান পরীক্ষা করেন। এই গবেষণা দেখায় যে, জেনেটিক তথ্য ব্যবহার করে বংশানুসন্ধানইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া সম্ভব।[]

সরাসরি ভোক্তা-উন্মুক্ত ডিএনএ পরীক্ষা

[সম্পাদনা]

২০০০ সালে, Family Tree DNA ছিল প্রথম প্রতিষ্ঠান যারা বংশানুসন্ধান গবেষণার উদ্দেশ্যে ভোক্তাপর্যায়ে সরাসরি ডিএনএ পরীক্ষা চালু করে। শুরুতে তারা পুরুষের ওয়াই ক্রোমোজোমের ১১টি STR মার্কার এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএর HVR1 অঞ্চল পরীক্ষার সুযোগ দেয়, তবে তখনও বহু-প্রজন্মব্যাপী বংশতালিকা পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল না।[][][][][]

২০০১ সালে, GeneTree প্রতিষ্ঠানটি Sorenson Molecular Genealogy Foundation (SMGF) অধিগ্রহণ করে,[] যা বিনামূল্যে ওয়াই ক্রোমোজোমমাইটোকন্ড্রিয়াল ডিএনএ (mtDNA) পরীক্ষা সরবরাহ করত।[১০] পরবর্তীতে GeneTree আবার SMGF-এর অধীনে পরীক্ষার কার্যক্রম শুরু করে এবং ২০১২ সালে Ancestry.com এই প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে।[১১]

২০০৭ সালে, 23andMe প্রথম প্রতিষ্ঠান হিসেবে লালাভিত্তিক সরাসরি ডিএনএ পরীক্ষা চালু করে,[১২] এবং প্রথমবারের মতো বংশানুসন্ধানে অটোসোমাল ডিএনএ ব্যবহার শুরু করে।[১৩][১৪] অটোসোম হলো ২২টি অ-লিঙ্গ ক্রোমোজোমের মধ্যে একটি, যা পিতামাতাসহ সাম্প্রতিক প্রজন্মের সব পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারসূত্রে আসে। এর মাধ্যমে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে মিল নির্ধারণ করা যায়, যারা আত্মীয় হতে পারে। পরে এই তথ্যের ভিত্তিতে কোম্পানিগুলো গ্রাহকের জাতিগত উপাদান সম্পর্কেও অনুমান করতে সক্ষম হয়।

FamilyTreeDNA এই বাজারে প্রবেশ করে ২০১০ সালে, এবং AncestryDNA ২০১২ সালে। এরপর পরীক্ষার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। ২০১৮ সালের মধ্যে অটোসোমাল ডিএনএ পরীক্ষা প্রধান পরীক্ষার ধরনে পরিণত হয় এবং অনেক প্রতিষ্ঠান কেবল এই পরীক্ষাটিই সরবরাহ করতে শুরু করে।[১৫]

MyHeritage ২০১৬ সালে তাদের পরীক্ষাসেবা চালু করে, যেখানে গালের কোষ সংগ্রহের পদ্ধতি ব্যবহার করা হয়।[১৬] ২০১৯ সালে তারা নতুন বিশ্লেষণ পদ্ধতি চালু করে: অটো-ক্লাস্টার (ডিএনএ মিলভিত্তিক গ্রাফিক ক্লাস্টার) [১৭] এবং পারিবারিক গাছ তত্ত্ব (MyHeritage ও Geni গ্লোবাল ফ্যামিলি ট্রি ব্যবহার করে সম্ভাব্য সম্পর্কের সূত্রাবলি)।[১৮]

Living DNA নামক প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। তারা SNP চিপ ব্যবহার করে অটোসোমাল, ওয়াই ক্রোমোজোম ও মাইটোকন্ড্রিয়াল বংশপরিচয় সংক্রান্ত বিশ্লেষণ সরবরাহ করে।[১৯][২০]

২০১৯ সালের মধ্যে চারটি বৃহৎ কোম্পানির সম্মিলিত গ্রাহক সংখ্যা দাঁড়ায় প্রায় ২.৬ কোটি।[১৩][১৪][২১][২২] ২০১৯ সালের আগস্ট মাসে জানা যায়, প্রায় ৩ কোটি মানুষ বংশানুসন্ধান উদ্দেশ্যে ডিএনএ পরীক্ষা করিয়েছেন।[২১][২৩]

GEDmatch ২০১৮ সালে জানায় যে, তাদের এক মিলিয়ন প্রোফাইলের প্রায় অর্ধেকই আমেরিকান নাগরিকের।[২৪] যেহেতু পরীক্ষার্থীদের ভৌগোলিক বিস্তৃতি সীমিত, তাই ডেটাবেস এবং ফলাফলও অন্য জাতিগোষ্ঠীর জিনগত বৈচিত্র্যের পূর্ণ প্রতিফলন দিতে পারে না। এই সীমাবদ্ধতা কাটাতে আরও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ডিএনএ পরীক্ষা জরুরি, যাতে জিনতত্ত্ববিদরা বর্তমানে প্রতিনিধিত্ববিহীন জনগোষ্ঠীর জিনগত বৈচিত্র্য সম্পর্কে সচেতন হতে পারেন।

জেনেটিক বংশানুসন্ধান বিপ্লব

[সম্পাদনা]

২০০১ সালে ব্রায়ান সাইকস-এর লেখা The Seven Daughters of Eve প্রকাশিত হয়। এতে ইউরোপীয় পূর্বপুরুষদের সাতটি প্রধান হ্যাপলোগ্রুপের বর্ণনা ছিল, যা ব্যক্তিগত ডিএনএ বংশপরিচয় পরীক্ষার বিষয়টিকে জনসাধারণের নজরে আনে। বংশানুসন্ধানমূলক ডিএনএ পরীক্ষা সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠার সঙ্গে সঙ্গে, এই ক্ষেত্রটি দ্রুত বিকশিত হয়।

২০০৩ সালের মধ্যে পদবি-ভিত্তিক ডিএনএ পরীক্ষার ক্ষেত্রটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হিসেবে ঘোষণা করা হয় Nature Reviews Genetics-এ প্রকাশিত জবলিং ও টাইলার-স্মিথ-এর একটি প্রবন্ধে।[২৫] এরপর পরীক্ষাসেবা প্রদানকারী সংস্থার সংখ্যা এবং ভোক্তাদের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।[২৬]

