জিতেন্দ্রনাথ ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জিতেন্দ্রনাথ ভট্টাচার্য (১৮৭৭—১৯৩৮) একজন সেতারবাদক ও বাঙালি সঙ্গীতজ্ঞ।

অবদান[সম্পাদনা]

জিতেন্দ্রনাথ ব্রিটিশ ভারতে নদীয়া জেলার রানাঘাটে জন্মগ্রহণ করেন। তার পিতা বিখ্যাত সঙ্গীতজ্ঞ বামাচরণ ভট্টাচার্য। তিনি পিতার কাছে ব্যাকরণ, কাব্যশাস্ত্র, সেতার ও সুরবাহার বাদন শেখেন। জিতেন্দ্রনাথ আলাপ ও জোড়ের জন্য বিখ্যাত ছিলেন। রাজপুতনার বাণেশ্বরের মহারাওয়াল পৃথ্বী সিং বাহাদুর পুরস্কার, আজিমগঞ্জ জমিদার এম নহর বাহাদুর স্বর্ণপদক, পুরন চাঁদ নাহার স্বর্ণপদক ও মুঙ্গেরের রাজা দেবকিনন্দন প্রসাদ সিং-এর কাছ থেকে স্বর্ণপদক পান তিনি। তিনি সংগীত সংঘ মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোবারক হোসেন খান (২০০৩)। সংগীতসাধক অভিধান। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৭৫। 
  2. "জিতেন্দ্রনাথ ভট্টাচার্য"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৮