জিঙ্কি-সুহল বিক্রিয়া
অবয়ব
জিঙ্কি-সুহল বিক্রিয়া (ইংরেজি: Zincke–Suhl reaction) হল ফ্রিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার একটি বিশেষ ধাপ। বিজ্ঞানী থিওডোর জিঙ্কি এবং সুহল সর্বপ্রথম এই বিক্রিয়াটি বর্ণনা করেন।[১][২][৩]
এই বিক্রিয়ার একটি জনপ্রিয় উদাহরণ হল p-ক্রেসল হতে সাইক্লোহেক্সাডাইইনোন তৈরি। এ বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে এবং টেট্রাক্লোরোমিথেন দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। মার্কিন বিজ্ঞানী মেলভিন নিউম্যান ১৯৫০-এর দিকে এই বিক্রিয়ার নানাদিক এবং এর কৌশলের উন্নয়ন ঘটান।
এই বিক্রিয়ার উৎপাদই ডাইইনোল বেনজিন পুনর্বিন্যাস বিক্রিয়ার প্রাথমিক কাঁচামাল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ M Newman. A Study of the Zincke and Suhl Reaction, জার্নাল অব দ্যা আমেরিকান কেমিক্যাল সোসাইটি ১৯(৬) (১৯৫৪) পৃ৯৭৮ (ইংরেজি ভাষায়)
- ↑ M Newman. The Aluminum Chloride-catalyzed Reaction of Benzotrichloride with p-Cresol, জার্নাল অব দ্যা আমেরিকান কেমিক্যাল সোসাইটি ১৯(৬) (১৯৫৪) পৃ৯৮৫ (ইংরেজি ভাষায়)
- ↑ Zincke, Th.; Suhl. R. (১৯০৬)। "Ueber die Einwirkung von Tetrachlorkohlenstoff und Aluminiumchlorid auf p-Kresol und p-Kresolderivate"। Chemische Berichte (ইংরেজি ভাষায়)। ৩৯ (৪): ৪১৪৮–৪১৫৩। ডিওআই:10.1002/cber.190603904115।