২০১৮ সালে Science Magazine-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়, ইউরোপীয় বংশোদ্ভূত যে কোনো ব্যক্তির ডিএনএ বংশপরিচয় অনুসন্ধানে প্রায় ৬০% ক্ষেত্রে অন্তত একজন তৃতীয় স্তরের চাচাতো ভাই বা তার চেয়ে ঘনিষ্ঠ আত্মীয় শনাক্ত করা সম্ভব।[২৭]

জিনোগ্রাফিক প্রকল্প

[সম্পাদনা]

মূল জিনোগ্রাফিক প্রকল্পটি ২০০৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিIBM যৌথভাবে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় এবং Family Tree DNA-এর সহযোগিতায় শুরু করে। এই পাঁচ বছরের গবেষণার লক্ষ্য ছিল মূলত নৃতাত্ত্বিক। প্রকল্পটি ঘোষণা করে যে ২০১০ সালের এপ্রিল মাস পর্যন্ত তারা ৩,৫০,০০০-রও বেশি অংশগ্রহণমূলক পরীক্ষাকিট বিক্রি করেছে। এই কিটগুলো সাধারণ জনগণের ওয়াই ক্রোমোজোমের ১২টি STR মার্কার অথবা মাইটোকন্ড্রিয়াল ডিএনএর HVR1 অঞ্চল পরীক্ষার সুযোগ দেয়।[২৮]

২০১৬ সালে প্রকল্পটি "Geno 2.0 Next Generation" পর্যায়ে পৌঁছায়।[২৯] ২০১৮ সালের মধ্যে, ১৪০টিরও বেশি দেশের প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করে।[৩০]

সাধারণ গ্রাহক ও আগ্রহী গোষ্ঠী

[সম্পাদনা]

জেনেটিক বংশানুসন্ধান এমন অনেক মানুষকে তাদের পূর্বপুরুষ খুঁজে বের করার সুযোগ করে দিয়েছে, যাদের জন্য প্রচলিত বংশানুসন্ধান পদ্ধতি ব্যবহারযোগ্য ছিল না। এর পেছনে কারণ হতে পারে—তারা জন্মদাতা বাবা-মায়ের একজন বা উভয়কেই চিনতেন না, অথবা ঐতিহাসিক নথি হারিয়ে গেছে, ধ্বংস হয়েছে কিংবা আদৌ কখনও ছিল না। এই গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছেন—দত্তক গৃহীত সন্তান, রাস্তা বা হাসপাতালের আশেপাশে ফেলে যাওয়া শিশু, হলোকস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা, GI সন্তানেরা, বিদেশে স্থানান্তরিত শিশু, অনাথ ট্রেনে যাতায়াতকারী শিশুদের বংশধর এবং দাসত্বের ইতিহাসসম্পন্ন ব্যক্তিরা।[৩১][৩২]

প্রথমদিকের পরীক্ষার্থীরা সাধারণত ওয়াই ক্রোমোজোম পরীক্ষার মাধ্যমে পিতৃপুরুষের বংশপরিচয় জানতে আগ্রহী ছিলেন। এঁরা প্রায়ই পদবি ভিত্তিক ডিএনএ প্রকল্পে অংশগ্রহণ করতেন। জিনোগ্রাফিক প্রকল্প-এর প্রথম ধাপ এই ক্ষেত্রে নতুন অংশগ্রহণকারীদের যুক্ত করে। তখনকার পরীক্ষার্থীরা পিতৃপরিচয়ের পাশাপাশি মাতৃপুরুষের বংশপরিচয়েও আগ্রহী ছিলেন। এর ফলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরীক্ষার সংখ্যাও বাড়ে। পরে মাইক্রোঅ্যারে চিপ প্রযুক্তির ভিত্তিতে অটোসোমাল SNP পরীক্ষা চালু হলে পরীক্ষার্থীদের মধ্যে লিঙ্গভিত্তিক বিভাজন কমে যায় এবং নারীরাও পুরুষদের মতো সমভাবে পরীক্ষা করাতে শুরু করেন।

নাগরিকবিজ্ঞান ও ISOGG

[সম্পাদনা]

জেনেটিক বংশানুসন্ধান গোষ্ঠীর সদস্যরা এই ক্ষেত্রের জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা নাগরিকবিজ্ঞানের একটি দৃষ্টান্ত।[৩৩]

এই গোষ্ঠীগুলোর মধ্যে প্রথম দিকে যেটি গঠিত হয় তা হলো আন্তর্জাতিক জেনেটিক বংশানুসন্ধান সমিতি (ISOGG)। তাদের মূল লক্ষ্য হলো বংশানুসন্ধানে ডিএনএ পরীক্ষাকে জনপ্রিয় করে তোলা।[৩৪] সদস্যরা বংশগবেষণায় জেনেটিক তথ্য ব্যবহারের পক্ষে সোচ্চার এবং এই গোষ্ঠী জেনেটিক বংশগবেষকদের মধ্যে সংযোগ স্থাপনেও সহায়তা করে।[৩৫]

২০০৬ সাল থেকে ISOGG নিয়মিতভাবে তাদের নিজস্ব ওয়াই ক্রোমোজোম বংশবৃক্ষ হালনাগাদ করে আসছে।[৩৫][৩৬] তারা চেষ্টা করে সর্বশেষ আবিষ্কৃত SNPs অন্তর্ভুক্ত করে গাছটিকে যতটা সম্ভব আধুনিক ও তথ্যসমৃদ্ধ রাখতে।[৩৭] তবে একাডেমিক মহলের কিছু অংশের মতে, এই গাছগুলো পুরোপুরি বৈজ্ঞানিক যাচাইয়ে উত্তীর্ণ হয়নি।[৩৮]

ব্যবহার

[সম্পাদনা]

সরাসরি মাতৃপ্রসূত বংশধারা

[সম্পাদনা]

মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (mtDNA) পরীক্ষা বলতে মাইটোকন্ড্রিয়ার জিনোমের অন্তত একটি অংশের অনুক্রম নির্ধারণ (sequencing) বোঝায়। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে উত্তরাধিকারসূত্রে যায়, ফলে এটি একটি নিরবিচ্ছিন্ন মাতৃরৈখিক (maternal line) বংশধারার তথ্য প্রদান করতে পারে।

যখন দুই ব্যক্তির mtDNA এক বা কাছাকাছি ধরনের হয়, তখন ধরে নেওয়া যায় যে, তাদের মধ্যে একটি সাধারণ মাতৃরৈখিক পূর্বপুরুষ রয়েছে, যিনি "সাম্প্রতিক" অতীতে ছিলেন।[৩৯]

তবে, এই সম্পর্ক কতটা সাম্প্রতিক তা নির্ধারণে সতর্ক থাকা প্রয়োজন, কারণ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-তে গড়ে প্রতি ১০০০ থেকে ৩০০০ বছর পরপর একটি করে রূপান্তর (mutation) ঘটে থাকে।[৪০]

এই কারণে কেবল mtDNA বিশ্লেষণের ভিত্তিতে গত এক বা দুই সহস্রাব্দের মধ্যে সম্পর্কিত দুজন ব্যক্তিকে নির্দিষ্টভাবে আলাদা করে চিহ্নিত করা সাধারণত সম্ভব নয়।

সরাসরি পিতৃরৈখিক বংশধারা

[সম্পাদনা]

Y-ক্রোমোজোম ডিএনএ (Y-DNA) পরীক্ষা বলতে শর্ট ট্যান্ডেম রিপিট (STR) এবং অনেক সময় একক নিউক্লিওটাইড ভিন্নতা (SNP) পরীক্ষা বোঝায়, যা পুরুষদের মধ্যে উপস্থিত Y-ক্রোমোজোম বিশ্লেষণ করে। এটি কেবল সরাসরি পিতৃরৈখিক বংশধারার তথ্য প্রদান করে। মাইটোকন্ড্রিয়ার মতো, Y-DNA-তেও মিল পাওয়া গেলে ধরে নেওয়া যায় যে উভয় ব্যক্তির একটি সাম্প্রতিক পিতৃরৈখিক পূর্বপুরুষ রয়েছেন।

একজন পিতা তাঁর পুত্রকে সম্পূর্ণ Y-ক্রোমোজোম, বিশেষ করে পুরুষ-নির্দিষ্ট অঞ্চল (MSY), প্রায় অপরিবর্তিত অবস্থায় উত্তরাধিকারসূত্রে দেন—যেখানে কেবল অল্প কিছু রূপান্তর (mutation) ঘটে থাকে। এই অঞ্চলটি মাতৃসম্পর্কিত ক্রোমোজোমের সঙ্গে পুনঃসংযোগ (recombination) করে না, ফলে এটি পিতৃরৈখিক বংশের একটি প্রায় অবিকৃত জিনগত রেকর্ড হিসেবে বিবেচিত হয়। Y-ক্রোমোজোম বংশধারা একটি স্ট্যান্ডার্ড বংশবৃক্ষ কাঠামোতে ট্র্যাক করা যায়, যা প্রচলিত তথ্যগঠন ও একরৈখিক বংশধারার ভিত্তিতে তৈরি।[৪১]

বহু সংস্কৃতিতে পদবিগুলো পিতৃরৈখিকভাবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়। তাই এই পরীক্ষা প্রায়ই পদবি ভিত্তিক ডিএনএ প্রকল্পে ব্যবহৃত হয়।[৪২]

প্রথমদিকে STR ভিত্তিক গবেষণাগুলোর মাধ্যমে দাবি করা হয়েছিল যে বিপুল সংখ্যক পুরুষ কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের, যেমন নয় বন্দীর নিয়াল বা চেঙ্গিস খান-এর বংশধর। তবে পরবর্তী SNP ভিত্তিক গবেষণায় দেখা যায়, এর অনেক দাবিই ভুল। STR মিউটেশন অনেক সময় একাধিক অপ্রাসঙ্গিক বংশে স্বতঃসিদ্ধভাবে ঘটে যেতে পারে, ফলে STR পরীক্ষায় প্রকৃত আত্মীয়তার প্রমাণ প্রায়শই অবিশ্বস্ত। SNP মিউটেশন তুলনামূলকভাবে এতটাই বিরল যে, তা কেবল একবারই ইতিহাসে কোনো এক ব্যক্তির মধ্যে ঘটেছে বলে ধরা হয়। যদিও কিছু ক্ষেত্রে আলাদা বংশে একই SNP দেখা যেতে পারে, তখন সঙ্গী SNP গুলো সেই ভিন্নতার পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে। তবে, কেবল SNP ভিত্তিক গবেষণাও বিভ্রান্তিকর হতে পারে, যেমন Fehér (2024)-এর গবেষণায় দেখা গেছে,[৪৩] যেখানে যাচাইযোগ্য পিতৃরৈখিক ব্যক্তিদের ফলাফলের অভাব ছিল এবং অনেক গোষ্ঠীকে এমন SNP-এর সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, যেগুলো ঐ গোষ্ঠীর গঠন হবার শত শত বা হাজার হাজার বছর আগের।

একজন সাধারণ পিতৃরৈখিক পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার প্রমাণ করতে, সাধারণত Y-DNA ক্লেডের জন্য একটি ত্রিকোণিক প্রমাণ (triangulation) প্রয়োজন হয়, যার মধ্যে সর্বশেষ অভিন্ন পূর্বপুরুষ (MRCA) চিহ্নিত করা হয়। এই পূর্বপুরুষকে সাধারণত সংশ্লিষ্ট মিউটেশন (যেমন L21, U106) এর নামে পরিচিত করা হয়। কোনো পরিবার বা আত্মীয়গোষ্ঠীর মধ্যে একটি নির্দিষ্ট SNP মিউটেশন থাকলে, সেটিকে "নির্ধারক মিউটেশন" (defining mutation) বলা হয়। এটি পরীক্ষা করে এক বা দুই শতাব্দীর মধ্যে পুরুষ-রৈখিকভাবে সম্পর্কহীন ব্যক্তিদের বাদ দেওয়া যায়। এই ধারণাকে ব্যবহার করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিজাত ও রাজপরিবারের নির্ধারক মিউটেশন চিহ্নিত করা হয়েছে, যেমন স্কটল্যান্ডের স্টুয়ার্ট পরিবার[৪৪] এবং আয়ারল্যান্ডের উই ব্রিউইন রাজবংশ।[৪৫]

