জাহিন তাহিরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাহিন তাহিরা
জন্ম১৯৩৯[১]
মৃত্যু (বয়স ৭০)
করাচি, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
অন্যান্য নামতাহিরা আপা
পেশাটেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৬৬–২০১৯
পরিচিতির কারণখুদা কি বাস্তি
হজ-ই-আকবার
পুরস্কারতমঘা-ই-ইমতিয়াজ (২০১৩)

জাহিন তাহিরা (১৯৩৯- ৯ জুলাই ২০১৯) ছিলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, প্রযোজক ও পরিচালিকা। পাশাপাশি তিনি রেডিও পাকিস্তান এবং মঞ্চেও কাজ করেছিলেন। [৩]

জীবনীক্রম[সম্পাদনা]

জাহিন তাহিরা ১৯৩৯ সালে (কিছু সূত্র অনুসারে ১৯৪০ সালে[৪][৫] ) ব্রিটিশ ভারতের লখনউতে[৬] জন্মগ্রহণ করেছিলেন।

তাকে পাকিস্তানি টেলিভিশনের ইতিহাসে অন্যতম অভিজ্ঞ এবং বরিষ্ঠ অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হয়। তিনি ১৯৬০, ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের শেষের দিকে মূলত পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (পিটিভি) করাচি কেন্দ্রে শক্তিশালী চরিত্রে অভিনয় করে টিভি-পর্দায় আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি কেন্দ্রীয় এবং পার্শ্বচরিত্রে প্রায় ৭০০ টিরও বেশি ধারাবাহিক নাটক অভিনয় করেছেন। তিনি কয়েকটি টেলিভিশন ধারাবাহিক প্রযোজনা ও পরিচালনাও করেছেিলেন। তিনি শওকত সিদ্দিকির পাকিস্তানের রেকর্ডভাঙিয়ে ধারাবাহিক খুদা কি বাস্তি-তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১৩ সালে পাকিস্তানি বিনোদন শিল্পে কাজের স্বীকৃতি স্বরূপ পাকিস্তানের রাষ্ট্রপতি তাকে তমঘা-ই-ইমতিয়াজ পুরস্কার প্রদান করেছিল।[৭]

জাহিন তাহিরা ২০১৯ সালের ৯ জুলাইয়ে সকাল সাড়ে নয়টার দিকে করাচীতে মৃত্যুবরণ করেছেন। [৮]

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Iconic Zaheen Tahira passes away"The News। ৯ জুলাই ২০১৯। 
  2. "سینئر ترین اداکارہ ذہین طاہرہ انتقال کر گئیں"Jang 
  3. "Awards celebrate showbiz achievements (Hum Awards)"। Dawn (newspaper)। ১৪ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮ 
  4. "Veteran TV actor Zaheen Tahira passes away in Karachi"The Express Tribune। ৯ জুলাই ২০১৯। 
  5. "Veteran actor Zaheen Tahira passes away at 79"Dawn। ৯ জুলাই ২০১৯। 
  6. "Veteran actress Zaheen Tahira passes away"Business Recorder। ৯ জুলাই ২০১৯। 
  7. President decorates civil and military awards on Pakistan Day ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ নভেম্বর ২০২০ তারিখে The Nation (newspaper), Published 24 March 2013, Retrieved 27 July 2018
  8. Pakistani actor Zaheen Tahira passes away, Samaa Tv, 9 July 2019

বহিঃসংযোগ[সম্পাদনা]