জিজিপ্লট২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিজিপ্লট২
মূল উদ্ভাবকহ্যাডলি উইকহ্যাম, উইন্সটন চ্যান
প্রাথমিক সংস্করণ১০ জুন ২০০৭; ১৬ বছর আগে (2007-06-10)
স্থিতিশীল সংস্করণ
3.5.0[১] / ২৩ ফেব্রুয়ারি ২০২৪; ৬০ দিন আগে (23 February 2024)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতআর (R) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
লাইসেন্সএম,আই,টি লাইসেন্স
ওয়েবসাইটggplot2.tidyverse.org
জিজিপ্লট২ ব্যাবহার করে গ্রাফ অঙ্কন।

জিজিপ্লট২ একটি প্যাকেজ যা আর (R) প্রোগ্রামিং ভাষায় ব্যবহার করা হয়, যা পরিসংখ্যান ক্ষেত্রে গ্রাফ অঙ্কন করার জন্য বিশেষ ভূমিকা পালন করা হয়। হ্যাডলি উইকহ্যাম ২০০৫ সালে এই প্যাকেজটি প্রবর্তন করেন, যার পূর্ণ অর্থ হল "গ্রাফিক্যাল গ্রামার প্লট-২", যা বিভিন্ন ধরনের গ্রাফ অঙ্কনের জন্য সহায়তা করে।[২][৩]

আপডেট[সম্পাদনা]

জিজিপ্লট২ প্যাকেজটি সর্বশেষ ৪ জানুয়ারি ২০২১ সালে ৩.৩.০ সংস্করণ প্রকাশ করে।[৪]

অন্যান্য গ্রাফিক প্যাকেজের সাথে তুলনা[সম্পাদনা]

এই প্যাকেজটি বিভিন্ন গ্রাফ অঙ্কনের জন্য বিশেষায়িত, এবং খুব সহজেই বিভিন্ন প্লটিং চিত্রায়নে সহায়তা করে।

স্টক আর (R) প্রোগ্রামে plot() দিয়েও গ্রাফ চিত্রায়ন করা যায়, তবে এতে জিজিপ্লট২ এর মত বিস্তৃত অপশন নেই।

সংশ্লিষ্ট প্রজেক্ট সমূহ[সম্পাদনা]

  • পাইথন এর জন্য জিজিপ্লট২
  • প্লটলি
  • গ্রামা
  • গ্রাডফ্লাই

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Release 3.5.0"। ২৩ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৪ 
  2. Wickham, Hadley (জুলাই ২০১০)। "ggplot2: Elegant Graphics for Data Analysis"Journal of Statistical Software35 (1)। 
  3. "CRAN - Package ggplot2" 
  4. https://www.tidyverse.org/blog/2020/03/ggplot2-3-3-0/

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:R (programming language) টেমপ্লেট:Statistical software