বংশানুক্রমিক পারিবারিক গাছ

[সম্পাদনা]

বংশানুক্রমিক পারিবারিক গাছ সাধারণত ব্যক্তিদের নিজস্ব স্মৃতির উপর ভিত্তি করে তাঁদের পিতা-মাতাদাদা-নানিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়। এই গাছগুলো আরও বিস্তৃত হতে পারে যদি পূর্বপুরুষদের স্মৃতি মৌখিক ঐতিহ্য বা লিখিত নথির মাধ্যমে সংরক্ষিত থাকে। অনেক বংশগবেষক লিখিত প্রমাণ ছাড়া মৌখিক ঐতিহ্যকে মিথ হিসেবে বিবেচনা করেন,[৪৬] যেমন জন্ম সনদ, বিবাহ সনদ, জনগণনার রিপোর্ট, কবরফলক, বা পারিবারিক বাইবেলের টীকাটিপ্পনি।[৪৭]

নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে সাধারণত লিখিত রেকর্ড সংরক্ষণের হার কম, এবং অনেক ঐতিহাসিক দলিল যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে। ডিএনএ তুলনা জৈবিক পিতামাতার সঙ্গে সম্পর্ক যাচাইয়ের বিকল্প উপায় হতে পারে, তবে দত্তক গ্রহণ বা মায়ের দ্বারা সন্তানের পিতার পরিচয় গোপন রাখা এই যাচাইকরণকে বিভ্রান্ত করতে পারে।[৪৮]

যদিও মাইটোকন্ড্রিয়াল ও Y-ক্রোমোজোম ডিএনএ পরীক্ষায় পূর্বপুরুষ সম্পর্কের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ মেলে, তা শুধুমাত্র সেই নির্দিষ্ট পিতৃ বা মাতৃরৈখিক পূর্বপুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য, যা পূর্ববর্তী প্রজন্মগুলোর একটি ছোট অংশ মাত্র। অটোসোমাল ডিএনএ বিশ্লেষণে সম্পর্ক যাচাই করতে গেলে কিছু অনিশ্চয়তা দেখা দেয়।

প্রথমত, প্রত্যেক ব্যক্তির ডিএনএ-তে কিছু অংশ স্বাভাবিকভাবেই মিলতে পারে যা উদ্ভবের কারণে নয়, বরং Identical by State (IBS) হয়ে থাকে; এই অংশগুলো একই পূর্বপুরুষ থেকে নয়, বরং recombination-এর ফলে মিলেছে। বিপরীতে, Identical by Descent (IBD) জিনগত অংশগুলো একটি অভিন্ন পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার হিসেবে এসেছে বলে ধরা হয়। তুলনামূলকভাবে বড় অংশের মিল থাকা মানে সেই পূর্বপুরুষ সম্পর্কে আরও বেশি নিশ্চিত হওয়া যায়।

দ্বিতীয়ত, প্রতিটি সন্তানের মধ্যে জিনের যাচ্ছিক বণ্টন (random distribution) ঘটে। শুধুমাত্র একই ডিম্বজাত যমজ সন্তানের জিন একই হয়। যদিও প্রতিটি শিশু তাদের প্রত্যেক পিতা-মাতা থেকে ৫০% ডিএনএ পায়, পূর্ববর্তী প্রজন্মের নির্দিষ্ট পূর্বপুরুষের থেকে যে পরিমাণ ডিএনএ তারা পাবে, তা normal distribution অনুসারে গড় মানে কমে আসে—প্রতিটি পূর্বপুরুষের জন্য মোট ১০০% ডিএনএ ভাগ হয়ে যায়।

একজন ব্যক্তি যখন ক্রমাগত পুরোনো প্রজন্মের পূর্বপুরুষদের সঙ্গে নিজের অটোসোমাল ডিএনএ তুলনা করেন, তখন দেখা যায় যে অনেক পূর্বপুরুষের কাছ থেকে তাঁর কোনো গুরুত্বপূর্ণ দৈর্ঘ্যের ডিএনএ অংশ পাওয়া যায়নি। উদাহরণস্বরূপ, যদিও প্রপিতামহী-প্রপিতামহদের কাছ থেকে ডিএনএ উত্তরাধিকার পাওয়া যায়, কিন্তু চাচাতো বা মামাতো ভাইর ক্ষেত্রেও তা প্রয়োগ হয় না।

সাধারণত, একই পিতা-মাতা বা দাদা-দাদির সন্তানরা কিছু দীর্ঘ জিনগত অংশ ভাগ করে নেন। কিন্তু আনুমানিকভাবে: - ৩য় চাচাতো ভাইদের মধ্যে প্রায় ১০%, - ৪র্থ চাচাতো ভাইদের মধ্যে ৫৫%, - ৫ম চাচাতো ভাইদের মধ্যে ৮৫%, - এবং আরও দূর সম্পর্কিত আত্মীয়দের মধ্যে ৯৫% এরও বেশি কোনো উল্লেখযোগ্য ডিএনএ অংশ ভাগ করে না।

অর্থাৎ, কোনো দূর আত্মীয়ের সঙ্গে দীর্ঘ জিন অংশ ভাগ না করা মানেই সেই পূর্বপুরুষের অস্তিত্ব অস্বীকার করা যায় না।[৪৯]

অটোসোমাল ডিএনএ ব্যবহার করে বংশ নিরূপণের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো—পরিচিত আত্মীয়দের সঙ্গে তুলনা করা। তুলনামূলকভাবে জটিল পদ্ধতি হলো—ডিএনএ ডেটাবেসে অজানা ব্যক্তিদের শনাক্ত করা, যাঁরা ডিএনএ মিলের মাধ্যমে আত্মীয় হতে পারেন, এবং তাঁদের সঙ্গে মিল রেখে কোন পূর্বপুরুষের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয়েছে তা খুঁজে বের করা।[৫০]

