বিষয়বস্তুতে চলুন

জিওফ্রে শেক্সপিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জিওফ্রে হিথারসে শেক্সপিয়ার, ১ম ব্যারোনেট পিসি (২৩ সেপ্টেম্বর ১৮৯৩ - ৮ সেপ্টেম্বর ১৯৮০) একজন ব্রিটিশ লিবারেল পার্টির রাজনীতিবিদ ছিলেন।

গ্রেট ব্রিটেনের ব্যাপ্টিস্ট ইউনিয়নের সেক্রেটারি রেভ. জন হাওয়ার্ড শেক্সপিয়ারের দ্বিতীয় পুত্র নরউইচে জন্মগ্রহণ করেন, [] তিনি হাইগেট স্কুলে শিক্ষা লাভ করেন। তিনি উইলিয়াম শেক্সপিয়ারের দাদা রিচার্ড শেক্সপিয়ারের বংশধর ছিলেন।[] তিনি প্রথম বিশ্বযুদ্ধে দায়িত্ব পালন করেন। তিনি ইমানুয়েল কলেজ, কেমব্রিজে অধ্যয়ন করেন, যেখানে তিনি এমএ এবং এলএলবি ডিগ্রি নিয়ে স্নাতক হন। তিনি লেন্ট টার্ম ১৯২০ সালে কেমব্রিজ ইউনিয়ন সোসাইটির সভাপতি ছিলেন।

তিনি ১৯২২-১৯২৩ সালে ওয়েলিংবোরো, নর্থহ্যাম্পটনশায়ারের জাতীয় উদার সংসদ সদস্য (এমপি) এবং ১৯২৯-১৯৩১ সালে নরউইচের লিবারেল সদস্য এবং ১৯৩১-১৯৪৫ সালে লিবারেল জাতীয় সদস্য ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pottle, Mark (সেপ্টেম্বর ২০০৪)। "Shakespeare, Sir Geoffrey Hithersay, first baronet (1893-1980), politician"Oxford Dictionary of National Biography। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬
  2. Adelson, Betty M. (২০০৫)। The lives of dwarfs : their journey from public curiosity toward social liberation। Rutgers University Press। পৃ. ৩৪১। আইএসবিএন ০-৮১৩৫-৩৫৪৮-৪ওসিএলসি 55981420

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]