এই পদ্ধতির প্রথম চ্যালেঞ্জ হলো—ডেটাবেসভিত্তিক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই তাঁদের পারিবারিক ইতিহাস সম্পর্কে সীমিত জ্ঞান রাখেন। কেউ কেউ নিজের পিতামাতার পরিচয় জানেন না, আবার কেউ কেউ আগের প্রজন্মের তথ্য দিতে অক্ষম বা অনিচ্ছুক। যদি দুটি বিস্তারিত পারিবারিক গাছের মধ্যে ডিএনএ মিল পাওয়া যায়, তবে মিলিত পূর্বপুরুষ খুঁজে পাওয়া সহজ হয়। তবে যদি একাধিক পূর্বপুরুষের সঙ্গে মিল পাওয়া যায়, তখন প্রশ্ন ওঠে—ডিএনএ অংশটি ঠিক কোন পূর্বপুরুষের কাছ থেকে এসেছে?

এই দ্বিধা নিরসনে সাধারণত একটি ত্রিকোণিক মিল (triangulation) পদ্ধতি প্রয়োগ করা হয়, যেখানে একই পূর্বপুরুষ ও জিন অংশ ভাগ করে এমন তৃতীয় একজন ব্যক্তিকেও শনাক্ত করতে হয়।[৫১]

পূর্বপুরুষগত উৎপত্তি

[সম্পাদনা]

বিভিন্ন অটোসোমাল ডিএনএ পরীক্ষার একটি সাধারণ উপাদান হলো ব্যক্তির জৈব-ভূগোলগত উৎপত্তি (biogeographical origin) নির্ধারণ, যাকে অনেক সময় "জাতিগততা" হিসেবেও উল্লেখ করা হয়। এই পরীক্ষাগুলোতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কম্পিউটার অ্যালগরিদম ও গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করে অনুমান করে যে একজন ব্যক্তির ডিএনএ-র কত শতাংশ নির্দিষ্ট পূর্বপুরুষ গোষ্ঠী থেকে এসেছে। সাধারণত এমন অন্তত ২০টি জনগোষ্ঠী বিবেচনায় নেওয়া হয়।

যদিও এই দিকটি বেশ প্রচারিত ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, অনেক জেনেটিক বংশগবেষক ভোক্তাদের সতর্ক করে বলেছেন যে এই ফলাফলগুলো সম্পূর্ণ নির্ভুল নয় এবং সর্বোচ্চ ক্ষেত্রেও এটি কেবল একটি আনুমানিক নির্দেশনা মাত্র।[৫২]

আধুনিক ডিএনএ অনুক্রম নির্ধারণ প্রযুক্তি বিভিন্ন জনগোষ্ঠীতে পূর্বপুরুষদের জিনগত উপাদান শনাক্ত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে অনেক উপাদান পশ্চিম ইউরেশিয়া থেকে উদ্ভূত। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্বপুরুষ উপাদান, তাদের ভৌগোলিক কেন্দ্র এবং প্রাথমিক জনসমষ্টি উল্লেখ করা হলো:

ক্র. নং পশ্চিম ইউরেশীয় উপাদান ভৌগোলিক কেন্দ্র শীর্ষ জনসমষ্টি মন্তব্য
আদিপুরুষ উত্তর ভারতীয় (ANI) বাংলাদেশ, উত্তর ভারত, পাকিস্তান বাংলাদেশি, উত্তর ভারতীয়, পাকিস্তানি ভারতীয় উপমহাদেশে প্রধান পশ্চিম ইউরেশীয় উপাদান। প্রধানত ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী উত্তরাঞ্চলীয় জাতিগোষ্ঠীতে দেখা যায়, তবে কিছু দ্রাবিড় ভাষাভাষী জাতিগোষ্ঠীতেও এর উপস্থিতি আছে। এটি পশ্চিম এশিয়া বা মধ্য এশিয়া থেকে আগত ইন্দো-ইউরোপীয় ভাষাভাষীদের আগমনের (৩,০০০–৪,০০০ বছর পূর্বে), অথবা ৮,০০০–৯,০০০ বছর পূর্বে কৃষির প্রসারের সঙ্গে যুক্ত হতে পারে। এর বিপরীতে আদিপুরুষ দক্ষিণ ভারতীয় (ASI) উপাদান আন্দামানে বসবাসরত ওঙ্গি জনগোষ্ঠীর মধ্যে সর্বাধিক দেখা যায়।[৫৩][৫৪]
আরবীয় আরব উপদ্বীপ ইয়েমেনি, সৌদি, কাতারি, বেদুইন পারস্য উপসাগর অঞ্চলের প্রধান পশ্চিম ইউরেশীয় উপাদান। প্রধানত আরবি ভাষাভাষী সেমিটিক জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত। লেভান্ত, মিশর, এবং লিবিয়া অঞ্চলেও এই উপাদান উল্লেখযোগ্য মাত্রায় দেখা যায়।[৫৫][৫৬]
কপটিক নাইল উপত্যকা কপটিক, বেজা, আফ্রো-এশীয় ইথিওপীয়, সুদানী আরব, নুবীয় উত্তর-পূর্ব আফ্রিকা অঞ্চলের প্রধান পশ্চিম ইউরেশীয় উপাদান। মিশরের কপটিক জনগোষ্ঠীতে সর্বোচ্চ। আধুনিক মিশরীয়দের তুলনায় এখানে প্রাচীন মিশরীয় পূর্বপুরুষের প্রভাব বেশি।[৫৭][৫৮]
ইথিও-সোমালি আফ্রিকার শৃঙ্গ সোমালি, আফার, আমহারা, ওরোমো, তিগরিনিয়া অঞ্চলের প্রধান পশ্চিম ইউরেশীয় উপাদান। কুশিতিকইথিওপীয় সেমিটিক ভাষাভাষীদের মধ্যে সর্বাধিক। মাগরেবি, আরবীয়, এবং লেভান্তীয় উপাদান থেকে প্রাগৈতিহাসিক কালে বিভক্ত হয়েছে।[৫৭][৫৮]
ইউরোপীয় ইউরোপ ইউরোপীয়রা ইউরোপের প্রধান পশ্চিম ইউরেশীয় উপাদান। আনাতোলিয়া, ককেশাস, ইরানীয় মালভূমিলেভান্ত অঞ্চলেও উল্লেখযোগ্য মাত্রায় উপস্থিত।[৫৫]
লেভান্তীয় নিকটপ্রাচ্য, ককেশাস ড্রুজ, লেবানিজ, সাইপ্রিয়ট, সিরিয়ান, জর্ডানিয়ান, ফিলিস্তিনি, আর্মেনিয়ান, জর্জিয়ান, সেফার্দিক ইহুদি, আশকেনাজি ইহুদি, ইরানিয়ান, তুর্কি, সার্ডিনিয়ান, আদিগে নিকটপ্রাচ্যককেশাস অঞ্চলের প্রধান উপাদান। ড্রুজ জনগোষ্ঠীতে সর্বোচ্চ। ইউরোপীয় উপাদান থেকে প্রায় ৯,০০০–১৫,০০০ বছর পূর্বে এবং আরবীয় উপাদান থেকে ১৫,০০০–২৩,০০০ বছর পূর্বে বিভক্ত হয়েছে। দক্ষিণ ইউরোপআরব উপদ্বীপের কিছু অংশেও প্রচুর উপস্থিতি।[৫৫]
মাগরেবি উত্তর-পশ্চিম আফ্রিকা বারবার, মাগরেবি, সাহারাওয়ি, তুয়ারেগ মাগরেব অঞ্চলের প্রধান পশ্চিম ইউরেশীয় উপাদান। আরবীকরণবিহীন বারবার জনগোষ্ঠীতে সর্বাধিক দেখা যায়। অন্যান্য উপাদান থেকে হোলোসিন যুগের পূর্বে বিভক্ত হয়েছে।[৫৬][৫৮]

মানব অভিবাসন

[সম্পাদনা]

বংশানুসন্ধানমূলক ডিএনএ পরীক্ষার পদ্ধতিগুলো দীর্ঘমেয়াদে মানবজাতির অভিবাসনের ধারা অন্বেষণের জন্যও ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ, এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে—মানব ইতিহাসে প্রথম কখন মানুষ উত্তর আমেরিকায় প্রবেশ করেছিল এবং তারা কী পথ অনুসরণ করেছিল।

কয়েক বছর ধরে, বিশ্বের বিভিন্ন গবেষক ও গবেষণাগার বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর নমুনা সংগ্রহ করেছে, ইতিহাসে মানব অভিবাসনের মানচিত্র তৈরি করার লক্ষ্যে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির জিনোগ্রাফিক প্রকল্প এই উদ্দেশ্যেই শুরু হয়েছিল—পাঁচটি মহাদেশ জুড়ে ১,০০,০০০-রও বেশি মানুষের ডিএনএ নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঐতিহাসিক মানব অভিবাসন চিত্রায়ন করা।

এছাড়া, "DNA Clans Genetic Ancestry Analysis" নামে একটি বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তির বিশ্বব্যাপী বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর সঙ্গে সুনির্দিষ্ট জিনগত সম্পর্ক পরিমাপ করা হয়।[৫৯]

আইন প্রয়োগে ব্যবহার

[সম্পাদনা]

আইন প্রয়োগকারী সংস্থাগুলো জেনেটিক বংশানুসন্ধান ব্যবহার করে হত্যা, যৌন নিপীড়নসহ অন্যান্য সহিংস অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে পারে, এবং অজ্ঞাত মৃতদেহ শনাক্ত করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। প্রাথমিক পর্যায়ে GEDmatchFamily Tree DNA তাদের ডিএনএ ডেটাবেস আইন প্রয়োগকারী সংস্থা এবং ডিএনএ প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেয়, যাতে সহিংস অপরাধের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধী শনাক্ত ও গবেষণা করা যায়।[৬০][৬১]

এই গবেষণাধর্মী বা ফরেনসিক জেনেটিক বংশানুসন্ধান পদ্ধতিটি ২০১৮ সালে গোল্ডেন স্টেট কিলার নামে পরিচিত এক অভিযুক্ত হত্যাকারীর গ্রেফতারের পর ব্যাপক জনপ্রিয়তা পায়।[৬২] তবে এই ব্যবহার নিয়ে গোপনীয়তা বিষয়ক বিশেষজ্ঞদের পক্ষ থেকে তীব্র সমালোচনাও হয়েছে।[৬৩][৬৪]

তবে ২০১৯ সালের মে মাসে GEDmatch তাদের গোপনীয়তা নীতিমালায় কড়াকড়ি আরোপ করে, যার ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়ে।[৬৫][৬৬]

এদিকে Ancestry.com, 23andMe এবং MyHeritage-এর মতো অন্যান্য প্রতিষ্ঠান স্পষ্টভাবে তাদের তথ্য নীতিমালাতে উল্লেখ করেছে যে, তারা কোনো আইনি পরোয়ানা ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে গ্রাহকদের ডিএনএ তথ্য সরবরাহ করবে না, কারণ এটি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘন করে বলে তারা মনে করে।[৬৭][৬৮]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Darwin, George H. (সেপ্টে ১৮৭৫)। "Note on the Marriages of First Cousins"Journal of the Statistical Society of London38 (3): 344–348। জেস্টোর 2338771ডিওআই:10.2307/2338771 
  2. "Slavery at Jefferson's Monticello: The Paradox of Liberty, 27 January 2012 – 14 October 2012"। Smithsonian Institution। ৩০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১২The [DNA] test results show a genetic link between the Jefferson and Hemings descendants: A man with the Jefferson Y chromosome fathered Eston Hemings (born 1808). While there were other adult males with the Jefferson Y chromosome living in Virginia at that time, most historians now believe that the documentary and genetic evidence, considered together, strongly support the conclusion that [Thomas] Jefferson was the father of Sally Hemings's children. 
  3. Sykes, Bryan; Irven, Catherine (২০০০)। "Surnames and the Y Chromosome"The American Journal of Human Genetics66 (4): 1417–1419। ডিওআই:10.1086/302850পিএমআইডি 10739766পিএমসি 1288207অবাধে প্রবেশযোগ্য 
  4. Belli, Anne (জানুয়ারি ১৮, ২০০৫)। "Moneymakers: Bennett Greenspan"Houston Chronicle। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১৩Years of researching his family tree through records and documents revealed roots in Argentina, but he ran out of leads looking for his maternal great-grandfather. After hearing about new genetic testing at the University of Arizona, he persuaded a scientist there to test DNA samples from a known cousin in California and a suspected distant cousin in Buenos Aires. It was a match. But the real find was the idea for Family Tree DNA, which the former film salesman launched in early 2000 to provide the same kind of service for others searching for their ancestors. 
  5. "National Genealogical Society Quarterly"। 93 (1–4)। National Genealogical Society। ২০০৫: 248। Businessman Bennett Greenspan hoped that the approach used in the Jefferson and Cohen research would help family historians. After reaching a brick wall on his mother's surname, Nitz, he discovered and Argentine researching the same surname. Greenspan enlisted the help of a male Nitz cousin. A scientist involved in the original Cohen investigation tested the Argentine's and Greenspan's cousin's Y chromosomes. Their haplotypes matched perfectly. 
  6. Lomax, John Nova (এপ্রিল ১৪, ২০০৫)। "Who's Your Daddy?"Houston Press। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১৩A real estate developer and entrepreneur, Greenspan has been interested in genealogy since his preteen days. 
  7. Dardashti, Schelly Talalay (মার্চ ৩০, ২০০৮)। "When oral history meets genetics"The Jerusalem Post। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১৩Greenspan, born and raised in Omaha, Nebraska, has been interested in genealogy from a very young age; he drew his first family tree at age 11. 
  8. Bradford, Nicole (২৪ ফেব্রু ২০০৮)। "Riding the 'genetic revolution'"Houston Business Journal। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৩ 
  9. "CMMG alum launches multi-million dollar genetic testing company" (পিডিএফ)Alum Notes। Wayne State University School of Medicine। 17 (2): 1। Spring ২০০৬। ৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানু ২০১৩ 
  10. "How Big Is the Genetic Genealogy Market?"। The Genetic Genealogist। ২০০৭-১১-০৬। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০০৯ 
  11. "Ancestry.com Launches new AncestryDNA Service: The Next Generation of DNA Science Poised to Enrich Family History Research" (সংবাদ বিজ্ঞপ্তি)। ২৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৩ 
  12. Hamilton, Anita (অক্টোবর ২৯, ২০০৮)। "Best Inventions of 2008"Time। নভেম্বর ২, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৫, ২০১২ 
  13. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; About Us নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  14. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Gene by Gene নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  15. Southard, Diahan (২০১৮-০৪-২৫)। "The Top 5 Autosomal DNA Tests of 2018"Family Tree (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৮ 
  16. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; TCrucnhDAN নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  17. "Introducing AutoClusters for DNA Matches"MyHeritage Blog। ২০১৯-০২-২৮। 
  18. "MyHeritage's "Theory of Family Relativity": An Exciting New Tool!"DanaLeeds.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৫। 
  19. "Living DNA review"। ২১ জুন ২০১৯। 
  20. "Is this the most detailed at-home DNA testing kit yet?"CNN। ২২ এপ্রিল ২০১৯। 
  21. Regalado, Antonio (২০১৯-০২-১১)। "More than 26 million people have taken an at-home ancestry test"MIT Technology Review (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬ 
  22. "Continued Commitment to Customer Privacy and Control"Ancestry Blog। নভেম্বর ২, ২০১৭। জানুয়ারি ২৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১৭ 
  23. Farr, Christina (২০১৯-০৮-২৫)। "Consumer DNA testing has hit a lull — here's how it could capture the next wave of users"CNBC (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১ 
  24. Michaeli, Yarden (২০১৮-১১-১৬)। "To Solve Cold Cases, All It Takes Is Crime Scene DNA, a Genealogy Site and High-speed Internet"Haaretz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২১ 
  25. Jobling, Mark A.; Tyler-Smith, Chris (২০০৩)। "The human Y chromosome: An evolutionary marker comes of age"। Nature Reviews Genetics4 (8): 598–612। এসটুসিআইডি 13508130ডিওআই:10.1038/nrg1124পিএমআইডি 12897772 
  26. Deboeck, Guido। "Genetic Genealogy Becomes Mainstream"। BellaOnline। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০০৯ 
  27. Erlich, Yaniv; Shor, Tal; Pe'er, Itsik; Carmi, Shai (২০১৮-১১-০৯)। "Identity inference of genomic data using long-range familial searches"Science (ইংরেজি ভাষায়)। 362 (6415): 690–694। আইএসএসএন 0036-8075ডিওআই:10.1126/science.aau4832অবাধে প্রবেশযোগ্যপিএমআইডি 30309907পিএমসি 7549546অবাধে প্রবেশযোগ্যবিবকোড:2018Sci...362..690E 
  28. "The Genographic Project: A Landmark Study of the Human Journey"National Geographic। ২০০৯-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০০৯ 
  29. "About the Genographic Project - National Geographic"Genographic Project। জানুয়ারি ২২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  30. "National Geographic Geno DNA Ancestry Kit | Human Migration, Population Genetics"Genographic Project। ডিসেম্বর ২১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  31. How African Americans Use DNA Testing to Connect With Their Past
  32. Utilizing DNA testing to break through adoption roadblocks
  33. Redmonds, George; King, Turi; Hey, David (২০১১)। Surnames, DNA, and Family History। Oxford: Oxford University Press। পৃষ্ঠা 196। আইএসবিএন 9780199582648The growth of interest in genetic genealogy has inspired a group of individuals outside the academic area who are passionate about the subject and who have an impressive grasp of the research issues. Two focal points for this group are the International Society of Genetic Genealogy and the Journal of Genetic Genealogy. The ISOGG is a non-profit, non-commercial organization that provides resources and maintains one of the most up-to-date, if not completely academically verified, phylogenetic trees of Y chromosome haplogroups. 
  34. "The International Society of Genetic Genealogy"। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৩ 
  35. King, TE; Jobling, MA (২০০৯)। "What's in a name? Y chromosomes, surnames and the genetic genealogy revolution"Trends in Genetics25 (8): 351–360। hdl:2381/8106অবাধে প্রবেশযোগ্যডিওআই:10.1016/j.tig.2009.06.003পিএমআইডি 19665817 
  36. International Society of Genetic Genealogy (২০০৬)। "Y-DNA Haplogroup Tree 2006, Version: 1.24, Date: 7 June 2007"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৩ 
  37. Athey, Whit (২০০৮)। "Editor's Corner: A New Y-Chromosome Phylogenetic Tree" (পিডিএফ)Journal of Genetic Genealogy4 (1): i–ii। মার্চ ৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৩Meanwhile, new SNPs are being announced or published almost every month. ISOGG's role will be to maintain a tree that is as up-to-date as possible, allowing us to see where each new SNP fits in. 
  38. Larmuseau, Maarten (নভেম্বর ১৪, ২০১৪)। "Towards a consensus Y-chromosomal phylogeny and Y-SNP set in forensics in the next-generation sequencing era"। Forensic Science International: Genetics15: 39–42। ডিওআই:10.1016/j.fsigen.2014.11.012পিএমআইডি 25488610 
  39. "mtDNA Testing"Family Tree DNA। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 
  40. Cabrera, Vicente (৩ মার্চ ২০২১)। "Human molecular evolutionary rate, time dependency and transient polymorphism effects viewed through ancient and modern mitochondrial DNA genomes"Scientific Reports11 (1): 5036। ডিওআই:10.1038/s41598-021-84583-1পিএমআইডি 33658608পিএমসি 7930196অবাধে প্রবেশযোগ্যবিবকোড:2021NatSR..11.5036C 
  41. "The Y-Chromosome and Genetic Genealogy." 
  42. "Y-DNA STR Testing"Family Tree DNA। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 
  43. Fehér, Tibor (২০২৪)। "High Resolution Paternal Genetic History of Ireland and its Implications for Demographic History"। Journal of the Genealogical Society of Ireland25: 110–156। 
  44. Holton, G.S. (২০২০)। "Discovering unknown medieval descents: a genetic approach - medieval genealogy for the masses"। Foundations12: 2–15। 
  45. DePew, Kyle; Gleeson, Maurice; Jaski, Bart (২০২৩)। "Tracing the Sons of Brión: The R1b-A259 Y-DNA Subclade and the Uí Briúin Dynasty of Connacht"। Peritia34: 9–45। ডিওআই:10.1484/J.PERIT.5.136859 
  46. "Genealogy or Family History? What's the Difference?"। Society of Genealogists। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৩ 
  47. "What Are Primary & Secondary Sources?"। The Genealogy Assistant। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  48. "Ancestors: What Constitutes Proof?"DNAeXplained – Genetic Genealogy। ১১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  49. "DNA Relatives: Detecting Relatives and Predicting Relationships"23andMe। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  50. Janzen, Tim। "Help:DNA Ancestor Confirmation Aid"WikiTree। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  51. "Help:Triangulation"WikiTree। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  52. Estes, Roberta (ফেব্রুয়ারি ১০, ২০১৬)। "Ethnicity Testing — A Conundrum"DNAeXplained – Genetic Genealogy 
  53. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Moorjani2013 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  54. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Tamang2012 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  55. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Haber2013 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  56. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Henn2012 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  57. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Dobon2015 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  58. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Hodgson2014 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  59. "DNA Clans (Y-Clan) - DNA Ancestry Analysis"। Genebase। ২০০৯-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০০৯ 
  60. "The brave new world of genetic genealogy" 
  61. "Body found in 1995 tentatively identified"। ২৪ মার্চ ১৯৭৭। 
  62. Molteni, Megan (২৪ এপ্রিল ২০১৯)। "What the Golden State Killer tells us about Forensic Genetics"Wired। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯ 
  63. Zabel, Joseph (২০১৯-০৫-২২)। "The Killer Inside Us: Law, Ethics, and the Forensic Use of Family Genetics"। Berkeley Journal of Criminal Lawএসএসআরএন 3368705অবাধে প্রবেশযোগ্য 
  64. Curtis, Caitlin; Hereward, James; Mangelsdorf, Marie; Hussey, Karen; Devereux, John (ডিসেম্বর ২০১৮)। "Protecting trust in medical genetics in the new era of forensics"Genetics in Medicine21 (7): 1483–1485। ডিওআই:10.1038/s41436-018-0396-7পিএমআইডি 30559376পিএমসি 6752261অবাধে প্রবেশযোগ্য 
  65. Augenstein, Seth (২০১৯-০৫-২০)। "GEDmatch Changes Are 'Blow' to Law Enforcement – and Forensic Genealogy"Forensic Magazine (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪ 
  66. Augenstein, Seth (২০১৯-০৫-২৩)। "Forensic Genealogy: Where Does Cold-Case Breakthrough Technique Go After GEDmatch Announcement?"Forensic Magazine (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪ 
  67. Pauly, Madison (১২ মার্চ ২০১৯)। "Police Are Increasingly Taking Advantage of Home DNA Tests. There Aren't Any Regulations to Stop It."Mother Jones। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯ 
  68. Lund, Solana (২০২০-০৫-১৫)। "Ethical Implications of Forensic Genealogy in Criminal Cases"The Journal of Business, Entrepreneurship and Law। Pepperdine University School of Law, California, USA। 13 (2): 189–192। 

আরও পড়ুন

[সম্পাদনা]

প্রামাণ্যচিত্র

[সম্পাদনা]

জেনিফার বিমিশ (প্রযোজক); ক্লাইভ মাল্টবি (পরিচালক); স্পেন্সার ওয়েলস (উপস্থাপক) (২০০৩)। মানবের যাত্রা (ডিভিডি)। আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়া: PBS হোম ভিডিওআইএসবিএন 978-0-7936-9625-3এএসআইএন B0000AYL48ওসিএলসি 924430061 

জার্নাল

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • Shared cM Project – সেন্টিমর্গান (cM) মানের ভিত্তিতে আত্মীয়তার সম্পর্ক নির্ধারণে সহায়ক প্রকল্প